1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তত স্বাস্থ্যবিধিটা মেনে চলুন: প্রধানমন্ত্রী

১৪ জুন ২০২০

রোববার সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা খুব সাংঘাতিক একটি সংক্রামক ব্যাধি৷ তাই সংক্রমণ থেকে বাঁচতে সবাই যেন স্বাস্থ্যবিধি মেনে চলেন৷

Die Premierministerin von Bangladesch Minister Sheikh Hasina
ছবি: Reuters/A. Alfiky

সংসদ নেতা বলেন, ‘‘আমরা চেষ্টা করে যাচ্ছি জনগণকে বোঝাতে যে, আপনারা অন্তত একটু স্বাস্থ্যবিধিটা মেনে চলেন৷ কারণ, এটা খুব সাংঘাতিক একটা সংক্রামক ব্যাধি৷ কাজেই, সংক্রমণ থেকে নিজেকে রক্ষা করেন৷’’

শেখ হাসিনা বলেন, তাঁর সরকার করোনা ভাইরাসের বিস্তার রোধে উচ্চহারে সংক্রমিত এলাকাগুলো লকডাউন করবে৷ তবে করোনার ভয়ে মানুষ যেন না খেয়ে না থাকেন, তাই অর্থনীতির চাকা সচল রাখা হবে বলেও জানান তিনি৷ 

‘‘এটা তো বাস্তবতা, করোনার ভয়ে তো আমরা মানুষকে না খাইয়ে মারতে পারি না৷ তাদের বেঁচে থাকার ব্যবস্থাটা আমাদের নিতে হবে,’’ বলেন সরকার প্রধান৷ 

সংসদে শোক

করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে শনিবার মারা গেছেন সাবেক মন্ত্রী মোহাম্মদ নাসিম৷ একইদিন রাতে মৃত্যুবরণ করেন ধর্ম প্রতিমন্ত্রী শোখ মো. আব্দুল্লাহ৷ মৃত্যুর পর নমুনা পরীক্ষায় তারও করোনা সংক্রমণ শনাক্ত হয়৷ এই দুইজনের মৃত্যুতে রোববার জাতীয় সংসদে শোক প্রস্তাব গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম৷

আলোচনায় অংশ নেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ তিনি বলেন, ‘‘একই দিনে পরপর দুজনের মৃত্যু খুবই কষ্টকর৷ আমাদের এই সংসদে বারবার শোক প্রস্তাব আনতে হচ্ছে৷’’

নিজের রাজনৈতিক জীবনের স্মৃতি স্মরণ করে তিনি বলেন, ‘‘আমি দেশে ফেরার পর রাজনীতি করার মত ছিল না। পদে পদে আমাকে বাধার সম্মুখীন হতে হয়েছে৷ এ সময় যে দুজনকে আমি সব সময় পাশে পেয়েছি, একই দিনে তাদের হারালাম৷’’

বিধি অনুযায়ী, এরপর সংসদ মুলতবি ঘোষণা করা হয়৷ 

এফএস/জেডএ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, প্রথম আলো)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ