1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকারের মেয়াদ সংক্ষিপ্ত হওয়া উচিত: ড. ইউনূস

১৪ নভেম্বর ২০২৪

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস মনে করেন, অন্তর্বর্তী সরকারের মেয়াদ যতটা সম্ভব ছোট হওয়া উচিত৷ বার্তা সংস্থা এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এমন মন্তব্য করেন৷

বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস৷
আজারবাইজানের রাজধানী বাকুতে অনুষ্ঠিত জলবায়ু সম্মেলনে বক্তব্য রাখছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহম্মদ ইউনূস৷ ছবি: Sean Gallup/Getty Images

সাক্ষাৎকারে তিনি বাংলাদেশে কবে নির্বাচন হতে পারে সে বিষয়েও মতামত তুলে ধরেন৷ জলবায়ু পরিবর্তন মোকাবিলায় ধনী দেশগুলো কীভাবে দরিদ্র এবং আক্রান্ত দেশগুলোর সহায়তায় এগিয়ে আসতে পারে সে বিষয়েও নিজের বক্তব্য তুলে ধরেন ড. ইউনূস৷

বর্তমানে জাতিসংঘের জলবায়ু সম্মেলনে (কপ২৯) অংশ নিতে আজারবাইজানের রাজধানী বাকুতে অবস্থান করছেন ড. ইউনূস৷ সম্মেলনের ফাঁকে এএফপিকে সাক্ষাৎকার প্রদান করেন তিনি৷

ড. ইউনূস বলেন, ‘‘আমরা হলাম অন্তর্বর্তী সরকার, আর তাই মেয়াদ কাল যতটা সম্ভব সংক্ষিপ্ত হওয়া উচিত৷''

বাংলাদেশে জুলাই-আগস্ট মাসে শিক্ষার্থী-জনতার রক্তক্ষয়ী আন্দোলনের পর দেশ ত্যাগ করেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা৷ ওই আন্দোলনে শিশু-কিশোরসহ প্রায় দেড় হাজার মানুষ নিহত হয়েছেন বলে ধারণা করা হয়৷ এমন উত্তপ্ত এক রাজনৈতিক পরিস্থিতিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেন ড. ইউনূস৷ বৈষম্যমুক্ত বাংলাদেশ গড়ে তোলার প্রত্যয় নিয়ে তিনি দায়িত্ব গ্রহণ করেন৷ তার দায়িত্ব গ্রহণের তিন মাসের মাথায় রাজনৈতিক দলগুলোর মধ্যে জাতীয় সংসদ নির্বাচন নিয়ে নানা আলোচনা শুরু হয়৷

জলবায়ু পর্যটনের চাপে বিপর্যয়

04:08

This browser does not support the video element.

এই প্রসঙ্গে এএফপিকে দেওয়া সাক্ষাৎকারে ড. ইউনূস বলেন,‘‘যেভাব প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, সেভাবেই একটি অবাধ এবং নিরপেক্ষ নির্বাচন আয়োজন করা হবে৷’’

নির্বাচন কবে অনুষ্ঠিত হবে সে বিষয়ে সুনির্দিষ্ট কিছু না বললেও, ড. ইউনূস জানান, কত দ্রুত নির্বাচন অনুষ্ঠিত হবে সেটি নির্ভর করবে কত দ্রুত গণতান্ত্রিক সংস্কার করা হচ্ছে তার উপর৷ এর জন্য দ্রুততার সাথে একটি মতৈক্য তৈরির আশা করেছেন বলেও জানান তিনি৷

‘মাছের বাজারের' মতো জলবায়ু সম্মেলন

ক্ষুদ্রঋণের পথিকৃৎ ড. ইউনূস জলবায়ু সম্মেলনে আক্রান্ত দেশগুলোর অর্থায়ন নিয়ে আলোচনার বিষয়ে উষ্মা প্রকাশ করেন৷

তিনি বলেন, এটি কোনো গোপন বিষয় নয় যে, ধনী দেশগুলোর উচিত দরিদ্র দেশগুলোকে পরিবর্তিত জলবায়ু পরিস্থিতি মোকাবিলায় অর্থায়ন করা৷ ‘‘এটি এমন নয় যে, আমরা আপনাদের দয়ায় এটি চাইছি৷ আমরা এই অর্থ চাইছি, কারণ এই সমস্যার মূলে আপনারা৷’’

বাকুতে অনুষ্ঠিত কপ২৯ জলবায়ু সম্মেলনকে তিনি ‘মাছের বাজারের মতোও’ উল্লেখ করেন৷

তিনি বলেন, ‘‘আমার মনে হয়, বিভিন্ন দেশের কাছে এখানে সমস্যা সমাধানের জন্য, যে সমস্যা অন্যরা তাদের জন্য তৈরি করেছে, টাকা চাওয়ার বিষয়টি অপমানজনক৷’’

‘‘আমাদেরকে কেন দর কষাকষির জন্য এখানে আনা হবে, আপনারা তো সমস্যাটা জানেন,'' প্রশ্ন করেন তিনি৷

আরআর/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ