1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপহরণ ঠেকাতে পুলিশের বিশেষ স্কোয়াড

হারুন উর রশীদ স্বপন, ঢাকা৪ মে ২০১৪

ঢাকা মহানগর পুলিশ এবার ‘অ্যান্টি-কিডন্যাপিং স্কোয়াড’ গঠন করেছে৷ অপহরণ ও গুমের ঘটনা বেড়ে যাওয়ায় এই বিশেষায়িত দল গঠনের প্রয়োজনীয়তা দেখা দিয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম৷

স্কোয়াডের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করা যাবে (ফাইল ছবি)ছবি: picture-alliance/dpa

এই স্কোয়াডের সঙ্গে ফোনে সরাসরি যোগাযোগ করা যাবে বলে জানান তিনি৷ মনিরুল ইসলাম বলেন, অপহরণ রোধ, অপহরণে জড়িত আসামিদের গ্রেপ্তারে এই স্কোয়াড কাজ করবে৷ এছাড়া জামিনে ছাড়া পাওয়া আসামিদেরও নজরদারিতে রাখবে স্কোয়াড৷ স্কোয়াডের সদস্য সংখ্যা ৪০৷ এর প্রধান পুলিশের একজন অতিরিক্ত উপকমিশনার৷

তিনি জানান, স্কোয়াড এরই মধ্যে কাজ শুরু করেছে৷ অপহরণকারীদের সম্পর্কে কোনো তথ্য থাকলে এই স্কোয়াডকে জানানো যাবে৷ তথ্যদাতাদের পরিচয় গোপন রাখা হবে বলেও জানান মনিরুল ইসলাম৷ স্কোয়াডের সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগের জন্য ২৪ ঘণ্টা হটলাইন চালু করা হয়েছে৷ চারটি নম্বরে যোগাযোগ করা যাবে৷ এগুলো হলো: ০১৭১৩-৩৯৮৩২৭, ০১৭১৩-৩৯৮৬১৯, ০১৭১৩-৩৭৩২১৪, ০১৭১৩-৩৭৩২১৬৷

যুগ্ম কমিশনার মনিরুল ইসলাম ডয়চে ভেলেকে বলেন, দেশে এধনের স্কোয়াড এই প্রথম৷ পুলিশের নিয়মিত অপহরণ বিরোধী তৎপরতাকে আরো বেগবান করতেই এই স্কোয়াড৷ তাঁরা একটি ডেটাবেজও গড়ে তুলবেন৷ আর তাতে থাকবে অপহরণ, অপহরণকারী এবং উদ্ধার সংক্রান্ত সব ধরণের তথ্য৷

স্কোয়াড এরই মধ্যে কাজ শুরু করেছে (ফাইল ছবি)ছবি: Getty Images

১০ জন আটক

এদিকে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্যানেল মেয়র ও কাউন্সিলর নজরুল ইসলামসহ ৭ জনকে অপহরণ মামলার প্রধান আসামি আওয়ামী লীগ নেতা নূর হোসেনের বাড়ি থেকে শনিবার ১০ জনকে আটক ও একটি মাইক্রোবাস জব্দ করেছে পুলিশ৷ অভিযানের সময় নূর হোসেন বাড়িতে ছিলেন না৷ জেলা পুলিশ সুপার খন্দকার মুহিদ উদ্দিন বলেছেন, মূল আসামিকে গ্রেফতারে পুলিশ তৎপর আছে৷ তাঁদের ধারণা নূর হোসেন এখনো দেশের বাইরে পালিয়ে যেতে পারেনি৷ তিনি জানান, ‘‘মাইক্রোবাসটি অপহরণ এবং হত্যাকাণ্ডে ব্যবহার করা হয়েছে কিনা তা যাচাই করতে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) সহায়তা নেয়া হচ্ছে৷ ঐ বাড়িতে একটি গোপন বৈঠকের খবর পেয়েই অভিযান চালানো হয়৷'' আটককৃতদের মধ্যে একজন নিহত আইনজীবী চন্দন কুমার সরকারের মুঠোফোন ব্যবহার করেছেন বলে জানান তিনি৷

পুলিশের অতিরিক্ত মহাপরিদর্শক গোলাম ফারুক বলেছেন, ‘‘নারায়ণগঞ্জে একের পর এক অপহরণ ঘটলেও নারায়ণগঞ্জবাসীকে স্বস্তি দেওয়া হবে৷ অপরাধীরা সবাই ধরা পড়বে৷ আমরা নারায়ণগঞ্জবাসীকে স্বস্তি দিতে চাই৷''

ছবি: MUNIR UZ ZAMAN/AFP/Getty Images

অন্যদিকে, ব্যবসায়ী সাইফুল ইসলামকে অপহরণ এবং উদ্ধারের ঘটনায় এক নারীসহ দুইজনকে আটক করা হয়েছে৷ পুলিশের অভিযানের খবর পেয়ে অপহরণকারীরা সাইফুল ইসলামকে শুক্রবার ঢাকা-আরিচা মহাসড়কে ফেলে রেখে যায়৷ আর শনিবার দুপুরে শীতলক্ষ্যা নদীতে আরো একটি লাশ পাওয়া গেছে৷

রবিবার হরতাল

৭ জনকে অপহরণ এবং হত্যার প্রতিবাদে রবিবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতি নগরীতে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে৷ নিহতদের মধ্যে চন্দন কুমার সরকার নামে একজন আইনজীবীও রয়েছেন৷ বিএনপি এবং জামায়াত এই হরতালে সমর্থন দিয়েছে৷ শনিবার নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির প্রতিবাদ সমাবেশে সমিতির সভাপতি সাখাওয়াত হোসেন বলেন, ‘‘আমরা আইনজীবী৷ আমাদের সঙ্গে কোনো রাজনৈতিক দলের সম্পর্ক নেই৷ আমরা শান্তিপূর্ণভাবে হরতাল করব৷ দেশ থেকে সব ধরনের গুম, অপহরণ বন্ধ হোক৷''

উল্লেখ্য, চলতি বছরের প্রথম চার মাসেই সারাদেশে ৫৪ জনকে অপহরণ করা হয়েছে বলে মানবাধিকার সংগঠন আইন ও সালিশ কেন্দ্র জানিয়েছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ