বিজ্ঞানপ্লাজমা দিচ্ছেন করোনা থেকে বেঁচে যাওয়া নারী 01:52This browser does not support the video element.বিজ্ঞান08.04.2020৮ এপ্রিল ২০২০যুক্তরাষ্ট্রে সম্প্রতি কোভিড-১৯ আক্রান্ত হয়ে সেরে ওঠা এক নারী তাঁর রক্তের প্লাজমা দান করছেন চিকিৎসকদের৷ তাঁর প্লাজমা অন্য যারা এ ভাইরাসে সংক্রমিত হয়েছেন তাদের চিকিৎসায় কাজে লাগতে পারে৷ চিকিৎসার এ পদ্ধতি প্রয়োগে এখন পর্যন্ত মিশ্র ফল পাওয়া গেছে৷ লিংক কপিবিজ্ঞাপন