1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক দিন পর হরতাল!

হারুন উর রশীদ স্বপন ঢাকা
৭ জুলাই ২০১৯

বাংলাদেশে অনেক দিন পর রবিবার আধাবেলার হরতাল কর্মসূচি পালিত হলো৷ তবে এই হরতালে যান চলাচলে তেমন ব্যাঘাত ঘটেনি৷ অফিস আদালত চলেছে ঠিকমত৷ তারপরও এই হরতালকে যৌক্তিক মনে করছেন অনেকে৷

Bangladesch Missachtung von Verkehrsregeln
ছবি: bdnews24.com

গ্যাসের দাম বৃদ্ধি ও ‘গনদুর্ভোগ' বাজেটের প্রতিবাদে এবং সিলিন্ডার গ্যাসের দাম কমানোর দাবিতে বাম গণতান্ত্রিক জোট এই হরতাল ডেকেছে৷ ভোর ৬টা থেকে দুপুর ২টা পর্যন্ত পালিত  হরতালে কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি৷

ঢাকায় দু'একজনকে আটক করে পরে ছেড়ে দেয়া হয়৷ আর হরতাল চলাকালে বাম গণতান্ত্রিক জোটের নেতা-কর্মীদের কর্মসূচি পালন করতে দেখা গেছে পল্টন ও শাহবাগ এলাকায়৷ তবে ঢাকার বিভিন্ন এলাকায় পুলিশ ছিলো অনেক৷ তারা জলকামানও নামিয়েছেন৷
বাম গণতান্ত্রিক জোট দাবি করেছে, খুলনাসহ কয়েকটি এলাকায় হরতালের মিছিলে পুলিশ হামলা চালিয়ে বাধা দিয়েছে৷
১ জুলাই থেকে বাংলাদেশে গ্যাসের দাম আরো এক দফা বাড়ানোর সিদ্ধান্ত হয়৷ গৃহস্থালির রান্নার কাজে দুই চুলার গ্যাসের দাম মাসে ৮০০ টাকা থেকে ৯৭৫ টাকা আর এক চুলার ৭৫০ টাকা থেকে ৯২৫ টাকা নির্ধারণ করা হয়৷
সিএনজি গ্যাসের দাম বাড়িয়ে প্রতি ঘনমিটার ৪৩টাকা করা হয়৷ সব খাত মিলিয়ে গড়ে গ্যাসের দাম বাড়ে ৩২.০৮ শতাংশ৷
এর আগে সর্বশেষ ২০১৭ সালের ফেব্রুয়ারিতে গ্যাসের দাম গড়ে ২২ দশমিক ৭০ শতাংশ বাড়ানো হয়৷
ঢাকার জিগাতলার গৃহিনী ফাহমিদা আক্তার বলেন, ‘‘সরকার রান্নার গ্যাসের দাম বাড়ানোয় আমাদের ওপর বাড়তি চাপ পড়ছে৷ এ কারণে আরো অনেক কিছুর দাম বাড়বে৷ আর আমরা শুনেছি ভারতে রান্নার গ্যাসের দাম কমেছে৷ বিশ্ব বাজারেও কমেছে৷ আমাদের এখানে বাড়বে কেন? তাই আমি মনে করি এই হরতাল যৌক্তিক৷''

এই হরতালে মানুষের সমর্থন আছে: সাকি

This browser does not support the audio element.

একই বক্তব্য বেসরকারি চাকুরে হাসান সাবিরের৷ তিনি বলেন, ‘‘এই হরতালটি সাধারণ মানুষের জন্য ডাকা হয়েছে৷''
সামাজিক যোগাযোগ মাধ্যমেও অনেক সাধারণ ফেসবুক ব্যবহারকারীকে হরতালের সমর্থনে পোস্ট দিতে দেখা গেছে৷ কেউ এটাকে যৌক্তিক হরতাল, কেউ এটাকে জনগণের দাবি আদায়ের হরতাল বলেছেন৷
বাম গণতান্ত্রিক জোটের গণসংহতি আন্দোলনের নেতা জোনায়েদ সাকি বলেন, ‘‘হরতাল নানা কারণে আকর্ষণ হারিয়েছে৷ এর একটা ভয়ঙ্কর দিকও আছে৷ আমরা মনে করি সবাই রাস্তায় নেমে পড়লে হরতাল হবে৷ তাই জনসম্পৃক্ত বিষয়ে হরতাল ডাকলে এবং তা পালনের জন্য নতুন কৌশল ও প্রচার চালালে তা সফল হবে৷''
তিনি আরেক প্রশ্নের জবাবে বলেন, ‘‘সরকারের লুটপাটকে সামাল দেয়ার জন্য গ্যাসের দাম বাড়ানো হয়েছে৷ আর গ্যাসের দাম বাড়ানোর মূল উদ্দেশ্য হলো ভারত থেকে এলএনজি আমদানি করা৷ ফলে এই হরতালে মানুষের সমর্থন আছে৷ মাঠে নামা না নামা ভিন্ন কথা৷''
এই হরতালে বিএনপি সমর্থন দিয়েছে৷ দলটি ২০১৫ সালের পর আর কোনো হরতাল কর্মসূচি দেয়নি৷ ২০১৬ সালে সর্বশেষ জামায়াত হরতাল কর্মসূচি পালন করে যুদ্ধাপরাধীদের ফাঁসির দন্ড কার্যকরের প্রতিবাদে৷

কৌশলগত কারণে কয়েকবছর হরতাল করছিনা: দুদু

This browser does not support the audio element.

বিএনপি'র ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, ‘‘হরতাল গণতান্ত্রিক অধিকার৷ গ্যাসের দাম বাড়িয়ে সরকার সাধারণ মানুষকে আরো কষ্টের মধ্যে ফেলে দিয়েছে৷ তাই আমরা হরতাল সমর্থন করেছি৷''

তিনি আরো বলেন, ‘‘আমরা কৌশলগত কারণে কয়েকবছর হারতাল করছিনা৷ তবে হরতাল করার সময় এসে গেছে৷''
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ‘‘হরতাল আর গণতান্ত্রিক আন্দোলনের কার্যকর হাতিয়ার নয়৷ হরতালে মরিচা ধরে গেছে৷''
রবিবার আধাবেলা হরতাল পালনের পর বাম গণতান্ত্রিক জোট আগামী ১৪ জুলাই জ্বালানি মন্ত্রণালয় ঘেরাওয়ের কর্মসূচি দিয়েছে৷
এদিকে, গত ১ জুলাই গ্যাসের দাম বাড়ানো স্থগিত চেয়ে হাইকোর্টে সম্পূরক আবেদন করেছে কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব)৷ আবেদনের ওপর শুনানির জন্য আগামী ৯ জুলাই দিন ধার্য করেছেন হাইকোর্ট৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ