1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

‘অপকৌশলে পারদর্শিতা রয়েছে আওয়ামী লীগের'

২ সেপ্টেম্বর ২০২২

ইউটিউবে ‘ডয়চে ভেলে খালেদ মুহিউদ্দীন জানতে চায়' টকশোতে আলোচক হিসেবে ছিলেন বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদ এবং এবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়৷

KMAsks122: Khaled Muhiuddin Asks 122
ছবি: DW

বিএনপির উপর হামলার অভিযোগের একাধিক খবরের প্রেক্ষিতে এবি নিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রধান সম্পাদক সুভাষ সিংহ রায়ের দাবি, ‘‘সুরাজনীতি বা সুশাসন একটা দল দিয়ে সম্ভব নয়৷ যারা বিরোধী দলে আছেন, তারা ভাবছেন ক্ষেত্র প্রস্তুত করতে হবে৷ আগেও এমন করা হয়েছে৷''

তিনি জানান, নারায়ণগঞ্জের ঘটনা ব্যথিত করেছে৷ পাশাপাশি তার কটাক্ষ, ‘‘বিএনপির জন্য এ ঘটনার প্রয়োজন ছিল মনে হচ্ছে৷''

সুরাজনীতি বলতে কী বোঝাতে চাইছেন, ডয়চে ভেলের বাংলা বিভাগের প্রধান খালেদ মহিউদ্দীনের প্রশ্নের উত্তরে সুভাষ সিংহ রায় বলেন, ‘‘সবচেয়ে বেশি হামলার শিকার তো আওয়ামী লীগ৷''

পুলিশ আক্রান্ত হলে গুলি করে মানুষ হত্যা করবে? সঞ্চালকের প্রশ্নের উত্তরে সুভাষের বক্তব্য, ‘‘পুলিশ কর্মকর্তাদের সঙ্গে কথা হয়েছে৷ আচমকা রাস্তা অবরুদ্ধ করে দেয়া হয়৷ সবকিছু সহজ সরলভাবে হয়েছে বলা যায় না৷''

বিএনপি দলীয় সংসদ সদস্য মো. হারুনুর রশীদের কথায়, ‘‘অত্যন্ত উদ্বেগের সঙ্গে লক্ষ্য করছি সরকার ফ্যাসিবাদী কর্তৃত্ব কায়েম করেছে৷ ২২ তারিখের পর ৭০টি হামলা হয়েছে৷ ২০১৮ নির্বাচনের পর থেকে সমাবেশের স্পেস একেবারে সীমিত৷''

মো. হারুনুর রশীদের অভিযোগ, সরকারের ইঙ্গিতে পুলিশ এই কাজ করছে৷ পুলিশ রাজনীতির আঙিনা থেকে দূরে থাকলে সমস্যা হবে না৷ দেশে মতপ্রকাশের স্বাধীনতায় গভীর সংকট রয়েছে৷

সুভাষ সিংহ রায়ের পাল্টা বক্তব্য, ‘‘প্রতিদিন পার্লামেন্টে বিরোধীদের কণ্ঠ শোনা যায়৷''

তার দাবি, বিএনপি নেতারা বেগম খালেদা জিয়ার স্বাস্থ্যের বিষয়টা ব্যবহার করতে চান৷ খালেদা জিয়া স্বাভাবিকভাবে যাতায়াত করছেন৷ বিশেষভাবে সহানুভূতি দেখানো হয়েছে, সারাজীবন কৃতজ্ঞ থাকা উচিত৷''

মো. হারুনুর রশীদ বলেন, ‘‘সাম্প্রয়িক সময়ে একাধিক কুমন্তব্য করেছেন শেখ হাসিনা৷ তা শিষ্টাচারের মধ্যে পড়ে না৷ অপকৌশলে পারদর্শিতা রয়েছে আওয়ামী লীগের৷''

কেমন বাংলাদেশ চান, খালেদের এই প্রশ্নের উত্তরে সুভাষ সিংহ রায় বলেন, ‘‘হাসিনার পথে পথে গ্রেনেড ছড়ানো ছিল, পাথর ছড়ানো ছিল৷ সেখান থেকে তিনি সমৃদ্ধ করেছেন বাংলাদেশকে৷''

মো. হারুনুর রশীদের দাবি, ‘‘বাংলাদেশে যা পরিস্থিতি, এই কর্তৃত্ববাদী শাসন থেকে মুক্ত করতে গেলে বহু প্রাণ যাবে৷''

জামায়াতের সঙ্গে বিএনপির জোটের বিষয়ে খালেদ জানতে চাইলে সংসদ সদস্য জানান, জামায়াতে ইসলামী আগামী নির্বাচনে প্রার্থী ঘোষণাও করেছে৷ আর সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করেনি জামায়াতের সঙ্গে বিএনপির কী সম্পর্ক দাঁড়ায়, তা নির্বাচনের সময় বোঝা যাবে৷

আরকেসি/এআই

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ