1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধীদের প্রিয় ইউরো

১৪ জানুয়ারি ২০১৪

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংক ইসিবি বলছে, গত বছরের শেষ ছয় মাসে আগের ছয় মাসের চেয়ে ইউরো নোট বেশি জাল হয়েছে! অবশ্য সংখ্যার হিসেবে পরিমাণটা বেশি নয়৷ সোমবার এই তথ্য জানিয়েছে সংস্থাটি৷

Symbolbild EZB Europäische Zentralbank Frankfurt am Main
ছবি: Getty Images

ইসিবি বলছে, বাজারে থাকা প্রায় দেড় হাজার কোটি ইউরো নোটের মধ্যে জাল হয়েছে সাড়ে তিন লাখের একটু বেশি৷ এদিকে, ইউরোকে আরও সুরক্ষিত করতে ইসিবি ১০ ইউরোর নতুন ব্যাংক নোট উন্মোচন করেছে৷ ২৩ সেপ্টেম্বর থেকে এর ব্যবহার শুরু হবে৷ আপরাধীরা যেন সহজে এই নোট জাল করতে না পারে সে লক্ষ্যে উন্নত প্রযুক্তি ব্যবহার করা হয়েছে৷

এর আগে গত মে মাসে ৫ ইউরোর নতুন নোট বাজারে ছাড়া হয়৷ ধীরে ধীরে অন্য নোটগুলোও নতুন করে বাজারে ছাড়ার পরিকল্পনা করছে ইসিবি৷ উল্লেখ্য, এখনকার নোটগুলো ২০০২ সাল থেকে বাজারে আছে৷ আস্তে আস্তে সেগুলো উঠিয়ে ফেলবে ইসিবি৷

ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রধান মারিও দ্রাগিছবি: Reuters

পুঁজিবাজার

সপ্তাহের শুরুতে ইউরোপের পুঁজিবাজারের অবস্থা ভালোই ছিল৷ বিশেষ করে ব্যাংকগুলোর শেয়ার বেড়ে গিয়েছিল৷ কারণ ইউরোপের ২৭টি দেশের কেন্দ্রীয় ব্যাংক রবিবার, ঋণ দেয়ার ক্ষেত্রে ব্যাংকগুলোর জন্য বেঁধে দেয়া একটি নীতি সহজ করে দেয়ার সিদ্ধান্ত ঘোষণা করে৷ ২০০৭ সালে আর্থিক সংকট শুরু হওয়ার পর এ সংক্রান্ত নীতিটি কঠোর করা হয়েছিল৷ এখন পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউরোপের কেন্দ্রীয় ব্যাংকগুলো নতুন সিদ্ধান্ত নিয়েছে৷

১০ ইউরোর একটি নোট...ছবি: picture-alliance/dpa

বন্ড মার্কেট

ইউরোপের অর্থনৈতিক অবস্থা দিনদিন উন্নতির দিকে যাওয়ায় ইউরোজোনের উপর আস্থা বাড়ছে বিনিয়োগকারীদের৷ ফলে এই এলাকার বন্ড কেনার প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বাড়ছে৷ ফলে ইউরোজোনের বেইলআউটপ্রাপ্ত দেশ স্পেন, ইটালি, পর্তুগাল ও আয়ারল্যান্ডের ইস্যু করা বন্ড এখন সংকটের আগের সময়কার হারে লেনদেন হচ্ছে৷ এই হারটা চার শতাংশের নীচে৷ ২০১২ সালে যেটা ছিল ছয় শতাংশের বেশি৷ এখানে বলা যেতে পারে, আর্থিক দিক দিয়ে ইউরোপের সবচেয়ে সুরক্ষিত দেশ জার্মানির বন্ড শুক্রবার লেনদেন হয়েছে ১.৯ শতাংশ হারে৷ আর ফ্রান্সের হার ছিল ২.৫ শতাংশ৷

জেডএইচ/ডিজি (এএফপি, রয়টার্স)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ