1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে আলোচনায় আগ্রহী ভারত’

২৭ জুন ২০২৫

ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল জানিয়েছেন, অনুকূল পরিবেশে বাংলাদেশের সঙ্গে সব বিষয়ে আলোচনা করতে আগ্রহী ভারত৷

রণধীর জয়সোয়াল
ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সোয়াল৷ ফাইল ফটোছবি: Lev Radin/Pacific Press Agency/IMAGO

দ্য হিন্দু-কে উদ্ধৃত করে ডয়চে ভেলের কন্টেন্ট পার্টনার দৈনিক প্রথম আলো এ খবর জানিয়েচে৷

জয়সোয়াল বলেন, ‘‘দ্বিপক্ষীয় সম্পর্কের সব দিক সামাল দেওয়ার জন্য ঢাকা ও নয়াদিল্লির মধ্যে প্রতিষ্ঠিত কাঠামো রয়েছে৷'' বৃহস্পতিবার সাংবাদিকদের এ কথা বলেন জয়সোয়াল৷

ভারতের পররাষ্ট্রবিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে ভারত-বাংলাদেশ সম্পর্কের ভবিষ্যৎ নিয়ে আলোচনার জন্য সাবেক কূটনীতিক ও বিশেষজ্ঞরা যখন প্রস্তুতি নিচ্ছেন, তখন এমন মন্তব্য করলেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের এই মুখপাত্র৷

এদিকে শুক্রবার গঙ্গা পানিবণ্টন চুক্তির বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল বলেন, ‘‘বাংলাদেশের সাথে সব বিষয়ে উভয় পক্ষের জন্য লাভজনক একটি অনুকূল পরিবেশে আলোচনার জন্য আমরা প্রস্তুত রয়েছি৷’’

উল্লেখ্য, গত ৫ আগস্ট শেখ হাসিনা সরকার পতনের পর থেকে প্রতিবেশী এই দুই দেশের মধ্যে এক ধরনের কূটনৈতিক অস্থিরতা বিরাজ করছে৷
আরআর/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ