1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

Festive mood among Bangladeshi voters

সাগর সরওয়ার, ঢাকা থেকে২৯ ডিসেম্বর ২০০৮

যেন এক অন্যরকম উৎসব৷ মানুষের লক্ষ্য নির্বাচনের ভোট কেন্দ্র৷ আর অন্যদিকে, ঢাকার রাস্তা ফাঁকা ফাঁকা৷ রিকসার টুংটাং শব্দ৷ সংবাদমাধ্যম আর নির্বাচন সংশ্লিষ্টদের গাড়ি চলছে৷ তাদেরও লক্ষ্য বিভিন্ন ভোট কেন্দ্র৷

স্বচ্ছ ব্যালট বাক্স, ছবিযুক্ত ভোটার লিস্ট- বাংলাদেশের নির্বাচন প্রক্রিয়ায় অনেক পরিবর্তন৷ আর তাই খুশি ভোটাররাও ...ছবি: Mustafiz Mamun

ঢাকার বিভিন্ন ভোট কেন্দ্রে গিয়ে দেখা গেল সে এক অন্য রকম চিত্র৷ সবাই নিজ নিজ পছন্দের প্রার্থীকে ভোট দেয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছেন৷ কোন হুড়োহুড়ি নেই৷ নেই কোন পেশী শক্তি৷ ভোটার কেন্দ্র লাগোয়া কোন স্থানে নেই কোন রাজনৈতিক দলের অফিস৷ যেগুলো আছে তাও বেশ খাটিকটা দূরে৷ মানুষ সেখানে গিয়ে নিজেদের ভোটার নাম্বার জোগাড় করছেন৷

কোন সংশয় ভয় ছাড়াই ভোট দিচ্ছেন ভোটাররা৷ নতুন ভোটাররাও ভোট দিয়েছেন বেশ আনন্দের সঙ্গে৷ছবি: Mustafiz Mamun

২৯ ডিসেম্বর৷ বাংলাদেশে অনুষ্ঠিত হচ্ছে নবম জাতীয় সংসদ নির্বাচন৷ এ নির্বাচনকে কে কেন্দ্র করে রাজধানী ঢাকাসহ বিভিন্ন স্থানে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তামুলক ব্যবস্থা৷ অনেকেই বললেন তারা কোন সংশয় ভয় ছাড়াই ভোট দিচ্ছেন৷ নতুন ভোটাররাও ভোট দিয়েছেন বেশ আনন্দের সঙ্গে৷ বললেন, বিবেচনা করেই ভোট দেবো৷ স্বচ্ছ ব্যালট বাক্সে দেখা যাচ্ছে জমা হওয়া ব্যালট৷

রাষ্ট্রপতি অধ্যাপক ড. ইয়াজউদ্দিন আহম্মেদ ও তার স্ত্রী অধ্যাপক আনোয়ারা বেগম বেলা ১১টা ১০ মিনিটে বঙ্গভবন প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়েছেন৷ দেশবাসীর উদ্দেশ্যে তিনি বলেন, দেশে সঠিক গণতন্ত্রের উত্তরণ ঘটবে৷ তিনি আশা প্রকাশ করে বলেন, দেশ সঠিক গণতন্ত্রের মাধ্যমে পরিচালিত হবে৷

প্রধান উপদেষ্টা ড. ফখরুদ্দীন আহমদ বলেছেন, জনগণ যে ভোটাধিকার প্রয়োগ করবেন তার ফলাফলের ভিত্তিতে নির্বাচিত সরকার আগামীতে দেশ পরিচালনা করবে৷ নির্বাচনের ফলাফল সকল রাজনৈতিক দল মেনে নেবে বলে তিনি আশা করেন৷ তিনি বলেন, বাংলাদেশ ভবিষতের লক্ষ্যে এগিয়ে যাবে৷ এই আমার আজকের কামনা৷

সস্ত্রীক গুলশান মডেল হাইস্কুলে প্রধান নির্বাচন কমিশনার ড. এটিএম শামসুল হুদা ভোট দিয়ে বললেন, সারা দেশে উৎসব মুখর পরিবেশে নির্বাচন অনুষ্ঠিত হওয়ায় তিনি আনন্দিত৷ আমি মনে করছি এই নির্বাচনটা একটা ঐতিহাসিক নির্বাচন হবে৷ তিনি বলেন, যে সংস্কারের কাজ নিয়ে নির্বাচন কমিশন কাজ করেছিল তার অনেকটাই নির্বাচন কমিশন সম্পূর্ণ করতে পেরেছে৷

ধানমন্ডির সিটি কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ৮টায় ভোট দিয়েছেন আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা৷ ভোটদান শেষে তিনি সাংবাদিকদের বলেন, ইনশাল্লাহ মহাজোট দেশ শাসনের সুযোগ পাবে৷

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া আদমজী ক্যান্টনমেন্ট স্কুল এন্ড কলেজে ভোট প্রদান শেষে সাংবাদিকদের বলেন, দীর্ঘ ২ বছর পর দেশে ভোট গ্রহণ হচ্ছে৷ আমরা চাই অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ভাবে নির্বাচন হয়৷ যারা ভোট দিতে এসেছে তারা যেন ভোট দিতে পারে৷ আপনারা দেখেছেন সারা দেশে চারদলীয় জোটের কি রকম সমর্থন রয়েছে৷ যদি অবাধ,নিরপেক্ষ ভোট হয় তবে জোট বিপুল ভোটে জয়ী হবে৷

নেতা নেত্রীর মতো সাধারণ মানুষও খুশি৷ তারা সকলে বললেন, একটি সুন্দর বাংলাদেশের স্বপ্নের জন্যই তাদের এবারের ভোট দেয়া৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ