1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জ্যাক কেরুয়াক

১২ মে ২০১২

১৬ই মে থেকে তা প্রদর্শিত হবে, ঠিক যেদিন কান চলচ্চিত্র উৎসব শুরু হবে৷ কান’এ গোল্ডেন পাম’এর জন্য এবার প্রতিযোগিতায় রয়েছে কেরুয়াকের উপন্যাসের ভিত্তিতে নির্মিত একটি ছবি৷

ARCHIV - Das Logo des Internationalen Filmfestivals von Cannes (Archivfoto vom 12.05.2009). Das Filmfestival gilt als das bedeutendste weltweit. 2012 findet das Filmfest zum 65. Mal statt. Foto: IAN LANGSDON (Themenpaket Cannes - zum 16. Mai - Hintergrund - «Das Filmfestival Cannes» vom 09.05.2012) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

‘অন দ্য রোড'-কে বলা হয় বিট জেনারেশনের অন্যতম প্রামাণ্য উপন্যাস৷ ১৯৫১ সালের এপ্রিল মাসে মাত্র তিন সপ্তাহের মধ্যে এই এক লাখ পঁচিশ হাজার শব্দের উপন্যাসটি শেষ করেন ২৯-বছর-বয়সী কেরুয়াক৷ প্রেরণা যা'ই হোক, ইন্ধন বলতে ছিল শুধু কাপের পর কাপ কফি৷

১২০ ফুট লম্বা একটি ট্রেসিং পেপারের রোলকে সাইজ করে কেটে তার ওপর টাইপ করতে শুরু করেন কেরুয়াক, পরে পাতাগুলো আবার জোড়া দিয়ে দেন৷ ভাবগ্রস্তের মতো টাইপ করে গেছেন, মার্জিন, অনুচ্ছেদ, অধ্যায়, কিছুই রাখেননি৷ তাঁর বন্ধু এবং যাত্রাসঙ্গি নিল কাসাডি'র একটি চিঠি থেকেই নাকি কেরুয়াকের বিশ্বখ্যাত উপন্যাসের সূত্রপাত৷ দুজনের ভবঘুরে বাউন্ডুলেপনার দিনগুলো কেরুয়াক ধরে রেখেছেন তাঁর উপন্যাসের পাতায়৷

৩৬ মিটার লম্বা সেই পাণ্ডুলিপির প্রথম ন'মিটার যাচ্ছে এবার প্যারিসের চিঠিপত্র ও পাণ্ডুলিপি মিউজিয়ামে, তিন মাসের প্রদর্শনীর জন্য৷ সেইসঙ্গে কান'এ মহরত হবে ঐ উপন্যাসের ভিত্তিতে ব্রাজিলিয়ান চিত্রপরিচালক ওয়াল্টার সালেস'এর তৈরী সর্বাধুনিক ছবিটির৷ উপন্যাসটির এর আগেও চিত্ররূপ দেওয়া হয়েছে৷ কিন্তু এবার তা করেছেন ‘দ্য মোটরসাইকেল ডাইরিজ'-এর নির্মাতা সালেস৷ ‘মোটরসাইকেল ডাইরিজ'-এর উপজীব্য হল তরুণ চে গুয়েভারা'র লাতিন অ্যামেরিকা ভ্রমণ৷

কেরুয়াকের হারানো নাটক

১৯৫৭ সালে কেরুয়াকের ‘অন দ্য রোড' উপন্যাসটি প্রকাশিত হয়৷ ঠিক সে'বছরেই কেরুয়াক তাঁর একমাত্র পূর্ণ দৈর্ঘ্যের নাটক লেখেন৷ তিন অঙ্কের নাটক৷ নাম ‘বিট জেনারেশন'৷ নাটকের উপজীব্য হল কেরুয়াক স্বয়ং এবং নিল কাসাডি ও অ্যালেন জিন্সবার্গ'এর মতো অপরাপর বিট পোয়েট ও বিট জীবন৷

কেরুয়াক নাটকটি মঞ্চস্থ করারও চেষ্টা করেছিলেন, এমনকি মার্লন ব্র্যান্ডো'র দ্বারস্থ হয়েছিলেন৷ কিন্তু কোনো লাভ হয়নি৷ শেষমেষ তিনি সব প্রচেষ্টা ত্যাগ করেন৷ ১৯৬৯ সালে পরলোকগমন করেন জ্যাক কেরুয়াক৷ আশ্চর্যের কথা, সেই হারানো নাটকের পাণ্ডুলিপি খুঁজে পাওয়া যায় ২০০৫ সালে, একটি গুদামে৷

এবার কেরুয়াকের নিজের শহর লোওয়েল এবং ম্যাসাচুসেটস বিশ্ববিদ্যালয় মিলে সেই হারানো নাটক প্রথমবারের মতো মঞ্চস্থ করতে চলেছে৷ উপলক্ষ হল জ্যাক কেরুয়াক সাহিত্য উৎসব ২০১২৷

প্রতিবেদন: অরুণ শঙ্কর চৌধুরী (এএপপি, এপি)
সম্পাদনা: রিয়াজুল ইসলাম

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ