‘অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত’
২৭ জুন ২০২৫
দ্য হিন্দু-কে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো এ খবর জানিয়েচে৷
জয়সোয়াল বলেন, ‘‘দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে৷'' বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন জয়সোয়াল৷
ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র৷
এদিকে শুক্রবার গঙ্গা পানিবণ্টন চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের সাথে সব বিষয়ে উভয় পক্ষের জন্য লাভজনক একটি অনুকূল পরিবেশে আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি৷’’
উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক অস্থিরতা বিরাজ করছে৷
আরআর/এসিবি