1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অন্তর্বাস বোমা’

৮ মে ২০১২

ইয়েমেন ভিত্তিক আল-কায়েদা বিমান ধ্বংস করতে অন্তর্বাস বোমা তৈরি করেছিল বলে দাবি করছে মার্কিন যুক্তরাষ্ট্র৷ ফলে আল-কায়েদার ক্ষমতা নিয়ে নতুন করে তর্ক-বিতর্ক শুরু হয়েছে৷

European plane maker Airbus released Tuesday July 20, 2004, this computer image of its future A380 super jumbo bearing the colors of Etihad Airways, a newly formed airline from Abu Dhabi which ordered 24 planes from Airbus, including four A380, in a deal worth more than US$7 billion. (AP Photo/Airbus)
ছবি: AP

ওসামা বিন-লাদেনকে সরিয়ে দেওয়ার এক বছর পরেও আল-কায়েদা একেবারে নিষ্ক্রিয় হয়ে গেছে কিনা, এই নিয়ে যখন বিতর্ক চলছিল, তারই মধ্যে শোনা গেল নতুন হামলার ষড়যন্ত্রের কথা৷ আবার বিমান ধ্বংস করার চক্রান্ত – এবার অন্তর্বাস বোমা দিয়ে৷ তা নিয়ে হামলাকারী বিনা বাধায় সহজেই বিমানবন্দরের নিরাপত্তা বলয় ভেদ করে বিনা বাধায় বিমানে পৌঁছে যেতে পারে, এমনটাই আশঙ্কা করা হচ্ছে৷

মার্কিন কর্তৃপক্ষ দাবি করছে, মধ্যপ্রাচ্যে কোনো এক দেশের সরকার এমন অন্তর্বাস বোমা উদ্ধার করেছে৷ সম্ভবত ইয়েমেন-ভিত্তিক আল-কায়েদার শাখা এই অভিনব বোমা প্রস্তুত করে কোনো আত্মঘাতী হামলাকারীকে দিতে চেয়েছিল, যে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য কোনো পশ্চিমা দেশের উদ্দেশ্যে যাত্রা শুরু করে বিমানে বিস্ফোরণ ঘটাতে পারে৷ নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন প্রশাসনের কর্তাব্যক্তিরা বার্তা সংস্থা রয়টার্স'কে জানিয়েছেন, গত ১০ দিনের মধ্যে এই বোমা উদ্ধার করা হয়েছে৷ তবে ষড়যন্ত্রের রূপরেখা চূড়ান্ত হওয়ার আগেই তা ফাঁস হয়ে যায়৷ ফলে কোনো নির্দিষ্ট বিমানে হামলার কোনো আশঙ্কা ছিল না৷ তাদের ধারণা, পলাতক সৌদি জঙ্গি হাসান আল-আসিরি এই ষড়যন্ত্রের সঙ্গে যুক্ত৷ ২০০৯ সালে যে দু'টি হামলা বিফল হয়, তাতে যে বোমা ব্যবহার করা হয়েছিল, তার থেকে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে নতুন বোমাটিতে৷

এমন ষড়যন্ত্রের ফলে স্পষ্ট হয়ে যাচ্ছে যে ইয়েমেন-ভিত্তিক ‘আল-কায়েদা ইন দ্য অ্যারেবিয়ান পেনিনসুলা' বা একিউএপি এখনো বেশ সক্রিয় রয়েছে এবং তারা অ্যামেরিকা ও পশ্চিমা দেশগুলির উপর হামলা চালাতে তৎপর৷ মার্কিন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিন্টন কলকাতায় বলেছিলেন, আল-কায়েদার বর্তমান নেতা এইমান আল-জাওয়াহিরি পাকিস্তানেই আত্মগোপন করে আছে বলে সন্দেহ করা হচ্ছে৷ তবে জাওয়াহিরি সরাসরি ইয়েমেন শাখার সঙ্গে যোগাযোগ রাখছে কিনা, তা স্পষ্ট নয়৷ মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লিয়ন প্যানেটা বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রকে সতর্ক থাকতে হবে৷

প্রতিবেদন: সঞ্জীব বর্মন (এএফপি, রয়টার্স)
সম্পাদনা: দেবারতি গুহ

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ