1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

শীতলক্ষ্যায় লাশ

হারুন উর রশীদ স্বপন, ঢাকা১ মে ২০১৪

নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অপহৃত কাউন্সিলর নজরুল ইসলামের লাশ উদ্ধার করা হয়েছে৷ নদীতে আরো দু’টি লাশ পাওয়া গেলেও তাদের পরিচয় জানা যায়নি৷

Bangladesch Parlamentswahlen
ছবি: AFP/Getty Images

বুধবার দুপুরে নারাণগঞ্জের বন্দর উপজেলার গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠে৷ লাশ তিনটি উদ্ধার করার পর, একটি লাশ নারায়ণগঞ্জের অপহৃত ওয়ার্ড কাউন্সিলর নজরুল ইসলামের বলে শনাক্ত করেন তাঁর ভাই আব্দুস সালাম৷ তবে বিকেল পর্যন্ত অন্য দু'টি লাশের পরিচয় মেলেনি৷

বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আখতার মোরশেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন৷ তিনি জানান, স্থানীয় লোকজন গলাগাছিয়া ইউনিয়ন এলাকায় শীতলক্ষ্যা নদীতে তিনটি লাশ ভেসে ওঠার খবর পুলিশকে জানান৷ লাশগুলো পচে গন্ধ বের হয়েছে ততক্ষণে৷ উদ্ধার করা তিনটি লাশের মধ্যে একটি কাউন্সিলর নজরুলের বলে শনাক্ত করেন তাঁর ভাই৷

অপহরণ-গুমের ঘটনাকে বিচ্ছিন্ন:স্বরাষ্ট্র প্রতিমন্ত্রীছবি: Getty Images

লাশ উদ্ধার করতে যাওয়া বন্দর থানার ইন্সপেক্টর (তদন্ত) মোকাররম হোসেন সাংবাদিকদের জানান, প্রতিটি লাশই ইট দিয়ে বাঁধা ছিল৷ চেহারাও বোঝা যাচ্ছিল না৷ যেন লাশ ভেসে উঠতে না পারে, সেজন্যই হয়ত দুর্বৃত্তরা এটি করে থাকতে পারে৷

প্রসঙ্গত গত রবিবার নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের কাউন্সিলর নজরুল ইসলাম, আইনজীবী চন্দন সরকারসহ সাতজন অপহৃত হন৷ পরে পুলিশ নজরুলের গাড়িটি গাজীপুরের হোতাপাড়া এলাকা থেকে উদ্ধার করে পরিত্যক্ত অবস্থায়৷ গাড়ির ভেতর থেকে একটি ভোটার আইডিকার্ড, ড্রাইভারের ড্রাইভিং লাইসেন্স ও এনামুল হক নামের এক পুলিশ পরিদর্শকের ভিজিটিং কার্ড পাওয়া যায়৷

এক সপ্তাহে অপহৃত হয়েছেন ১২ জনছবি: fotolia

বুধবার লাশ উদ্ধারের পর কাউন্সিলর নজরুল ইসলামের ভাই আব্দুস সালাম দাবি করেন, ‘‘পুলিশ সক্রিয় হলে তাঁর ভাইকে লাশ হতে হতো না৷'' তিনি পুলিশের নিষ্ক্রিয়তাকে ‘রহস্যজনক' বলে মন্তব্য করেন৷ আর নজরুলের স্ত্রী বিউটি বেগম প্রশ্ন করেন, প্রাইভেট কারসহ অপহরণ কিভাবে সম্ভব হলো? অপহরণকারীরা চার দিনেও ধরা পড়েনি৷ উল্টে তাঁর স্বামীকে হত্যার পর লাশ নদীতে ফেলে দেয়া হয়৷ তাই তিনি এই অপহরণকারীদের পরিচয় জানতে চান৷

আদতে অপহরণের ঘটনার পর পরই নারায়ণগঞ্জ উত্তাল হয়ে ওঠে৷ এরপর প্যানেল মেয়র নজরুলের লাশ উদ্ধারের খবর পেয়ে তাঁর সমর্থকেরা সিদ্ধিরগঞ্জের মৌচাক এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে৷ সেই সড়ক অবরোধ এবং প্রতিবাদ কর্মসূচি অব্যাহত রয়েছে এখনও৷

এদিকে নারায়ণগঞ্জের কাউন্সিলরসহ সাতজনকে অপহরণের ঘটনায় ‘সঠিকভাবে দায়িত্ব পালনে ব্যর্থতার দায়ে পুলিশ সুপারসহ ঐ জেলার র‌্যাব-পুলিশের দায়িত্বশীল কর্মকর্তাদের বদলির সিদ্ধান্ত নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়৷ তবে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল অব্যাহত অপহরণ-গুমের ঘটনাকে বিচ্ছিন্ন ঘটনা বলে উল্লেখ করেন৷ তিনি বলেন, ‘‘সন্ত্রাসীরা নতুন নতুন পন্থা অবলম্বন করে তাদের কার্যক্রম চালিয়ে যাচ্ছে৷ গুম-অপহরণ তাদের নতুন পন্থা৷ সরকার এখন থেকে অপহরণকারীদের ধরার জন্য নতুন নতুন পদ্ধতি নিয়ে কাজ করবে৷''

উল্লেখ্য, গত চার মাসে সারা দেশে অন্ততপক্ষে ৫৩ জনকে অপহরণ করা হয়েছে৷ এর মধ্যে গত এক সপ্তাহে অপহৃত হয়েছেন মোট ১২ জন৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ