অন্তর্বর্তী সরকার মানবো না: মীর্জা ফখরুল
৩০ জুন ২০১১মীর্জা ফখরুল দাবি করেছেন তাড়াহুড়ো করে সংবিধান সংশোধনের নামে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করতে চাচ্ছে৷ তিনি বলেন, অন্তর্বতী সরকারের নামে মাহাজোট সরকার তাদের অধীনেই নির্বাচন করতে চাইছে৷ কিন্তু অন্তর্বতী সরকার বিএনপি মানবেনা৷ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷
আর বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, তারা অনন্তকাল ধরে তত্ত্বাবধায়ক সরকার চাননা৷ তবে পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থার পরিবর্তন কাম্য নয়৷ অন্তর্বতী সরকারেরর মাধ্যমে সমতা বিধান সম্ভব নয়৷
আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এসব নিয়ে যা বলার সংসদে গিয়ে বলেতে হবে৷ আন্দোলন সংগ্রামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা মেনে নেবেনা সরকার৷
এদিকে সংবিধান বিশেষজ্ঞদের কেউ কেউ আরো ২টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বললেও সাবেক এ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম অন্তর্বর্তী সরকারের ধারণাকে স্বাগত জানিয়েছেন৷
প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক