1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তর্বর্তী সরকার মানবো না: মীর্জা ফখরুল

৩০ জুন ২০১১

প্রধান বিরোধী দল বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মীর্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, তারা কোনভাবেই অন্তর্বর্তী সরকার মানবেন না৷ তবে সংবিধান বিশেষজ্ঞরা বলেছেন, অন্তর্বর্তী সরকার যদি শুধু দৈনন্দিন কাজ করে তাহলে এব্যবস্থা ভাল৷

BNP headquarters at Naya Paltan in Dhaka. *** Mr. Mustafiz Mamun, photographer from Bangladesh, contributed this photo for Deutsche Welle. As he mentioned, ‘’these photo is taken by me (Mustafiz Mamun) & I permit Deutsche Welle to use it.’’ ***
বিএনপির প্রধান কার্যালয় (ফাইল ছবি)ছবি: Mustafiz Mamun

মীর্জা ফখরুল দাবি করেছেন তাড়াহুড়ো করে সংবিধান সংশোধনের নামে সরকার দেশে একদলীয় বাকশাল কায়েম করতে চাচ্ছে৷ তিনি বলেন, অন্তর্বতী সরকারের নামে মাহাজোট সরকার তাদের অধীনেই নির্বাচন করতে চাইছে৷ কিন্তু অন্তর্বতী সরকার বিএনপি মানবেনা৷ নির্বাচন হতে হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে৷

আর বিএনপি নেতা ব্যারিস্টার নাজমুল হুদা বলেছেন, তারা অনন্তকাল ধরে তত্ত্বাবধায়ক সরকার চাননা৷ তবে পরিবেশ সৃষ্টি না হওয়া পর্যন্ত এই ব্যবস্থার পরিবর্তন কাম্য নয়৷ অন্তর্বতী সরকারেরর মাধ্যমে সমতা বিধান সম্ভব নয়৷

আইন প্রতিমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম বলেছেন, এসব নিয়ে যা বলার সংসদে গিয়ে বলেতে হবে৷ আন্দোলন সংগ্রামের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করা হলে তা মেনে নেবেনা সরকার৷

এদিকে সংবিধান বিশেষজ্ঞদের কেউ কেউ আরো ২টি জাতীয় নির্বাচন তত্ত্বাবধায়ক সরকারের অধীনে করার কথা বললেও সাবেক এ্যাটর্নি জেনারেল মাহমুদুল ইসলাম অন্তর্বর্তী সরকারের ধারণাকে স্বাগত জানিয়েছেন৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ