1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তীকালীন সরকারের কাছে ‘জেন জি’র প্রত্যাশা

৭ আগস্ট ২০২৪

সাম্প্রতিক আন্দোলনে জেনারেশন জেড বা জেন জির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল৷ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে ডিডাব্লিউর সঙ্গে কথা বলেছেন তাদের কয়েকজন৷

বাংলাদেশের জেন জির ছয় সদস্যের কম্বো ছবি
অন্তর্বর্তীকালীন সরকারের কাছে প্রত্যাশা নিয়ে ডিডাব্লিউর সঙ্গে কথা বলেছেন জেনারেশন জেড বা জেন জির কয়েকজনছবি: DW

ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী এস.এম.সাহিল বলেন, দুর্নীতি বাংলাদেশে যে প্রাতিষ্ঠানিক রূপ পেয়েছে তা দূর করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ৷ তিনি বলেন, ‘‘অন্তর্বর্তী সরকারের কাছে শুরুতেই আমি চাইবো দুর্নীতিমুক্ত একটি রাষ্ট্রব্যবস্থা, যেখানে সরকারের প্রত্যেকটি কার্যালয় ও প্রতিষ্ঠানে দুর্নীতিমুক্ত কার্যব্যবস্থা নিশ্চিত হবে৷’’

একই বিভাগের শিক্ষার্থী রুবাইয়্যাত মালিহা নিরপেক্ষ বিচারব্যবস্থা চান৷ এর গুরুত্ব উল্লেখ করে তিনি বলেন, ‘‘রাগ অথবা ক্ষোভের বশবর্তী হয়ে অনেক সময় নিরপেক্ষ বিচার নিশ্চিত করা সম্ভব হয় না৷ তাই বিচারব্যবস্থা নিরপেক্ষ হওয়া খুব গুরুত্বপূর্ণ৷’’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী নিশাত তাসনিম দিশা শিক্ষা ব্যবস্থায় বিশেষ করে শিক্ষক নিয়োগে স্বচ্ছতার গুরুত্বের কথা উল্লেখ করেন৷ দিশা বলেন, ‘‘অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমার চাওয়া থাকবে তারা যেন দেশের সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ প্রক্রিয়াটি দুর্নীতির বেড়াজাল থেকে বের করে আনতে পদক্ষেপ গ্রহণ করে৷ বিশ্ববিদ্যালয়ের লেকচারার পদে যোগদানের জন্যও যেন একটি বিদেশি ডিগ্রি ন্যূনতম যোগ্যতা হিসেবে বিবেচনা করা হয়৷’’ পাশাপাশি বর্তমানে প্রচলিত ছাত্রপ্রীতি ও কোনো দলীয় বা সিন্ডিকেট প্রথা যেন প্রভাব বিস্তার করতে না পারে, মেধা ও যোগ্যতাই যেন শিক্ষক নিয়োগের মানদণ্ড হিসেবে বিবেচিত হয় তা নিশ্চিত করার আহ্বান জানান তিনি৷

নতুন সরকারের কারিগরি শিক্ষাব্যবস্থা ও তথ্যপ্রযুক্তি খাতে বেশি মনোযোগ দেয়া উচিত বলে মনে করেন নিশাত উলফাত ফারাবী৷ তিনিও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী৷ নিশাত জানান, ‘‘থিওরেটিকাল ক্লাসের পাশাপাশি ব্যবহারিক ক্লাসের সংখ্যা বাড়ানো ও মান উন্নয়ন করা জরুরি৷ পাশাপাশি বেকারত্ব দূর করতে শিক্ষার্থীদের ফ্রিল্যান্সিংয়ের ব্যাপারে আগ্রহী করা ও এ বিষয়ে সুযোগ সুবিধা বাড়ানো উচিত৷’’

ক্ষমতার বিকেন্দ্রীকরণ করা প্রয়োজন বলে মনে করেন বাংলাদেশ আর্মি ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং ও টেকনোলজির সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের শিক্ষার্থী মাইসা নওরিন নিহা৷ তিনি বলেন, ‘‘সঠিক নীতি ও পরিকল্পনা করে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করতে হবে৷ সবকিছুতেই ঢাকামুখী যে ব্যবস্থা, সেটির পরিবর্তন আনতে হবে৷ এতে করে ঢাকার উপর চাপও কমবে ও অন্যান্য জেলাসমূহও সমানভাবে উন্নত হবে৷’’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের শিক্ষার্থী অনাবিল চাকমা মনে করেন, সমতলের পাশাপাশি পাহাড়ে সকল নাগরিক সুবিধা নিশ্চিত করতে কাজ করতে হবে৷ তিনি বলেন, ‘‘পাহাড়ে স্কুল, কলেজে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি পর্যটন নিয়েও কাজ করা যায়৷ তবে সেটা হতে হবে পরিবেশবান্ধব ও সেখানে যেন শুধু বাঙালি না, পাহাড়ে বাসিন্দাদেরও বিনিয়োগের ব্যবস্থা করা উচিত, যেন তারাও আর্থিকভাবে উপকৃত হয় সেটাও দেখতে হবে৷''

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ