1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধী ধরার আগে কুকুরের ব্যায়াম!

২৩ জানুয়ারি ২০১৮

এই ভিডিও যে ভাইরাল হবে তা বোঝাই যাচ্ছিল৷ গল্পটি হচ্ছে, দুই পুলিশ অফিসারের সঙ্গে পাল্লা দিয়ে পুশ-আপ দিচ্ছে এক কুকুর৷ পেছনে বাজছে বিখ্যাত রকি সিনেমার থিম সং ‘আই অফ দ্য টাইগার'৷

Deutschland Berlin - Polizeihund während NPD Demonstration
ছবি: Imago/G. Leber

তবে মজাটা অন্য জায়গায়৷

ঠিক এক জায়গায় আটকে থাকতে পারছে না চতুষ্পদ প্রাণিটি৷ প্রতিবারই এগিয়ে যাচ্ছে কিছুটা৷ আর তাতে অফিসার কাওয়ান ও অফিসার হ্যানক ব্যাপক মজা পাচ্ছেন৷

হ্যান্ডসাম  এই কুকুর একটি ডাচ শেফার্ড৷ আলাবামার গালফ শোরের পুলিশ বিভাগে দুই বছর বয়সি এই শ্বাপদটি যোগ দেয় গেল বছরের শুরুতে৷ অফিসিয়াল নাম কে৯ নাইট্রো৷

ভিডিওটি পুলিশ বিভাগের অফিসিয়াল ফেসবুক পেজে পোস্ট দেয়া হয়৷

সেখানে লেখা হয়, ‘‘যারা আইনভঙ্গ করবেন তাদের পাকড়াও করতে প্রস্তুতি নিচ্ছেন কে৯ নাইট্রো, অফিসার কাওয়ান ও অফিসার হ্যানক৷''

দু'মাস আগে ফেসবুকে প্রকাশিত হওয়া ভিডিওটি নজর কেড়েছে ১২ লাখ মানুষের৷

জেডএ/এসিবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ