অপারেশনের সময় অ্যানাস্থেসিয়া ঠিক কতটা ঝুঁকিপূর্ণ?
৯ জানুয়ারি ২০১৭ড. স্টাইনকে মুল প্রশ্ন ছিল, অপারেশন চলার সময় অ্যানাস্থেসিয়া – অর্থাৎ ওষুধের মাধ্যমে জ্ঞান এবং অনুভূতিবিলোপ হঠাৎ কেটে গিয়ে পেশেন্টের জেগে ওঠার কোনো সম্ভাবনা আছে কিনা, পক্ষান্তরে, এ ধরনের ঘটনা ঘটে থাকে কিনা৷
ড. স্টাইন প্রথমে ইন্ডাকশন রুম বা যেখানে অ্যানাস্থেসিয়া দেওয়া হয়, সেই ঘরটিতে নিয়ে গেলেন৷ অপারেশনের আগে পেশেন্টকে স্ট্রেচারে করে এখানে নিয়ে আসা হয় ও একটি ‘‘ইন্ট্রাভেনাস লাইন'' বসানো হয়, যা দিয়ে পেশেন্টের শরীরে নানা ধরনের ওষুধ দেওয়া সম্ভব৷
ওষুধের প্রভাবে পেশেন্ট ঘুমিয়ে পরার পর তার মুখ ও নাকের উপর একটি ‘মাস্ক' বা মুখোশ পরিয়ে দেওয়া হয় ও ‘‘ব্রিদিং সার্কিট'' বা যন্ত্রের সাহায্যে শ্বাসপ্রশ্বাস নেওয়া চালু করা হয়৷ পেশেন্ট গাঢ় ঘুমে যাবার পর একটি ল্যারিঞ্জোস্কোপ দিয়ে তার গলার ভেতর দেখা হয় ও ‘‘ট্র্যাকিয়াল টিউব'' বা শ্বাসনালির নলটি বসিয়ে দেওয়া হয়৷
বড়দের হাত বা অন্যত্র শিরায় টিউব বসিয়ে মেডিকেশন বা ওষুধ – যেমন অ্যানাস্থেসিয়া, অর্থাৎ অনুভূতিলোপের ওষুধ দেওয়া চলে৷ একেবারে ছোট শিশুদের শিরা সংকীর্ণ ও নরম বলে তাদের মুখোশের ভেতর দিয়ে অ্যানাস্থেসিয়া দেওয়াই ভালো – জানালেন ড. ক্রিস্টফ স্টাইন৷ মুখোশ দিয়ে শ্বাসপ্রশ্বাস নেওয়ালে ছোটরা দৃশ্যত ঘুমায়ও ভালো৷
হঠাৎ ঘুম ভেঙে...
অপারেশনের মাঝখানে পেশেন্টের জেগে ওঠার ঘটনা যে ঘটে না, এমন নয়, তবে খুব কমই ঘটে, বললেন ড. স্টাইন৷ সেক্ষেত্রে পেশেন্ট আরো আতঙ্কিত হয়ে পড়ে, কেননা তাকে ইতিপূর্বে পেশি শিথিল করার ওষুধ দেওয়া হয়েছে, ফলে সে হাত-পা নাড়তে পারে না৷
তবে প্রধানত দুর্ঘটনার পেশেন্ট বা মহিলাদের সিজারিয়ান হবার সময় এ ধরনের ঘটনা ঘটে৷ তার একটা কারণ এই যে, গর্ভবতী মহিলাদের ক্ষেত্রে সন্তানের উপর তার প্রভাব পড়তে পারে বলে যতদূর সম্ভব কম অ্যানাস্থেটিক্স দেওয়া হয়৷
রিকভারি রুম
সার্জারির পর পেশেন্টকে নিয়ে যাওয়া হয় যে ঘরে তিনি জেগে উঠবেন, সেই ঘরে৷ পেশেন্টের ওপর নজর রাখা হয় কেননা তাকে অপারেশন চলার সময় শ্বাসপ্রশ্বাস ও জ্ঞান দমিয়ে রাখার ওষুধ দেওয়া হয়েছে৷ অপারেশনের সময় যে জোরালো ব্যথার ওষুধ দেওয়া হয় – সাধারণত মর্ফিনের মতো কোনো ওপিয়েট – তার প্রভাবে শ্বাসপ্রশ্বাস কমে যেতে পারে৷ সেই সঙ্গে বমি বমি ভাব বা বমন হতে পারে৷ তবে ঘণ্টা দুই-তিনেকের মধ্যে ওষুধের প্রভাব পুরোপুরি কেটে যায়৷ অবশ্য বমি ভাব কাটানোর জন্য অন্য ওষুধও দেওয়া যেতে পারে৷ অপারেশনের পর গলা ভেঙে যায় ‘‘এন্ডো-ট্র্যাকিয়াল টিউব''-এর কারণে, বললেন ড. স্টাইন৷ কয়েক ঘণ্টার মধ্যেই তা ঠিক হয়ে যায়৷
যে সব পেশেন্টদের একবারের বেশি অপারেশন হয়েছে বা হচ্ছে, তাদের ক্ষেত্রেও অ্যানাস্থেসিয়া স্বয়ং বিপজ্জনক নয়৷ এমনকি প্রত্যেক দুই বা তিনদিন অন্তর অপারেশন করতে হলেও নয়, জানালেন ড. স্টাইন৷
এসি/ডিজি