1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অন্বেষণ কুইজে এবারের বিজয়ী

Sanjiv Burman১৮ এপ্রিল ২০২২

বিশ্বের সবচেয়ে অদ্ভুত বাদ্যযন্ত্র কোনটি ? কীভাবে বাজানো হয় এটি? কেনই বা এটিকে অদ্ভুত বলা হয়? এই প্রশ্নেরই উত্তর জানতে চাওয়া হয়েছিলো গত সপ্তাহের অন্বেষণ কুইজে৷

ছবি: DW

সঠিক উত্তর: বিশ্বের সবচেয়ে অদ্ভুত বাদ্যযন্ত্র থেরেমিন৷  এটি তড়িৎচুম্বকীয় ক্ষেত্র তৈরি করে, যেটা শরীরের নড়াচড়া দ্বারা প্রভাবিত হয় আর এই শক্তিকে কাজে লাগিয়ে বাদ্যযন্ত্রটি বাজানো হয়৷ এটা এমন এক বাদ্যযন্ত্র যা হাতে না ধরে বাজানো হয়৷

সঠিক উত্তরদাতাদের মধ্যে লটারির মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়েছে৷ এবারের বিজয়ী হলেন, সাজিদ রহমান, টিলকান্দ্রা, মিরপুর, কুষ্টিয়া-৭০৩০, বাংলাদেশ৷

প্রিয় সাজিদ, আপনাকে অভিনন্দন! পুরস্কার আপনার হাতে পৌঁছে যাবে তবে একটু সময় লাগতে পারে  তাই ধৈর্য ধরার অনুরোধ রইলো৷ অন্বেষণ কুইজে যারা অংশ নিয়েছেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ৷ আপনাদের বন্ধুদেরও এই প্রতিযোগিতার কথা জানাবেন৷ জানাবেন ডয়চে ভেলের টেলিভিশন অনুষ্ঠান অন্বেষণ, ইউটিউব চ্যানেল এবং ওয়েবসাইটের কথা৷ অন্বেষণ অনুষ্ঠানের হ্যাশট্যাগও রয়েছে৷ বাংলায় # অন্বেষণ আর ইংরেজিতে Onneshon লিখে ফেসবুক, টুইটারে মন্তব্য করা যাবে৷ সবার প্রতি অনুরোধ, কুইজের উত্তরের সঙ্গে পুরো ঠিকানা দেবেন৷

সবার জন্য রইলো আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা৷

ডয়চে ভেলে বাংলা বিভাগ

হাতে না ধরে বাজানো যায় এই যন্ত্র!

04:15

This browser does not support the video element.

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ