1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেকে দেখছেন ধোনির এই ভিডিও

১০ জুলাই ২০১৯

বিশ্বকাপ চলছে, তার মধ্যে আবার ধোনির ভিডিও কিসের? সেই ভিডিও নিয়ে আবার কিসের এত মাতামাতি? ধোনির জন্মদিন ছিল যে!

MS Dhoni Cricket
ছবি: Getty Images/J. McCawley

গত রোববার ছিল মহেন্দ্র সিং ধোনির ৩৮তম জন্মদিন৷ নিউজিল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালের আগে এমন দিন খুব ঘটা করে উদযাপনের কথা ভাবার কথা নয়, তা ভাবেনওনি ভারতের সাবেক অধিনায়ক৷কিন্তু তার প্রতি সতীর্থদেরও তো একটা দায়িত্ব আছে, তাই না? তাছাড়া মেয়ে জিভা আর স্ত্রী সাক্ষী ধোনিও তো রয়েছেন সঙ্গে৷ তাই ছোট আঙ্গিকে জন্মদিন উদযাপনের ব্যবস্থা হয়ে গেল৷

আনা হলো কেক৷ সেই কেক মেয়েকে সঙ্গে নিয়ে কাটলেন ২০১১ বিশ্বকাপসহ ভারতকে অনেক সাফল্য এনে দেয়া ধোনি৷ তাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে স্ত্রী-সন্তান তো বটেই, সঙ্গে পুরো ভারতীয় দলও গাইলো ‘হ্যাপি বার্থডে টু ইউ'৷

সব মিলিয়ে জন্মদিনটা খারাপ কাটেনি৷ পরিবার আর সতীর্থদের নিয়ে কেক কেটে আনন্দ করেছেন৷ অজস্র শুভেচ্ছাবার্তা পেয়েছেন ভক্ত, শুভানুধ্যায়ী, দেশ-বিদেশের ক্রিকেটারদের কাছ থেকে৷ বিরাট কোহলির বার্তাটা ছিল স্পেশাল৷ এক টুইট বার্তায় ভারতের বর্তমান অধিনায়ক ধোনিকে বড় ভাই এবং বন্ধু হিসেবে উল্লেখ করে জানিয়েছেন অগাধ শ্রদ্ধা এবং ভালোবাসা৷ সেই টুইটবার্তা ভাইরাল হয়েছে৷ ভাইরাল হয়েছে ইংল্যান্ডে ধোনির জন্মদিন উদযাপনের ভিডিওটাও৷এনডিটিভিসহ ভারতের উল্লেখযোগ্য সব সংবাদমাধ্যমই লুফে নিয়েছে সেই ভিডিও৷

এসিবি/কেএম (এনডিটিভি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ