ইডি-র চার্জশিটে বলা হয়েছে, ১০ থেকে ১২ বার লটারি জিতেছেন অনুব্রত মণ্ডলের মেয়ে।
বিজ্ঞাপন
লটারি হয়ে যাওয়ার পর আগেই বীরভূমের দোরদণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলের কাছে খবর পৌঁছে যেত, কারা লটারি জিতেছেন। তাদের বাড়ি গিয়ে আগেই সেই টিকিট কিনে নেওয়া হতো। এভাবে অন্তত ১০ থেকে ১২ বার অনুব্রতের মেয়ে সুকন্যা লটারির টাকা পেয়েছেন বলে চার্জশিটে উল্লেখ করেছে ইডি। যাদের কাছ থেকে লটারির টিকিট কেনা হয়েছে, তাদের নামও উল্লেখ করা হয়েছে। উঠে এসেছে লটারির একটি এজেন্সির নাম।
গরুপাচার-কাণ্ডে গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল, তার দেহরক্ষী এবং তার মেয়ে। সেই তদন্তের সূত্রেই লটারির বিষয়টি সামনে এসেছে। এ নিয়ে বোলপুরে গিয়ে তদন্ত করেছেন অফিসারেরা। লটারির সঙ্গে যুক্ত বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে।
তৃণমূলের হেভিওয়েট নেতা অনুব্রত গ্রেপ্তার
গরুপাচার কাণ্ডে বোলপুরের বাড়ি থেকে গ্রেপ্তার অনুব্রত মণ্ডল। সিবিআইয়ের ক্যাম্প অফিসে তাকে নিয়ে যাওয়া হচ্ছে।
ছবি: Satyajit Shaw/DW
বোলপুর থেকে গ্রেপ্তার
বৃহস্পতিবার সকাল ১১টা নাগাদ বোলপুরের বাড়ি থেকে অনুব্রতকে গ্রেপ্তার করা হয়। সিবিআইয়ের বিশাল দল তার বাড়িতে গিয়ে অনুব্রতকে গ্রেপ্তার করে।
ছবি: Satyajit Shaw/DW
সিবিআইয়ের কৌশল
বুধবার মাঝরাতে পাঁচটি গাড়ি নিয়ে বোলপুরে পৌঁছে যান সিবিআই অফিসাররা। বৃহস্পতিবার সকালে তার বাড়ি ঘিরে ফেলে সিআরপিএফ জওয়ানরা। দেড়ঘণ্টা বাড়িতে কথা বলার পর অনুব্রতকে গ্রেপ্তার করা হয়।
ছবি: Satyajit Shaw/DW
গরুপাচার কাণ্ডে গ্রেপ্তার
অনুব্রতের বিরুদ্ধে গরুপাচার কাণ্ডে জড়িত থাকার অভিযোগ। আগেই তৃণমূলের এই হেভিওয়েট নেতার দেহরক্ষীকে গ্রেপ্তার করা হয়েছিল। তার কাছ থেকে বিপুল পরিমাণ সম্পত্তি উদ্ধার হয়েছে বলে সিবিআই সূত্রে খবর।
ছবি: Satyajit Shaw/DW
বিতর্কিত নেতা
বার বার বিতর্কে জড়িয়েছেন অনুব্রত। এর আগে পুলিশকে বোমা মারার কথা বলেছিলেন অনুব্রত। ভোটের সময় চড়াম চড়াম ঢাক বাজানোর কথা বলেছেন। গাঁজা কেসে বিরোধীদের গ্রেপ্তার করানোর কথা বলেছেন।
ছবি: Satyajit Shaw/DW
অনুব্রতের লুকোচুরি
এর আগে ১০ বার অনুব্রতকে তলব করেছিল সিবিআই। একবার মাত্র সিবিআইয়ের নিজাম প্যালেসে গেছেন তিনি। অসুস্থতার কারণ দেখিয়ে বার বার জিজ্ঞাসাবাদ এড়িয়ে গেছেন অনুব্রত।
ছবি: Satyajit Shaw/DW
অসুখ বিতর্ক
এসএসকেএম হাসপাতালে গত সোমবার চিকিৎসার জন্য গেছিলেন অনুব্রত। সেখানে তাকে দেখে ছেড়ে দেওয়া হয়। বলা হয়, বার্ধক্যজনিত কিছু রোগে ভুগছেন তিনি। তবে হাসপাতালে ভর্তি করার প্রয়োজন নেই। কিন্তু বোলপুরের চিকিৎসকরা তাকে বেডরেস্টের নির্দেশ দেন।
ছবি: Subrata Goswami
আসানসোলের পথে
আসানসোল আদালতে তোলা হতে পারে অনুব্রতকে। তার আগে সিবিআই তাকে আরো জেরা করতে পারে মনে করা হচ্ছে। অনুব্রতকে সরাসরি গরুপাচার মামলায় জড়ানো হয়েছে বলে সিবিআই সূত্রে জানা গেছে।
ছবি: Satyajit Shaw/DW
7 ছবি1 | 7
ইডির চার্জশিটে উঠে এসেছে গাঙ্গুলী লটারি এজেন্সি নামে একটি সংস্থার নাম। অভিযোগ, এই এজেন্সি আগে থেকে অনুব্রতকে জানিয়ে দিত, কারা লটারি জিততে চলেছে। প্রভাব খাটিয়ে অনুব্রতের লোকজন সেই টিকিট কিনে নিত বলে অভিযোগ। গাঙ্গুলী লটারির প্রধান অবশ্য এই অভিযোগ মানতে চায়নি। কিন্তু ইডি-র চার্জশিটে কটাই শেখের বয়ান আছে। যার কাছ থেকে অনুব্রতের লোকেরা টিকিট কিনেছিলেন বলে অভিযোগ। সেই টিকিট থেকে এক কোটি টাকার লটারি জিতেছে অনুব্রতের পরিবার।
ইডি-র বক্তব্য, কালো টাকা সাদা করার এই পদ্ধতি ব্যবহার করেছেন অনুব্রত এবং তার সহযোগীরা। চার্জশিটে এই গোটা প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হয়েছে। প্রয়োজনে বিষয়টির সঙ্গে যুক্ত আরো বেশ কিছু ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানানো হয়েছে। ইডি-র দাবি, জেরায় অনুব্রত এই অভিযোগগুলির অনেক কথাই স্বীকার করেছেন।