1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনিয়মের অভিযোগ না উঠলে ফল কী হতো?

১২ মার্চ ২০১৯

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্রলীগ ২৫টি পদের মধ্যে ২৩টিতে জয় পেয়েছে৷ তবে ভিপি নির্বাচিত হয়েছেন কোটা আন্দোলনের নেতা হিসেবে পরিচিত সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থী মো: নুরুল হক৷

Bangladesch Dhaka University Central Students’ Union | Wahl
ছবি: DW/M.M. Rahman

তিনি ছাড়াও কোটা সংস্কার আন্দোলনের আরেক নেতা আখতার হোসেন ডাকসুর সমাজসেবা সম্পাদক পদে জয়ী হয়েছেন৷ এছাড়া ১৮টি হলের মধ্যে পাঁচটি ছাত্রী হলে কোটা সংস্কার আন্দোলনের নেতারা জয় পেয়েছেন৷ এর মধ্যে সিল দেয়া ব্যালটের জন্য আলোচিত কুয়েত মৈত্রী হল রয়েছে৷ এছাড়া শামসুন্নাহার হলের ভিপি, জিএসসহ ১৩ পদের আটটিতে প্রতিদ্বন্দ্বিতা করে আটটিতেই জয় পেয়েছেন কোটা সংস্কার আন্দোলকারীরা৷

ছাত্রদের দু'টি হলেও ভিপি ও জিএস পদে কোটা সংস্কার আন্দোলনের নেতারা জয়ী হয়েছেন৷

সোমবার ডাকসু নির্বাচনের সময় কুয়েত মৈত্রী হলে ছাত্রলীগের প্রার্থীদের পক্ষে সিল মারা ব্যালট পেপার উদ্ধারসহ নানা অনিয়ম ও হামলার ঘটনা ঘটে৷ এই অভিযোগে শুধুমাত্র ছাত্রলীগসহ আর সবাই নির্বাচন বর্জন করেছিল৷

রাত সাড়ে তিনটার দিকে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য   মো: নুরুল হককে বিজয়ী  ঘোষণার সঙ্গে সঙ্গে ছাত্রলীগ নেতা-কর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন৷ তাঁরা ওই পদে নির্বাচন বাতিলের দাবি জানান৷ এরপর মঙ্গলবার সকালে তাঁরা উপাচার্যের বাসভবন ঘেরাও করেন৷ নবনির্বাচিত ভিপি নুরুল হক সকালে ক্যাম্পাসে প্রবেশ করলে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় টিএসসি এলাকায় তাঁর ওপর হামলা হয়৷

নির্বাচনে অনিয়ম না হলে আমরা ডাকসুর সব পদে জয়ী হতাম:হাসান আল মামুন

This browser does not support the audio element.

দুপুরের পর সভাপতির অনুরোধে ছাত্রলীগ উপাচার্যের বাসভবনের সামনে থেকে সরে যায়৷ এরপর বিকেল চারটার দিকে টিএসসিতে এক মঞ্চে কোলাকুলি করেন নবনির্বাচিত ভিপি নুরুল হক এবং ভিপি পদে পরাজিত ও ছাত্রলীগ সভাপতি শোভন৷ তারা একসঙ্গে কাজ করার ঘোষণা দেন৷ ছাত্র ধর্মঘট প্রত্যাহারেরও ঘোষণা দেয়া হয়৷

জানা গেছে, ছাত্রলীগ ভিপি পদ না পাওয়ার পর থেকেই কঠোর অবস্থানে যায়৷ তারা কোনোভাবেই তাদের এই পরাজয় মানতে পারছিলনা৷ ছাত্রলীগের অনেক নেতা-কর্মীকে কাঁদতেও দেখা যায়৷ আর রাতেই নুরুল হকসহ ৪০ জনের বিরুদ্ধে মামলাও করা হয় শাহবাগ থানায়৷ তাদের বিরুদ্ধে রোকেয়া হলে ব্যালট পেপার ছিনতাই ও শিক্ষক লাঞ্ছনার অভিযাগ আনা হয়৷ বুধবার সকাল থেকেই ছাত্রলীগ আক্রমণাত্বক মনোভাব নিয়ে ক্যাস্পাসে আসে৷ উপাচর্যের বাসভবন ঘেরাও করে তারা নুরুলকে গ্রেপ্তার ও বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কারের দাবি জানায়৷ নুরুলকে গ্রেপ্তার করা হবে বলেও ঘোষণা দেন ছাত্রলীগের সাধারণ সম্পাদক গোলাম রাব্বানী৷

তবে সরকারের শীর্ষ পর্যায় থেকে ক্যাম্পাসে কোনো ধরণের বিশৃঙ্খলা না করতে   ছাত্রলীগকে নির্দেশ  দেয়া হয়৷ তারপরই ক্যাম্পাসে ছুটে আসেন ডাকসু ভিপি পদে পরাজিত ছাত্রলীগ সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন৷ ছাত্রলীগের বিক্ষোভ থামিয়ে দিয়ে নবনির্বাচিত ভিপি নুরুল হকের সঙ্গে এক মঞ্চে উঠে কোলাকুলি করেন, মিলেমিশে কাজ করার ঘোষণা দেন৷

শিক্ষার্থীদের রায় মেনে নেবো তবে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে: এজিএস সাদ্দাম হোসেন

This browser does not support the audio element.

‘সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ কোনো পদেই জয় পেতনা’

নবনির্বাচিত ভিপি মো: নুরুল হক মঙ্গলবার সকালে টিএসসিতে সাংবাদিকদের বলেন, ‘‘সুষ্ঠু নির্বাচন হলে ছাত্রলীগ কোনো পদেই জয় পেতনা৷ কোটা সংস্কার আন্দোলন পূর্ণ প্যানেলে জয়ী হত৷ তারপরও সাধারণ শিক্ষার্থীরা যেভাবে পেরেছে ছাত্রলীগের নির্যাতন, নিপীড়ন, যৌন নিপীড়নের জবাব দিয়েছে৷’’

এদিকে, কোটা সংস্কার আন্দোলনের আহ্বায়ক হাসান আল মামুন ডয়চে ভেলেকে বলেন, ‘‘শত প্রতিকূলতার মধ্যেও কোটা সংস্কার নেতারা ভিপিসহ ডাকসুতে দুটি পদে জয়ী হয়েছেন৷ বেশ কয়েকটি হলে আমরা পূর্ণ প্যানেলে জয়ী হয়েছি৷ নির্বাচনে অনিয়ম না হলে আমরা ডাকসুর সব পদে জয়ী হতাম৷’’

তিনি বলেন, ‘‘শুধু ছাত্রলীগ নয়, ছাত্রদল বা বামজোট কারোর প্রতিই সাধারণ শিক্ষার্থীদের এখন আর আগ্রহ নেই, তা এই নির্বাচনেই দেখা গেছে৷ কোটা সংস্কার আন্দোলনসহ শিক্ষার্থীদের কোনো আন্দোলনেই রাজনৈতিক দলের ছাত্র সংগঠনগুলো ভূমিকা রাখেনি৷ আমরা সাধারণ ছাত্র-ছাত্রীরা যখন নির্যাতনের শিকার হয়েছি তখন আমাদের পাশে কেউ ছিলনা৷ আমরাই সাধারণ ছাত্র-ছাত্রী অধিকার সংরক্ষণ পরিষদ করে প্রতিবাদ করেছি, মাঠে থেকেছি৷ শিক্ষার্থীরা বুঝতে পেরেছে রাজনৈতিক ছাত্রসংগঠনগুলো তাদের মূল দলের সিদ্ধান্তের বাইরে যেতে পারেনা৷ তারা লেজুড়বৃত্তি করে৷ তারা এর জবাব পেয়েছে৷’’

কুয়েত মৈত্রী হলে অনিয়মের চেষ্টা করা হলেও তা রুখে দেয়া হয়েছে: ফাহমিদুল হক

This browser does not support the audio element.

সূত্র জানায়, ছাত্রলীগ সব পদে জয়ী না হতে পেরে হতাশ হলেও তাদের বোঝানো হয়েছে যে, এটি আসলে তাদের অনেক বড় জয়৷ কারণ ডাকসুতে অতীতে সরকার সমর্থক কোনো ছাত্র সংগঠন কোনো পদেই জয় পায়নি৷ সেক্ষেত্রে ছাত্রলীগের ডাকসুর ২৫ পদের ২৩টিতে এবং অধিকাংশ হল সংসদে জয় একটি রেকর্ড৷ আর সরকারের নীতি নির্ধারণ মহল থেকেও তাদের এতেই সন্তুষ্ট থাকতে বলা হয়৷

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক এবং ডাকসুর নবনির্বাচিত এজিএস সাদ্দাম হোসেন ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমরা আগেও বলেছি শিক্ষার্থীদের রায় আমরা মেনে নেব৷ আমরা ডাকসুর ফল মেনে নিয়েছি৷ তবে আমরা মনে করি আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে৷ আমাদের বিরুদ্ধে অপপ্রচার ও গুজব ছড়ানো হয়েছে৷ সেটা না হলে আমরা নিরঙ্কুশ জয় পেতাম৷’’

তিনি দাবি করেন, ‘‘কুয়েত মৈত্রী হলে যে সিল মারা ব্যালট পেপারের কথা বলা হচ্ছে ওগুলো জাল ভুয়া ব্যালট পেপার৷ এটা করা হয়েছে আমাদের হারানোর জন্য৷ মৌলবাদী ও স্বৈরাচারী শক্তি এটা করেছে৷ ছাত্রদের সেন্টিমেন্টকে গুজব দিয়ে প্রভাবিত করা হয়েছে৷’’

‘ছাত্রলীগের প্রতি অনাস্থা’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ফাহমিদুল হক মনে করেন, ‘‘ নির্বাচনে অনিয়ম  না হলে ছাত্রলীগ কোনো পদেই জয়ী হতনা৷ স্বতন্ত্র বা কোটা সংস্কার আন্দোলনের প্রার্থীরাই জয়ী হতো৷ তারপরও তারা ভিপিসহ হলগুলোতে বিশেষ করে ছাত্রী হলে অনেক পদে জয়ী হয়েছে৷ এর কারণ ছাত্রলীগের প্রতি অনাস্থা৷ আর সার্বিকভাবে তারা রাজনৈতিক ছাত্র সংগঠনের প্রতি অনাস্থা জানিয়েছে৷’’

ছাত্র হলগুলোতেও প্রশাসন স্বচ্ছ ও নিরপেক্ষ হলে ডাকসু নির্বাচনের ফল হয়ত অন্যরকম হতো: শেখ হাফিজুর রহমান

This browser does not support the audio element.

তিনি আরো বলেন, ‘‘ছাত্রী হলগুলোতে হল প্রশাসন রাজনৈতিক প্রভাবে চলেনা৷ তাই সবগুলো ছাত্রী হলে কোটা সংস্কার আন্দোলনের নেতারা জয়ী হয়েছেন৷ সেখানে তারা স্বাধীনভাবে ভোট দিতে পেরেছেন৷’’

ফাহমিদুল হক আরো বলেন, ‘‘কুয়েত মৈত্রী হলে অনিয়মের চেষ্টা করা হলেও তা রুখে দেয়া হয়েছে৷ ছাত্রীরা প্রতিবাদ করেছেন৷ তারা প্রতিবাদের মাধ্যমে অনিয়ম ঠেকিয়ে দিয়েছেন, যা একটা আশার দিক৷ এখনও তরুণদের প্রতিবাদের ভাষা ও শক্তি শেষ হয়ে যায়নি৷’’ 

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক শেখ হাফিজুর রহমান কার্জনও মনে করেন, ‘‘ছাত্রী হলগুলোর প্রশাসন যতটা স্বচ্ছ ও নিরপেক্ষ ছাত্র হলগুলোতে সেরকম হলে ডাকসু নির্বাচনের ফল হয়ত ছাত্রী হলগুলোর ফলের মতই হতো৷’’

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ