1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুব্রত ঘনিষ্ঠদের নামে কোটি কোটি টাকার জমি

২১ মার্চ ২০২৩

ইডি হেফাজতে অনুব্রতের হিসাবরক্ষক মণীশ কোঠারি। ইডি-র দাবি, তার কাছ থেকে বিপুল পরিমাণ জমির খোঁজ পাওয়া গেছে।

ছবি: Satyajit Shaw/DW

বোলপুরের রূপপুর এলাকায় বিপুল সম্পত্তির সন্ধান পেয়েছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ইডির দাবি, ওই সম্পত্তি অনুব্রত মণ্ডলের হিসাবরক্ষক মণীশ কোঠারির। এর আগে তার নামে ৮২৫ কাঠা জমির হদিস মিলেছিল।

মণীশের কাছ থেকে আরো কিছু নাম উদ্ধার হয়েছে বলে জানিয়েছে ইডি সূত্র। বোলপুরের পুরপ্রধান পর্ণা ঘোষ এবং তার স্বামী তথা তৃণমূল নেতা সুদীপ্ত ঘোষের নাম উঠে এসেছে। যদিও এই মামলা্য় জড়িত থাকার কথা অস্বীকার করেছেন পর্ণা এবং সুদীপ্ত।

গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন মণীশ। অনুব্রত মণ্ডলের মতো তাকেও নিয়ে যাওয়া হয়েছে দিল্লিতে। সোমবার দিল্লির আদালত তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে।

অনুব্রতের ঘনিষ্ঠ হওয়ার পর রাতারাতি সম্পত্তি বাড়তে শুরু করে মণীশের। রূপপুরে বিরাট জমি আছে তার নামে। জমিটি কাঁটাতার দিয়ে ঘেরা। ভিতরে কয়েকটি ঘর বানানো আছে। সেখানে রিসর্ট তৈরির পরিকল্পনা ছিল বলে স্থানীয় মানুষের দাবি। অনুব্রত গ্রেপ্তার হওয়ার পর কাজ বন্ধ হয়ে যায়।

এদিকে পর্ণা এবং সুদীপ্তের কাছে ৬৮০ কাঠা জমি আছে বলে মণীশ ইডি-র কাছে দাবি করেছেন বলে জানা গেছে। ২০১৮-১৯ সালে এই জমি কেনা হয়। ইডি-র দাবি, ওই জমির বাজারমূল্য অন্তত ১৫ কোটি টাকা।

পর্ণা সংবাদমাধ্যমকে জানিয়েছেন, "আমার স্বামী চাকরি করেন। আমি একটি স্কুলে গানের শিক্ষিকা ছিলাম। এখন পুরসভায় রোজগার করি। আমাদের সমস্ত সম্পত্তি মেলালেও ১৫ কোটি টাকা হবে না।” জমির বিষয়ে মন্তব্য করেননি পর্ণা।

ডয়চে ভেলেকে ইডি সূত্র জানিয়েছে, গরুপাচার কাণ্ডের জট ক্রমশ কাটছে। ধৃতদের কাছ থেকে এখনো অনেক তথ্য পাওয়া যাচ্ছে। এই মামলায় আরো কিছু গ্রেপ্তার হতে পারে বলে তিনি জানিয়েছেন।

এসজি/জিএইচ (পিটিআই, আনন্দবাজার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ