1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্তিম শয়ানে মান্নান ভূঁইয়া

২৮ জুলাই ২০১০

বাংলাদেশের আলোচিত রাজনীতিবিদ মান্নান ভূঁইয়ার সংগ্রামী রাজনৈতিক ধারা অনুসরণের তাগিদ দিয়েছেন তার সহকর্মীরা৷ তারা বলেছেন, তাঁর মৃত্যুতে একজন ত্যাগী রাজনীতিবিদ চলে গেলেন৷

মান্নান ভুঁইয়া (বামে – ফাইল চিত্র)ছবি: AP

মৃত্যুর মধ্য দিয়ে মান্নান ভূঁইয়া প্রমাণ করে গেলেন সব দলের সব মতের মানুষের কাছে তাঁর গ্রহণযোগ্যতা ছিল৷ তিনি ছিলেন সর্বজন শ্রদ্ধেয় একজন রাজনীতিবিদ৷ তাঁর রাজনৈতিক দীক্ষা হয়েছিল ওয়াকার্স পার্টির নেতা রাশেদ খান মেননের মাধ্যমে৷ মেনন বললেন, ছাত্র আন্দোলন, মুক্তিযুদ্ধে তাঁর সহযোদ্ধা মান্নান ভুইয়া৷

তারপর মতের পরিবর্তন ঘটেছে৷ দল ছেড়েছেন, দল গড়েছেন৷ ১১ বছর মহাসচিবের দায়িত্ব পালন করে শেষ দিকে বিএনপি থেকেও তাঁকে বিদায় নিতে হয়েছিল৷ কিন্তু সহকর্মীরা তাঁর মূল্যায়ন করেন, তাঁর সংগ্রামী চেতনা দিয়ে৷ একথাই বললেন হাসানুল হক ইনু৷ শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়াও উল্লেখ করলেন, তাঁর সংগ্রামের কথা৷

মতের পার্থক্য থাকলেও মান্নান ভূঁইয়ার অকালে চলে যাওয়াকে মেনে নিতে পারছেন না তথ্যমন্ত্রী আবুল কালাম আজাদ৷ আর সংসদের চীফ হুইপ উপাধ্যক্ষ আব্দুস শহীদ বললেন তাঁর গণ মানুষের সাথে সম্পৃক্ত রাজনীতির কথা৷ বিএনপি নেতা এম কে আনোয়ার বললেন, ভবিষ্যৎ রাজনীতি যেন তাঁকে অনুসরণ করে৷

সংসদ ভবনের দক্ষিণ প্লাজা ও বায়তুল মোকাররম মসজিদে জানাজার পর আব্দুল মান্নান ভূইয়ার মরদেহ নিয়ে যাওয়া হয় তাঁর গ্রামের বাড়ী নরসিংদীতে৷ বুধবার বিকেলে সেখানে তাঁকে দাফন করা হয়৷

প্রতিবেদন: হারুন উর রশীদ স্বপন, ঢাকা
সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ