1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অনেক সম্ভাবনা নিয়ে চীনের প্রধানমন্ত্রীর ভারত সফর

১৫ ডিসেম্বর ২০১০

চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও তিনদিনের সফরে বুধবার নতুনদিল্লিতে পৌঁছোন৷ সঙ্গে রয়েছে বিশাল প্রতিনিধিদল৷ ভারতীয় নেতৃত্বের সঙ্গে আলোচনার কেন্দ্রবিন্দু - বিশ্বাসের ঘাটতি পূরণ করে সহযোগিতা বাড়ানো৷

Wen Jiabao
ভারতে চীনা প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাওছবি: AP

ভারত ও চীনের দ্বিপাক্ষিক সম্পর্কে বিশ্বাসের ঘাটতি পূরণের সম্ভাবনা নিয়ে চীনের প্রধানমন্ত্রী ওয়েন জিয়াবাও প্রায় ৪০০জনের এক বিশাল প্রতিনিধিদল সঙ্গে নিয়ে বুধবার অপরাহ্নে নতুনদিল্লি এসে পৌঁছোন৷বিমানবন্দরে তাঁকে স্বাগত জানান শিল্প ও বাণিজ্য প্রতিমন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া ও পররাষ্ট্র সচিব নিরুপমা রাও৷ তিনি দিল্লির টোগোর ইন্টারন্যাশনাল স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের সঙ্গে আলাপচারিতায় চীনের সংস্কৃতি, ভাষা, ইতিহাস নিয়ে নানা কথা বলেন৷ রাতে যোগ দেন প্রধানমন্ত্রী মনমোহন সিং-এর ব্যক্তিগত নৈশভোজে৷

আগামীকাল প্রধানমন্ত্রীর সঙ্গে হবে চীনা প্রধানমন্ত্রীর সরকারি পর্যায়ের বৈঠক৷ বৈঠকে দুপক্ষই কৌশলগত বিষয়ে নিজেদের চাহিদার কথা বিশদভাবে তুলে ধরবে৷ চেষ্টা করা হবে মতবিরোধের জায়গাগুলি কমিয়ে এনে বিভিন্ন ক্ষেত্রে দ্বিপাক্ষিক সহযোগিতা জোরদার করা৷ পররাষ্ট্রসচিব নিরুপমা রাও আশা ব্যক্ত করে বলেন, ভারত-চীন সম্পর্ক আরো মজবুত হবে৷ ভারতের সেইসব মূল ইস্যুগুলি সম্পর্কে চীন আরো বেশি সংবেদনশীল হয়েছে যা ভারতের সার্বভৌমত্ব ও আঞ্চলিক অখণ্ডতা ক্ষুন্ন করছে৷ যেমন ভারত তুলবে দ্বিপাক্ষিক বাণিজ্যে ভারসাম্য আনার কথা৷ বর্তমানে ভারত-চীন বাণিজ্য চীনের অনুকুলে৷ দুদেশের বর্তমান বাণিজ্যিক লেনদেনের পরিমাণ ৬ হাজার কোটি মার্কিন ডলার৷ তাই ভারত চাইবে চীনের ওষুধ শিল্প ও তথ্যপ্রযুক্তির বাজার৷ চীনা নেতৃত্বের কাছে ভারত রাখবে ভারত-নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের বাসিন্দাদের জন্য স্টেপল ভিসা দেবার সিদ্ধান্ত রদ করার জোরালো দাবি৷ পাশাপাশি পাকিস্তান-নিয়ন্ত্রিত কাশ্মীরে পরিকাঠামো গড়ে তোলার মত বিভিন্ন চীনা পদক্ষেপ সম্পর্কে ভারতের অস্বস্তির কথাও জানাবে ওয়েন জিয়াবাও'কে৷ চাইবে জাতিসঙ্ঘের নিরাপত্তা পরিষদে ভারতের স্থায়ী সদস্যপদ পাওয়ার ব্যাপারে চীনের ইতিবাচক অবস্থান৷

ভারত-চীন কূটনৈতিক সম্পর্কের ৬০ বছর পূর্তিতে চীনা নেতৃত্ব ভারতের দাবি পূরণে কতটা রাজি হবে তা বলা মুশকিল৷ তবে বেজিং-এর তরফে একটা ইতিবাচক ইঙ্গিত রয়েছে৷ কারণ এই অঞ্চলে চীনের প্রভাব অক্ষুন্ন রাখতে ভারতের মত প্রতিবেশী দেশকে পাশে নিতে হবে বলছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা৷

এদিকে চীনা প্রধানমন্ত্রীর ভারত সফরের বিরুদ্ধে তিব্বতি শরণার্থীরা দিল্লিতে বিক্ষোভ সমাবেশ করে তিব্বতি যুব কংগ্রেসের ডাকে৷ চীন তিব্বত ছাড়ো শ্লোগান দিতে দিতে মহাত্মা গান্ধীর সমাধিস্থল থেকে মিছিল বের করে তিব্বতি শরণার্থিরা৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ