1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক দেশেই আল-কায়েদা

২ জুলাই ২০১৫

বাংলাদেশে আবার জঙ্গি আটকের খবর৷ এবার আল-কায়েদা৷ তবে জঙ্গি নিয়ে শোরগোল শুধু বাংলাদেশে নয়, ভারত, জার্মানিসহ বেশ কিছু দেশের শিরোনামেই এখন আল-কায়েদা, নয়ত আইএস-এর তৎপরতার খবর৷

Symbolbild islamistischer Kämpfer
ছবি: Fotolia/Oleg Zabielin

বিবিসি একটি প্রতিবেদন করেছে বাংলাদেশে ইসলামি জঙ্গিদের ক্রমাগত শক্তি বৃদ্ধির বিষয়টি নিয়ে৷

ঠিক এমন সময়েই বাংলাদেশে আল-কায়েদা জঙ্গি গ্রেপ্তার করল পুলিশ৷ আটককৃত জঙ্গি ব্লগার অভিজিৎ রায় হত্যার সঙ্গে জড়িত ছিলেন বলে সন্দেহ করা হচ্ছে৷

ভারতেও শিরোনামে এসেছে জঙ্গি তৎপরতার খবর৷ সে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং সংবাদমাধ্যমকে বলেছেন, আল-কায়েদা আর আইএস একজোট হয়ে ভারতে হামলা চালানোর পাঁয়তারা করছে বলে গোয়েন্দারা জানতে পেরেছেন৷

বার্তাসংস্থা রয়টার্স দিয়েছে ইয়েমেনের কারাগার থেকে সহস্রাধিক কয়েদি পালিয়ে যাওয়ার খবর৷ কয়েদিদের ভিড়ে সন্দেহভাজন বেশ কয়েকজন আল-কায়েদা জঙ্গি রয়েছে বলেও ধারণা করা হচ্ছে৷

এদিকে জার্মানিতেও আইএস ধীরে ধীরে তাদের জাল বিস্তার করছে বলে আশঙ্কা করা হচ্ছে৷ সংবাদমাধ্যমেই আছে এ খবর৷

তবে জঙ্গি তৎপরতার সব খবরেই ঘুরেফিরে আসছে বাংলাদেশ প্রসঙ্গ৷ একে একে যেভাবে ব্লগারদের হত্যা করা হচ্ছে, সমাজের বিভিন্ন স্তরের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের যেভাবে কয়েকদিন পর পর হত্যার হুমকি দেয়া হচ্ছে- তাতে এমন আলোচনার কেন্দ্রে বাংলাদেশের নাম আসাটাই স্বাভাবিক৷

আন্তর্জাতিক সংবাদমাধ্যমে বাংলাদেশে জঙ্গি তৎপরতা, ব্লগারসহ প্রগতিশীলদের নিরাপত্তাহীনতার খবরগুলো আসলে নিয়মিতই আসছে৷ নিহত ব্লগার অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা এক সাক্ষাৎকারে আবার নতুন করে এসব প্রসঙ্গে কথা বলেছেন৷ তাঁর মতে, সরকার জঙ্গিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে না বলে দেশজুগে জঙ্গি-আতঙ্ক আরো বাড়ছে৷

এশিয়া টাইমসের এক প্রতিবেদনে হয়েছে, অনেক ব্লগারই এখন দেশ ছাড়ার চেষ্টা করছেন৷

সংকলন: আশীষ চক্রবর্ত্তী

সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ