অন্ধ্রপ্রদেশে ওষুধ তৈরির কারখানায় বিস্ফোরণ, মৃত ১৭
২২ আগস্ট ২০২৪ঘটনাটি ঘটেছে অলকাপল্লি জেলায়। ৪০ একর জমির উপর তৈরি ওষুধ কারখানায় বুধবার এই বিস্ফোরণ হয়েছে।
রাজ্যের শিল্পসচিব এন যুবরাজ জানিয়েছেন, উদ্ধারকাজ শেষ হয়েছে। ৪০ জন আহত হয়েছেন।
ওষুধ প্রস্তুতকারক সংস্থার পক্ষ থেকে বিস্ফোরণের কারণ জানানো হয়নি। তবে সরকারি কর্মকর্তারা জানিয়েছেন, তাদের সন্দেহ কেমিক্যাল রিঅ্যাকটরে বিস্ফোরণ হয়েছে।
কর্মকর্তারা ক্লোজ সার্কিট টিভির ফুটেজ খতিয়ে দেখছেন। তারা আহতদের সঙ্গেও কথা বলছেন। কারো ভুলের জন্য বিস্ফোরণ হয়েছে কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
রাজ্যের শ্রমমন্ত্রী বাসামশেট্টি সুভাষ বলেছেন, মধ্যাহ্নভোজের সময় বিস্ফোরণ হয়। তিনি জানিয়েছেন, মৃতদের চিহ্নিত করার কাজ চলছে। ঘটনাস্থল থেকে কালো ধোঁয়া বেরোচ্ছিল। তাই উদ্ধারকাজ কঠিন ছিল।
শিল্পসচিব জানিয়েছেন, ভেপার লিক হওয়ায় কেমিক্যাল রিঅ্যাকশন হয়। তার জেরে বিস্ফোরণ হয়েছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মৃতের আত্মীয়দের কাছে শোকপ্রকাশ করেছেন।
ভারত এখন সারা বিশ্বের মধ্যে অন্যতম ওষুধ প্রস্তুতকারক দেশ। গতবছর এই একই জেলায় একটি ওষুধ প্রস্তুতকারক সংস্থায় আগুন লেগে দুইজনের মৃত্যু হয়েছিল, পাঁচজন আহত হয়েছিলেন।
জিএইচ/এসজি(পিটিআই, রয়টার্স)