চলতি মাস শেষে ইংল্যান্ডে শুরু হচ্ছে ক্রিকেট বিশ্বকাপ৷ তার আগে শনিবার থেকে শুরু হওয়া অন্য এক বিশ্বকাপে বাংলাদেশসহ দশ দেশের পথশিশুরা অংশ নিচ্ছে৷
বিজ্ঞাপন
চার মেয়ে ও চার ছেলের সমন্বয়ে বাংলাদেশ দল গঠন করা হয়েছে৷ এর মধ্যে আছে সানিয়া ও রাসেল৷ দু'জনেরই বয়স ১৫ এবং তাদের গল্পও প্রায় একইরকম৷ গৃহকর্ত্রীর অত্যাচার থেকে বাঁচতে সেখান থেকে পালিয়ে গিয়ে বাড়ি ফেরার পথ না চেনায় কিছুদিন পথেই বাস করতে হয়েছে সানিয়া মির্জাকে৷ পরে ‘লোকাল এডুকেশন অ্যান্ড ইকোনমিক ডেভেলপমেন্ট অর্গানাইজেশন' বা লিডো নামের এক সংগঠন তাকে আশ্রয় দেয়৷ সংগঠনটি পথশিশুদের নিয়ে কাজ করে৷
অভাবের কারণে সানিয়ার বাবা মেয়েকে কাজ করতে শহরে এক দম্পতির কাছে পাঠিয়েছিলেন৷ কিছুদিন সেখানে ভালোই ছিল সানিয়া৷ কিন্তু ঐ দম্পতির প্রথম সন্তান জন্ম নেয়ার পর সানিয়ার উপর অত্যাচার শুরু করেন তারা৷ এই অবস্থা থেকে মুক্তি পেতে সানিয়া সেখান থেকে পালিয়ে ট্রেন ধরে কমলাপুর চলে যায়৷ তারপর সে বাবার কাছে ফিরতে গিয়ে বুঝতে পারে যে, সে বাড়ির পথ চেনে না৷ এরপর থেকেই সানিয়ার আশ্রয়স্থল লিডো৷
বিশ্বকাপের বাংলাদেশ স্কোয়াড
ইংল্যান্ডের ব্যাটিংবান্ধব উইকেটের কথা চিন্তায় রেখে গড়া হয়েছে বিশ্বকাপে বাংলাদেশের ১৫ জনের স্কোয়াড৷ ছবিঘরে জেনে নিন চলতি ত্রিদেশীয় সিরিজ শুরুর আগ পর্যন্ত খেলোয়াড়দের ওয়ানডে রেকর্ড৷
ছবি: Getty Images/AFP/I.S. Kodikara
মাশরাফি বিন মোর্তজা
বিশ্বকাপ ক্রিকেটে দ্বিতীয়বারের মতো বাংলাদেশের নেতৃত্ব দিচ্ছেন মাশরাফি বিন মোর্তজা৷ ভাবা হচ্ছে, এটাই তাঁর ক্যারিয়ারের শেষ বিশ্বকাপ৷ ইনজুরির কারণে ২০১১ সালের বিশ্বকাপ তিনি খেলতে পারেনি৷ ২০৫টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ খেলে তিনি ২৫৯ উইকেট নিয়েছেন৷ ১৫১ ইনিংসে ব্যাট হাতে মাশরাফি করেছেন ১৭৫২ রান৷
ছবি: Getty Images/AFP/I.S. Kodikara
তামিম ইকবাল
বিশ্বের অন্যতম সেরা ওপেনার তামিম ইকবাল৷ প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে একদিনের ক্রিকেটে ৫,০০০ রান পেরোনোর রেকর্ডটি তাঁর৷ এখন পর্যন্ত ১৮৯ ম্যাচে তামিমের ব্যক্তিগত সংগ্রহ ৬৪৬০ রান৷ এর মধ্যে রয়েছে ১১ সেঞ্চুরি ও ৪৪ হাফ সেঞ্চুরি৷ স্ট্রাইকরেট ৭৭ দশমিক ৯২৷
ছবি: Getty Images/AFP/M. Kiran
সাকিব আল হাসান
বিশ্বের অন্যতম সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান এবার বাংলাদেশের বিশ্বকাপ দলের সহ-অধিনায়ক৷ মোট ১৯৫ ওডিআই খেলে তিনি ৫৫৭৭ রান করেছেন৷ তাঁর মধ্যে ৭টি সেঞ্চুরি ও ৪০টি ফিফটি রয়েছে৷ ১৯৫ ম্যাচে ২৪৭ উইকেট নেওয়া সাকিব স্পিন আক্রমণে বাংলাদেশের প্রধান অস্ত্র৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
মুশফিকুর রহিম
উইকেটকিপার-ব্যাটসমান মুশফিকুর রহিম ব্যাটিংয়ে বাংলাদেশের অন্যতম প্রধান অস্ত্র৷ তিনি খেলেছেন ২০১টি একদিনের আন্তর্জাতিক ম্যাচ৷ ক্যারিয়ারে মোট ৫৩৯২ রান তোলা মুশফিকের ৬টি সেঞ্চুরি ও ৩২টি হাফ সেঞ্চুরি রয়েছে৷ সর্বোচ্চ ইনিংস ১৪৪ রানের৷
ছবি: Reuters/D. Gray
মাহমুদুল্লাহ রিয়াদ
অলরাউন্ডার মাহমুদুল্লাহ রিয়াদ খেলেছেন ১৭১টি ওয়ানডে৷ ৩৩ দশমিক ৩৯ গড়ে তাঁর মোট রান ৩৬৭৩৷ স্ট্রাইকরেট ৭৫ দশমিক ৬২৷ বল হাতে এই অফ-স্পিনার নিয়েছেন ৭৬ উইকেট৷ রিয়াদের ক্যারিয়ারে মোট ৩ সেঞ্চুরির দু’টিই গত বিশ্বকাপের৷ ক্যারিয়ারে ফিফটি আছে ২০টি৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
সৌম্য সরকার
বাঁ হাতি ব্যাটসম্যান সৌম্য সরকার মাঝে-মধ্যে বোলিং করেন ডান হাতে৷ ৪১ আন্তর্জাতিক ম্যাচে ৩৪ দশমিক ৪৩ গড়ে তাঁর মোট রান ১২৭৪৷ ২ সেঞ্চুরির সঙ্গে আছে ৭টি ফিফটি৷ স্ট্রাইকরেট ৯৮ দশমিক ৬০৷ এক ইনিংসে সর্বোচ্চ রান ১২৭৷ ৮ ম্যাচে বল করে সৌম্য উইকেট নিয়েছেন ১টি৷
ছবি: Getty Images/AFP/D. Sarkar
লিটন দাস
উইকেট কিপার-ব্যাটসম্যান লিটন দাস ২৭ ম্যাচ খেলে ৫০৮ রান করেছেন৷ ১ টি করে সেঞ্চুরি ও হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর৷ স্ট্রাইকরেট ৭৯ দশমিক ৭৪৷ ১৫ টেস্ট খেলে লিটন করেছেন ৬২২ রান৷
ছবি: Getty Images/AFP/G. Guercia
মুস্তাফিজুর রহমান
‘কাটার মাস্টার’ হিসাবে পরিচিত পেসার মুস্তাফিজুর রহমান ৪৩ ম্যাচে উইকেট নিয়েছেন ৭৭টি৷ একদিনের আন্তর্জাতিক ম্যাচে ৫ উইকেট নিয়েছেন ৩বার এবং ৪ উইকেট ২বার৷
ছবি: Getty Images/AFP/M. U. Zaman
রুবেল হোসেন
পেস বোলার রুবেল হোসেনের রয়েছে দুই বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা৷ ওয়ানডেতে মোট ৯৬ ম্যাচে উইকেট নিয়েছেন ১২২টি৷ পাঁচ উইকেট শিকার করেছেন ১ বার আর চার উইকেট ৭ বার৷
ছবি: Getty Images/AFP/M. Uz Zaman
সাব্বির রহমান
৫৭ ম্যাচে ১২১২ রান করেছেন মিডল-অর্ডার ব্যাটসম্যান সাব্বির রহমান৷ ৯১ দশমিক ৬৭ স্ট্রাইকরেটে তাঁর এই সংগ্রহে ১ টি সেঞ্চুরি ও ৫টি হাফ সেঞ্চুরি রয়েছে৷
ছবি: Getty Images/AFP/K. Manjunath
মেহেদী হাসান মিরাজ
এবার স্পিন আক্রমণে বাংলাদেশ দলে সাকিবের সঙ্গী অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ৷ ২৫ ম্যাচে তাঁর মোট ২৯১ রান৷ স্ট্রাইকরেট ৭১ দশমিক ৮৫৷ বল হাতে ২৫ ম্যাচে ২৬ উইকেট নিয়েছেন তিনি৷
ছবি: Getty Images/AFP/I. S. Kodikara
মোহাম্মদ মিঠুন
ব্যাটসম্যান মোহাম্মদ মিঠুন উইকেট কিপিংও করেন৷ ১৫টি আন্তর্জাতিক ম্যাচে করেছেন ২০৭ রান৷ স্টাইকরেট ৭৪ দশমিক ৮৪৷ তবে প্রথম শ্রেণির ক্রিকেটে ৯৩ ম্যাচে ৪৯৬১ রান আছে মিঠুনের৷
ছবি: Getty Images/K. Marschall
মোসাদ্দেক হোসেন
অফ-স্পিনার মোসাদ্দেক হোসেন ২৪টি একদিনের ম্যাচ খেলে নিয়েছেন ১১ উইকেট৷ ব্যাট হাতে করেছেন ৩৪১ রান৷ ফিফটি রয়েছে ১টি৷
ছবি: Getty Images/AFP/I.S. Kodikara
মোহাম্মদ সাইফউদ্দিন
পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন ১০টি ওয়ানডে খেলে ৭ উইকেট নিয়েছেন৷ ৭ ইনিংসে করেছেন ১৭৫ রান৷ ৭০ স্ট্রাইকরেটে তাঁর এই রানের মধ্যে সর্বোচ্চ স্কোর ৫০৷
ছবি: Getty Images/K. Marschall
আবু জায়েদ চৌধুরী
একদিনের আন্তর্জাতিক ম্যাচে না খেললেও আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে খেলার অভিজ্ঞতা আছে আবু জায়েদ চৌধুরীর৷ প্রথম শ্রেণির ক্রিকেটে ৭৬ ম্যাচে করেছেন ৪৫৬ রান৷ বল হাতে নিয়েছেন ২২৭ উইকেট৷ তিনটি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলে নিয়েছেন ৪ উইকেট৷
ছবি: picture-alliance/empics/A. Davy
15 ছবি1 | 15
সানিয়ার সহখেলোয়াড় রাসেলের মা ছেলেকে ভাইয়ের কাছে রেখে বিদেশে পাড়ি জমিয়েছিলেন৷ রাসেলের বাবা তার জন্মের আগেই মারা গেছেন৷ এই অবস্থায় মামা-মামি তাকে অত্যাচার করলে সেখান থেকে সেও পালিয়ে যায়৷ পরে তারও আশ্রয় হয় লিডো-র আশ্রয়কেন্দ্রে৷
এই আশ্রয়কেন্দ্রে থাকা মোট আটজন শিশুই পথশিশুদের ক্রিকেট বিশ্বকাপে বাংলাদেশকে প্রতিনিধিত্ব করছে৷
রাসেল বলছে, ‘‘আমি এমন জায়গায় ক্রিকেট খেলবো যেখানে খেলাটার জন্ম হয়েছে৷ আমি লর্ডসে খেলবো৷ আমার মনে হয় না, অনেক মানুষ এমনটা বলতে পারবে৷''
উদ্দেশ্য
লন্ডনভিত্তিক দাতব্যসংস্থা ‘স্ট্রিট চাইল্ড ইউনাইটেড' প্রথমবারের মতো পথশিশুদের জন্য ক্রিকেট বিশ্বকাপের আয়োজন করেছে৷ এর আগে অবশ্য তারা চারবার পথশিশুদের জন্য ফুটবল বিশ্বকাপের আয়োজন করেছিল৷
পথশিশুদের বিষয়ে আন্তর্জাতিক পর্যায়ে সচেতনতা বৃদ্ধির জন্য এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়৷ পথশিশুদের পাচার ও নিপীড়নের শিকার হওয়ার ঝুঁকি থাকে বলে জানান বিশ্লেষকরা৷
জাতিসংঘের হিসেবে বিশ্বে পথশিশুদের সংখ্যা দেড়শ মিলিয়ন পর্যন্ত হতে পারে৷ এদিকে, ইউরোপীয় ইউনিয়নের সহায়তায় পরিচালিত এক জরিপ বলছে, বাংলাদেশে পথশিশুর সংখ্যা প্রায় সাত লক্ষ৷ এরমধ্যে এক-তৃতীয়াংশের বাস ঢাকাতে৷