1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনুমোদনহীন কারখানায় আগুন, মৃত ৩

২৪ ফেব্রুয়ারি ২০২২

আশুলিয়ায় এক জুতা কারখানায় আগুনে তিনজন প্রাণ হারিয়েছেন৷  কারখানাটি অনুমোদনহীন৷ এমনকি কারখানাটির নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই৷

প্রতীকী ছবিছবি: Stringer/AA/picture alliance

বুধবার রাতে কারখানাটি পরিদর্শনে এসে সাভার উপজেলা নির্বাহী কর্মকর্তা – ইউএনও মাজহারুল ইসলাম ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এসব কথা জানান৷

বিকালে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোডে আগুনে পুড়ে যাওয়া ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২' নামের জুতার কারখানায় তিন শ্রমিক প্রাণ হারিয়েছেন৷ দগ্ধ হয়েছেন অন্তত ১২ জন৷ মাজহারুল ইসলাম বলেন,  ‘‘কারখানায় অগ্নিকাণ্ডে তিন শ্রমিকের মৃত্যুর ঘটনাটি খুবই দুঃখজনক৷ কারখানাটির কোনো ধরনের অনুমোদন ছিল না৷ সবচেয়ে আশ্চর্যের বিষয় হচ্ছে কারখানাটির নামে কোনো ট্রেড লাইসেন্সও নেই৷’’

ফায়ার সার্ভিসের ঢাকা জোন-৪ এর উপ-সহকারী পরিচালক আবদুল আলিম বলেন,  ‘‘আমরা তিনটি মরদেহ উদ্ধার করেছি৷ মারা যাওয়া ব্যক্তিদের মধ্যে দুইজন নারী ও একজন পুরুষ৷ তাৎক্ষণিকভাবে তাদের পরিচয় আমরা পাইনি৷ এদের মধ্যে দুইজন শ্বাসকষ্টে, আর একজন আগুনে পুড়ে মারা গেছেন৷’’ তবে আগুনের সূত্রপাতের কারণ এখনও অনিশ্চিত৷ ইউএনও বলেন, কারখানাটির মালিক কর্মকর্তা কাউকেই পাওয়া যায়নি৷ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে৷

নিহতদের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আশুলিয়া থানার এসআই সুদীপ কুমার গোপ৷

তারা হলেন, টাঙ্গাইল জেলার সদর থানার মালতী পাড়া গ্রামের ইমরাত হোসেনের মেয়ে ১৫ বছর বয়সি সুমাইয়া আক্তার এবং খুলনা জেলার পাইকগাছা থানার খড়িয়া গ্রামের হামিদ মিয়ার স্ত্রী শাহানারা বেগম (৪৫) ৷ সুমাইয়া পরিবারসহ কারখানার পাশে রুপায়ন মাঠে সোহরাব উদ্দিনের বাসায় বসবাস করতেন ৷ চার মাস আগে এই জুতার কারখানায় কাজ শুরু করেন সুমাইয়া৷ আর শাহানারা দুই মাস আগে কারখানায় কাজে যোগ দেন৷ তিনি স্বামী নিয়ে কারখানার পাশে রুপায়ন মাঠের জুয়েল হোসেনের বাড়িতে থাকতেন৷

লাশ শনাক্তের পর পরিবারের কাছে হস্তান্তর করা হবে৷ এবং লাশ দাফনের জন্য নিহতদের স্বজনদের জেলা প্রশাসকের তরফ থেকে ২৫ হাজার করে টাকা দেওয়া হবে বলে জানান ইউএনও ৷

বুধবার বিকেলে আশুলিয়ার টঙ্গাবাড়ি বঙ্গবন্ধু রোড এলাকায় জুতার কারখানা ‘ইউনি ওয়ার্ল্ড ফুটওয়্যার লিমিটেড-২'-এ এই অগ্নিকান্ডটি ঘটে৷ ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়৷

এনএস/এসিবি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)   

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ