1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অনুভূতিতে আঘাত লাগে’ এমন কিছু পাঠ্যবইয়ে রাখবে না এনসিটিবি

হারুন উর রশীদ স্বপন ঢাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪

কয়েকটি মহলের দাবির মুখে গঠনের মাত্র দুই সপ্তাহের মাথায় পাঠ্যপুস্তক পরিমার্জনে সমন্বয় কমিটি বাতিল করেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার৷ তবে এনসিটিবি বলছে পাঠ্যপুস্তক সংশোধনের কাজ তারা অব্যাহত রেখেছে৷

শ্রেণিকক্ষে বইয়ের পাতায় মনযোগী কয়েকজন স্কুল শিক্ষার্থী
এনসিটিবি চেয়ারম্যান জানিয়েছেন পাঠ্যপুস্তক সংশোধনের কাজ অব্যাহত আছে৷ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

ইসলামিক দল ও ব্যক্তিদের দাবির মুখে বাংলাদেশে পাঠ্যপুস্তক পরিমার্জনে জন্য গঠিত সমন্বয় কমিটি বাতিল নিয়ে চলছে বিতর্ক৷ এই কমিটির সদস্য রাখাল রাহা ডয়চে ভেলেকে বলেন, ‘‘পাঠ্যপুস্তক স্বাধীনভাবেই করা উচিত৷ কারো চাপ বা দাবির মুখে সেটা কেমন হবে তা নির্ধারণ করা ঠিক না৷'' অন্যদিকে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এম রিয়াজুল হাসান জানিয়েছেন, পাঠ্যপুস্তক সংশোধনের কাজ তারা অব্যাহত রেখেছেন, অনুভূতিতে আঘাত লাগে এমন কনটেন্ট পরিমার্জনের চেষ্টা চলছে৷

কমিটির বিরোধিতাকারী ধর্মভিত্তিক দলগুলোর দাবি

৫ আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র জনতার গণঅভ্যুত্থানে শেখ হাসিনা সরকারের পতনের পর আগের পাঠ্যপুস্তক পরিমার্জনের দাবি ওঠে৷ ১৫ সেপ্টেম্বর সংশোধনের জন্য নতুন সমন্বয় কমিটি গঠন করে শিক্ষা মন্ত্রণালয়৷

শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব খ ম কবিরুল ইসলামকে প্রধান করে ওই কমিটি গঠন করা হয়৷ সদস্যরা ছিলেন: শিক্ষা গবেষক রাখাল রাহা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের অধ্যাপক কামরুল হাসান মামুন, বাংলা বিভাগের অধ্যাপক মোহাম্মদ আজম ও সমাজবিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সামিনা লুৎফা নিত্রা, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মাসুদ আখতার খান, এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক এ কে এম রিয়াজুল হাসান, সদস্য (শিক্ষাক্রম) অধ্যাপক রবিউল কবীর চৌধুরী এবং সদস্য (প্রাথমিক শিক্ষাক্রম) অধ্যাপক এ এফ এম সারোয়ার জাহান৷

নাস্তিকদের দিয়ে কোনো কমিটি হবে না: মহিউদ্দিন রাব্বানী

This browser does not support the audio element.

কিন্তু ওই কমিটি গঠনের পর দুইজন সদস্যের পদত্যাগ দাবি করে হেফাজতে ইসলাম ও জামায়াতে ইসলামীসহ বিভিন্ন ব্যক্তিবর্গ৷ তারা কমিটিতি ইসলামী চিন্তাবিদ ও আলেম রাখারও দাবি করে৷ দুই জন সদস্যকে ইসলামবিদ্বেষী বলে অভিহিত করে তারা৷

হেফাজতে ইসলামের নায়েবে আমীর মাওলানা মহিউদ্দিন রাব্বানী রোববার ডয়চে ভেলেকে বলেন, ‘‘আমাদের ধর্মীয় মূল্যবোধ ও সামাজিক রীতিনীতির বিরুদ্ধে যায় এমন কিছু পাঠ্যপুস্তকে রাখা যাবে না৷ অতীতে পাঠ্যপুস্তকে অনেক বিকৃত ও ইসলামবিরোধী তথ্য ছিল৷ আর কমিটিতে থাকবেন যারা ধর্ম বিশ্বাস করেন, ইসলামী চিন্তাবিদ, আলেম৷ নাস্তিকদের দিয়ে কোনো কমিটি হবে না৷’’

অন্যদিকে জাময়াতে ইসলামী দাবি করেছে, ‘‘পাঠ্যপুস্তকে জামায়াতে ইসলামী সম্পর্কে বিকৃত ও ভ্রান্ত তথ্য থাকতে পারবে না৷’’ শুক্রবার সংগঠনটির পক্ষ্য থেকে এমন বক্তব্য দেয়া হয়েছে৷

কমিটির সদস্য ও শিক্ষা বিশেষজ্ঞরা যা বলছেন

২৮ সেপ্টেম্বর দেয়া প্রজ্ঞাপনে কমিটি বাতিলের কারণ উল্লেখ করেনি শিক্ষা মন্ত্রণালয়৷ কিন্তু ইসলামপন্থীদের দাবির প্রেক্ষিতেই তা বাতিল হয়েছে বলে ধারণা করা হচ্ছে৷ এ নিয়ে সামাজিক মাধ্যমে চলছে সমালোচনা ও বিতর্ক৷

ওই কমিটির সদস্য রাখাল রাহা প্রতিক্রিয়ায় ডয়চে ভেলেকে বলেন, ‘‘পাঠ্যপুস্তক স্বাধীনভাবেই করা উচিত৷ কারো চাপ বা দাবির মুখে সেটা কেমন হবে তা নির্ধারণ করা ঠিক না৷ সঠিক শিক্ষার জন্যই করা উচিত৷ এটা বলতেই হবে যে, দাবি ও চাপের মুখেই আমাদের কমিটি বাতিল করা হয়েছে৷''

আরেক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘‘আমরা যারা ওই কমিটিতে ছিলাম তাদের শিক্ষা নিয়ে সবারই নিজস্ব চিন্তা ও দর্শন আছে৷ কিন্তু যারা প্রতিবাদ করেছেন তারা একটি বিষয় জানেন না যে, পাঠ্যপুস্তক সংশোধন আমাদের কাজ ছিল না৷ এই কাজের জন্য এনসিটিবির একাধিক কমিটি আছে৷ তারা আগেই কাজ শুরু করেছেন৷ আমাদের কাজ ছিল তারা যে কাজ করছেন তা দেখা ও প্রয়োজনীয় মতামত দেয়া৷’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ মজিবুর রহমান মনে করেন কারো দাবির প্রেক্ষিতে নয় বরং প্রয়োজনের নিরিখে ব্যবস্থা নেয়া উচিত সরকারের৷

তিনি মনে করেন শিক্ষা কমিশন গঠন করে তার ভিত্তিতে শিক্ষা ব্যবস্থা ও পাঠ্যপুস্তক যুগের চাহিদার সঙ্গে মিলিয়ে করা উচিত৷ বলেন, ‘‘কোন পক্ষ কী দাবি করলো সেটা আমলে না নিয়ে যা হওয়া উচিত তাই করা দরকার৷’’

তার মতে, কোনো একটি কবিতা বা গল্প বাদ দিয়ে নতুন গল্প-কবিতা অন্তর্ভূক্ত করলেই পাঠ্যপুস্তক সংশোধন হয় না৷ তার পেছনে চিন্তা ও দর্শন থাকতে হবে৷ ‘‘আমাদের শিক্ষা ব্যবস্থা হতে হবে আমাদের সংবিধানের আলোকে,'' বলেন তিনি৷

তিনি মনে করেন সমন্বয় কমিটিটি তাড়াহুড়ো করে গঠন করা হয়েছিল৷ শিক্ষা বিশেষজ্ঞদের সমন্বয়ে তা করা প্রয়োজন ছিল৷ আবার সেটা যে দাবি ও চাপের মুখে বাতিল করা হলো সেটাও ঠিক না৷ ‘‘শিক্ষা নিয়ে এরকম তাড়াহুড়ো করা ঠিক নয়,'' বলেন এই শিক্ষা বিশেষজ্ঞ৷

কার্যক্রম অব্যাহত রাখছে এনসিটিবি

এদিকে নতুন কমিটি গঠন হবে কিনা, হলেও তা কবে হবে বা কাদের রাখা হবে সে বিষয়ে জানায়নি সরকার৷ জানতে চাইলে জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক এম রিয়াজুল হাসান ডয়চে ভেলেকে বলেন, ‘‘নতুন কমিটি কবে হবে তা শিক্ষা মন্ত্রণালয় জানে৷ তবে আমাদের পাঠ্যপুস্তক সংশোধনের কাজ অব্যাহত আছে৷''

পরিমার্জনের চেষ্টা করছি যাতে তারা আহত না হয়: রিয়াজুল হাসান

This browser does not support the audio element.

তিনি বলেন, ‘‘কমিটির দায়িত্ব ছিল পরিমার্জন সংক্রান্ত তাদের কাজগুলো যথাযথভাবে হচ্ছে কিনা তা তদারকি করা৷ এই কাজ এরইমধ্যে শেষ পর্যায়ে রয়েছে৷''

হেফাজত ও জামায়াতের দাবির ব্যাপারে তিনি বলেন, ‘‘আমাদের পাঠ্যপুস্তকে কোনো পক্ষ, কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠীকে আহত করে এমন কোনো কনটেন্ট আমরা পরিমার্জন করার চেষ্টা করছি যাতে তারা আহত না হয়৷’’

৮ আগস্ট অন্তর্বর্তী সরকার গঠনের পর শিক্ষা উপদেষ্টা ড. ওয়াহিদ উদ্দিন মাহমুদ আগের পাঠ্যক্রমে ফিরে যাওয়ার কথা বলেছেন৷ নতুন যে শিখন ও মূল্যায়ন পদ্ধতি চালুর কাজ শুরু হয়েছিল তা স্থগিত হবে৷ অধ্যাপক এম রিয়াজুল হাসান বলেন, ‘‘শিক্ষা উপদেষ্টা বলেছেন আপাতত ২০১২ সালের কারিকুলামে ফিরে যাওয়া হবে৷ আমরা সেটাই করছি৷ আর ২০২২ সালে যে বই প্রকাশিত হয়েছে আগামী বছরও সেই বই চলবে৷''

তিনি জানান, শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটির সঙ্গে তারা দুইটি বৈঠক করেছিলেন৷ ওই কমিটি বাতিল হওয়ায় তাদের কাজে কোনো অসুবিধা হবে না৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ