শিশুদের অতিরিক্ত টিভি না দেখানোর পক্ষেই মত দেন সবাই৷ অনেকে আবার একেবারে ছোট বয়সে শিশুদের টিভি থেকে পুরোপুরি দূরে রাখার কথাও বলেন৷ তবে বিখ্যাত অ্যানিমেটেড মুভি ‘ফ্রোজেন' দেখে এই শিশুদের অনুকরণ মুগ্ধ করেছে সবাইকে৷
বিজ্ঞাপন
জনপ্রিয় মার্কিন টিভি উপস্থাপক এলেন ডিজেনার্সের ফেসবুক পাতায় এই ভিডিওটি শেয়ার দেয়া হয় এ বছরের এপ্রিল মাসে৷ এ পর্যন্ত ৮৬ লক্ষবার দেখা হয়েছে ভিডিওটি৷ শেয়ার হয়েছে ৬৯ হাজার বার৷ ভিডিও-তে দেখা যায়, দু'জন খুদে স্টার টিভিতে ‘ফ্রোজেন' ছবির দুই অন্যতম চরিত্র এলসা আর আনাকে দেখতে দেখতে নিজেরাও অভিনয় করছে৷
শিশুদের এমন মনকাড়া আচরণে বেশিরভাগ মানুষ মুগ্ধ হলেও, কোনো কোনো সচেতন অভিভাবক এর সমালোচনা করেছেন৷ তাঁদের মন্তব্য, এ জন্যই টিভিতে হবে, তা নিয়ে সতর্ক হওয়া প্রয়োজন৷
ভিডিওটি ১ মিনিট ৫৩ সেকেন্ডের হলেও ক্যাপশনে লেখা হয়, ‘এ সব কাণ্ড আরও ১ ঘণ্টা ২০ মিনিট ধরে চলেছিল৷'
আরএন/ডিজি
শিশুদের জন্য শিক্ষামূলক ৭টি জনপ্রিয় টিভি সিরিজ
শিশুরা কার্টুন দেখতে ভালবাসে৷ তাই কোনো কিছু শেখাতে এই মাধ্যমের আশ্রয় নেয়া ভালো৷ পরিবেশ রক্ষায় শিশুদের আগ্রহী করতে নির্মিত সাতটি জনপ্রিয় টিভি সিরিজের কথা থাকছে ছবিঘরে৷
ছবি: scholastic.com
সেসেমি স্ট্রিট
শিশুদের অন্যতম প্রিয় এই শিক্ষামূলক অনুষ্ঠানে পরিবেশ বিষয়েও অনেক কিছু শেখানো হয়ে থাকে৷ যেমন পানি অপচয় করা ঠিক নয় কিংবা সবকিছু রিসাইকেল করা উচিত ইত্যাদি৷ মার্কিন জনপ্রিয় এই সিরিজটির বাংলা সংস্করণ ‘সিসিমপুর’ বাংলাদেশের শিশুদেরও বিনোদন দিচ্ছে৷ টুকটুকি, ইকরি, হালুম শিশুদের বেশ প্রিয়৷
ছবি: picture-alliance/dpa
ক্যাপ্টেন প্ল্যানেট অ্যান্ড দ্য প্ল্যানেটিয়ার্স
মার্কিন এই টেলিভিশন সিরিজের মূল বিষয় ছিল পরিবেশ রক্ষা৷ সবুজ পৃথিবী গড়ে তোলা, সাগর ও সেখানকার প্রাণীদের দূষণ থেকে রক্ষা করা, পাখিদের দেখাশোনা করা ইত্যাদি নানান বিষয় তুলে ধরা হয়েছে অনুষ্ঠানটিতে৷
ছবি: picture alliance/Mary Evans Picture Library
দ্যা অক্টোনাটস
ব্রিটিশ এই অ্যানিমেটেড সিরিজের মাধ্যমে শিশুদের সাগর ও সেখানকার বাসিন্দাদের সম্পর্কে জানানোর চেষ্টা করা হয়েছে৷ একটি পোলার বেয়ারের নেতৃত্বে আটজনের একটি দলের সাগরের অন্যান্য প্রাণীদের হাত থেকে বেঁচে থাকার সংগ্রাম দেখানো হয়েছে এতে৷ দু’জন বিশিষ্ট জীববিজ্ঞানী এটি তৈরির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন যেন তথ্য সব ঠিক থাকে৷ আরও জানতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: octonauts.com
দ্যা ওম্বলস
ছবি দেখেই বুঝতে পারছেন ‘ওম্বলস’ হচ্ছে একটি কল্পিত প্রাণী৷ ষাটের দশকে বিভিন্ন উপন্যাসে প্রথম এই প্রাণীদের কথা উল্লেখ করা হয়৷ পরবর্তীতে ব্রিটেনে তাদের নিয়ে একটি টেলিভিশন সিরিজ নির্মিত হয়৷ ১৯৭৩ থেকে ১৯৭৫ সাল পর্যন্ত প্রচারিত ঐ সিরিজে দেখানো হয়, লন্ডনে থাকা ওম্বলসরা পরিবেশ রক্ষায় আবর্জনা সংগ্রহ করে রিসাইকেল করছে৷
ছবি: picture-alliance/Ronald Grant Archive/Mary Evan
দ্যা অ্যানিমেলস অফ ফার্দিং উড
মানুষ তার নিজের প্রয়োজনে বনজঙ্গল উজাড় করায় সেখানে বসবাসরত পশুপাখিদের কী সমস্যা হয় তা দেখানো হয়েছে এই অ্যানিমেটেড টিভি সিরিজে৷ আরও জানতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: eurovisionshowcase.com
বিল নাই দ্যা সায়েন্স গায়
বিজ্ঞানের জটিল বিষয়কে শিশুদের সামনে তুলে ধরতেন বিল গায়৷ এর মধ্যে ইকোলজি, পরিবেশ বিজ্ঞানের মতো বিষয়ও থাকতো৷ তাঁর অনুষ্ঠানটি ১৯৯৩ থেকে ১৯৯৮ সাল পর্যন্ত মার্কিন টেলিভিশনে প্রচারিত হয়েছে৷ বর্তমানে বিভিন্ন সায়েন্স ভিডিওতে তাঁকে দেখা যায়, সেখানে জলবায়ু পরিবর্তনের মতো বিষয় নিয়েও তিনি আলোচনা করেন৷ আরও জানতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷
ছবি: picture alliance/AP Images/E. Agostini
দ্যা ম্যাজিক স্কুল বাস
এই টিভি সিরিজে ফ্রিজল নামের একজন বিজ্ঞান শিক্ষককে দেখানো হয়েছে, যিনি সরীসৃপ, জলবায়ু পরিবর্তন সহ প্রকৃতির নানান বিষয় সম্পর্কে শিক্ষার্থীদের জানাতে শিক্ষাসফরে নিয়ে যান৷ আরও জানতে উপরে (+) চিহ্নে ক্লিক করুন৷