1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপরাধের মোকাবিলায় স্বতন্ত্র পুলিশ কমিসারিয়েট গঠনের উদ্যোগ

৪ আগস্ট ২০১১

কলকাতায় সশস্ত্র ডাকাতদের হামলার সহজ লক্ষ্য হচ্ছেন প্রবীণ নাগরিকেরা৷ আইন-শৃঙ্খলা রক্ষায় কলকাতা পুলিশের ধাঁচে পাঁচটি নতুন কমিসারিয়েট গঠনের সিদ্ধান্ত নিয়েছেন মুখ্যমন্ত্রী৷

Die indische Eisenbahnministerin Mamata Banerjee (Mamta) und Vorsitzende des Trinamool Congress bei einer veranstaltung in Kolkata.
পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ছবি: UNI

কয়েকদিন আগেই কলকাতার এক আবাসনে ডাকাতির সময় ৯২ বছরের এক বৃদ্ধার মুখে প্লাস্টিক গুঁজে রাখায় শ্বাসরুদ্ধ হয়ে তাঁর মৃত্যু হয়৷ ওই বাড়িতে কোনও পুরুষ না থাকার সুযোগ নিয়েছিল ডাকাতরা, যারা এসেছিল রং মিস্ত্রি সেজে, ওই আবাসনেরই প্রধান সিকিউরিটি গার্ডের সহযোগিতায়৷ আবার ডাকাতি হল সল্ট লেকের এক প্রবীণ দম্পতির বাড়িতে, যাঁদের একমাত্র মেয়ে কর্মসূত্রে ফ্রান্সে থাকেন৷ ডাকাতির ধরন দেখে পুলিশের ধারণা, এই ক্ষেত্রেও এমন কেউ খবর দিয়েছে, যার নিয়মিত যাতায়াত ছিল ওই দম্পতির বাড়িতে৷ ওঁরা যে একাই থাকেন এবং ওঁদের মেয়ে যে মাঝেমধ্যে টাকা পাঠান বাবা-মাকে, সেটাও ডাকাতদের জানা ছিল৷ শহরের বর্ষীয়ান মানুষেরা এভাবে একের পর এক আক্রান্ত হওয়ার ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্ক ছড়িয়েছে শহরজুড়ে৷

কলকাতার শহরতলী এলাকাতেও অপরাধের প্রবণতা বাড়ছে৷ বারাসতের যে কাছারি ময়দানে কয়েক মাস আগে গুন্ডাদের হাত থেকে নিজের দিদিকে বাঁচাতে গিয়ে প্রাণ দিয়েছিল এক তরুণ, গত রাতে সেখানেই ফের আক্রান্ত হয়েছেন এক মহিলা৷ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আইন শৃঙ্খলা রক্ষার প্রয়োজনে এদিনই এক গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত নিয়েছেন৷ কলকাতা পুলিশের আদলে পাঁচ জায়গায় স্বতন্ত্র পুলিস কমিসারিয়েট গঠনের কথা ভেবেছেন মুখ্যমন্ত্রী৷ আসানসোলে, যেখানে কয়লা মাফিয়াদের দাপট, শিলিগুড়ি, যেখানে চোরাচালানকারীদের রাজত্ব, ছাঁট লোহার কারবারকে কেন্দ্র করে যেখানে উৎপাত করে দুর্বৃত্তরা, সেই হাওড়ায়, দমদম-ব্যারাকপুরে, যেখানে শিল্পাঞ্চলের এলাকা দখল নিয়ে সমাজবিরোধীদের সংঘর্ষ লেগেই থাকে, এবং পাঁচ নম্বর জায়গা হল সল্ট লেক, যে নির্জন আবাসিক এলাকা ক্রমশই চোর-ডাকাতের মুক্তাঞ্চল হয়ে উঠেছে৷ রাজ্য পুলিশের কর্তারাও মনে করছেন যে পৃথক পাঁচটি কমিসারিয়েট গঠিত হলে অপরাধ দমনের কাজটা অনেকটাই সহজ হবে৷

প্রতিবেদন: শীর্ষ বন্দ্যোপাধ্যায়

সম্পাদনা: সঞ্জীব বর্মন

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ