1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিয়মিত অভিবাসন: হাঙ্গেরি সীমান্তে স্লোভাকিয়ার সেনা মোতায়েন

১ নভেম্বর ২০২৩

অনিমিয়ত অভিবাসন ঠেকাতে হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্তে সেনা ও পুলিশ মোতায়েনের সিদ্ধান্ত নিয়েছে স্লোভাকিয়া৷ সোমবার দেশটির নতুন সরকার এ ঘোষণা দিয়েছে৷

হাঙ্গেরি-স্লোভাকিয়া সীমান্তে একদল অনিয়মিত অভিবাসী (ফাইল ফটো)ছবি: Robert Nemeti/AA/picture alliance

স্লোভাক সরকার জানিয়েছে, এই বছর দেশটির সীমান্তে ৪০ হাজারেরও বেশি অনথিভুক্ত অভিবাসীকে শনাক্ত করা হয়েছে৷ ইউরোপের পশ্চিমের দেশগুলোতে প্রবেশে ইচ্ছুক অভিবাসীরা স্লোভাকিয়াকে ট্রানজিট হিসেবে ব্যবহার করে৷

ফলে অনিয়মিত অভিবাসীদের প্রবেশ ঠেকাতে হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্ত এলাকায় শত শত পুলিশ কর্মকর্তা ও সেনা মোতায়েনের ঘোষণা দিয়েছে দেশটির নবগঠিত সরকার৷

সদ্য দায়িত্ব নেয়া দেশটির প্রধানমন্ত্রী রবার্ট ফিকো বলেছেন, ‘‘অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণ করতেই হবে৷’’ তিনি সবাইকে সতর্ক করে বলেছেন, না হলে ‘সন্ত্রাসবাদের’ সঙ্গে জড়িতরাও দেশটিতে প্রবেশ করতে পারে৷

সীমান্তে সেনা মোতায়েন প্রসঙ্গে বিস্তারিত কিছু জানাননি তিনি৷ তবে কী ধরনের পদক্ষেপ নেয়া উচিত, তা বুঝতে সোমবার দিনের শেষভাগে একটি সীমান্ত এলাকা ঘুরে দেখেছেন স্লোভাকিয়ার নতুন প্রধানমন্ত্রী৷ 

অবৈধ পথে ইউরোপে ঢোকার চেষ্টায় ভারতীয়রা

02:38

This browser does not support the video element.

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতুস সুতাজ এস্টক বলেন, ‘‘আমরা একটি স্পষ্ট বার্তা দিতে চাই যে, নতুন সরকারের সঙ্গে অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে নতুন পদক্ষেপ এসেছে৷’’

সাংবাদিকদের তিনি আরো বলেন, সরকারিভাবে স্বীকৃত সীমান্ত পারাপার বাদে হাঙ্গেরির সঙ্গে থাকা অন্য সব সীমান্তে নজরদারির জন্য ‘বিপুলসংখ্যক সেনা’ মোতায়েন করা হবে৷

সীমান্ত নিয়ে কেন উদ্বিগ্ন স্লোভাকিয়া? 

সম্প্রতি স্লোভাকিয়াকে ‘ট্রানজিট দেশ’ হিসেবে ব্যবহার করে সার্বিয়া থেকে হাঙ্গেরি হয়ে, পশ্চিম ইউরোপীয় দেশে প্রবেশ করেছেন বিপুলসংখ্যক অভিবাসী ও আশ্রয়প্রার্থী৷

গত ৫ অক্টোবর হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্তে তল্লাশি চালু করেছিল সদ্য বিদায়ী স্লোভাক সরকার৷ এর আগে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে স্লোভাকিয়ার সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়িয়েছে ইউরোপীয় ইউনিয়নের প্রতিবেশী দেশ অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র ও পোল্যান্ড৷ এরপর, একই পথে হেঁটে হাঙ্গেরির সঙ্গে থাকা সীমান্তে নজরদারি বাড়ায় স্লোভাকিয়া৷

ওই সময়, প্রতিবেশী দেশগুলো সীমান্ত নিয়ন্ত্রণে নেয়া পদক্ষেপের সমালোচনা করেছিলেন স্লোভাকিয়ার সাবেক প্রধানমন্ত্রী লুডোভিট ওডর৷ পরিবর্তে, অনিয়মিত অভিবাসন নিয়ন্ত্রণে ইউরোপের সম্মিলিত সমাধানের পক্ষে পরামর্শ দিয়েছিলেন৷

এই চারটি দেশই ইউরোপীয় ইউনিয়নের ভিসামুক্ত শেঙ্গেন অঞ্চলে অন্তর্ভুক্ত৷

স্লোভাকিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, চলতি বছর ১ অক্টোবর পর্যন্ত অন্তত ৪০ হাজার অনিয়মিত অভিবাসী শনাক্ত করেছে ব্রাতিস্লাভা৷ গত বছরের একই সময়ের তুলনায় সংখ্যাটি প্রায় ১১ গুণ বেশি৷

টিএম/এফএস (এএফপি, এপি)

প্রথম প্রকাশ: ৩১ অক্টোবর, ২০২৩ ইনফোমাইগ্রেন্টস

অভিবাসী বিষয়ক সংবাদমাধ্যম ইনফোমাইগ্রেন্টস তিনটি প্রধান ইউরোপীয় সংবাদমাধ্যমের নেতৃত্বে একটি যৌথ প্লাটফর্ম৷ প্লাটফর্মটিতে রয়েছে জার্মানির আন্তর্জাতিক গণমাধ্যম ডয়চে ভেলে, ফ্রান্স মিডিয়া মোন্দ, এবং ইটালিয়ান সংবাদ সংস্থা আনসা৷ এই প্রকল্পের সহ-অর্থায়নে রয়েছে ইউরোপীয় ইউনিয়ন৷

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ