1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপেরার মঞ্চে আধুনিক সংগীতের রূপায়ণ

১৬ আগস্ট ২০১৮

দুর্বোধ্য হলেও শিল্প উপভোগ করা যায় কি? আইসল্যান্ডের সংগীতশিল্পী বিয়র্ক তাঁর গানে এমন আবহ সৃষ্টি করেন, যা না বুঝেও মুগ্ধ হওয়া যায়৷ এবং সেই গান থেকে প্রেরণা নিয়ে মঞ্চে অপেরা তৈরি হচ্ছে৷

ছবি: Getty Images/B.Hemmings

গায়িকা হিসেবে বিয়র্ক কণ্ঠ নিয়ে খেলা করেন, সাউন্ডস্কেপ সৃষ্টি করেন, বর্ণাঢ্য শো-র মাধ্যমে চমক সৃষ্টি করেন৷ মোটকথা তাঁর সম্পর্কে কিছু বলতে গেলে বেশ কিছু সেরা বিশেষণ ব্যবহার করতে হয়৷ তাঁর সংগীত রহস্যে ভরা, অদ্ভুত প্রকৃতির. অনবদ্য ও চিত্তাকর্ষক৷

মঞ্চে ‘রিপ্লেসমেন্ট' নামের অনুষ্ঠান চলছে৷ অপেরার মঞ্চে বিয়র্ক-এর অনবদ্য কণ্ঠ উপস্থাপন করা মোটেই সহজ নয়৷ তাঁর পপ সংস্করণ ও জি ইউন-এর অপেরা সোপ্রানোর মধ্যে তুলনা করলেই তা বোঝা যায়৷ কিন্তু জি ইউন নিজের কণ্ঠ ধরে রাখতে পারেন৷ তিনি কি চিরকাল বিয়র্ক-এর ফ্যান ছিলেন? আগে না হলেও এখন তো বটেই৷

বিয়র্ক-এর অ্যালবাম ‘ভেসপার্টাইন' এই প্রোডাকশনের ভিত্তি৷ তাঁর গানের কথা থেকে অনুপ্রেরণা নিয়ে গল্পটি লেখা হয়েছে৷ আইসল্যান্ডের এই গায়িকা অপেরায় সেটি ব্যবহারের অনুমতি দিয়েছেন, তবে নিজে সেই কাজে অংশ নেন নি৷ ডেনমার্কের ‘হোটেল প্রো ফর্মা' নামের এক গোষ্ঠী শিল্প নির্দেশনার দায়িত্ব নিয়েছে৷ গোষ্ঠীর প্রতিনিধি ইয়ন আর স্কুলবার্গ বলেন, ‘‘আমরা ল্যাবে এক বিজ্ঞানী ও তাঁর মতোই দেখতে আরেক জনের সঙ্গে সাক্ষাৎ করছি৷''

‘হোটেল প্রো ফর্মা'-র আরেক প্রতিনিধি কিয়র্স্টেন ডেলহল্ম বলেন, ‘‘ভালবাসার বিষয়ে, ভালবাসা নিয়ে ছবি ও সংগীতে ভরা এই অপেরা৷''

‘হোটেল প্রো ফর্মা' তাদের বর্ণাঢ্য মাল্টিমিডিয়া শো-র জন্য বিখ্যাত৷ মিউজিকাল থিয়েটারের নতুন রূপের খোঁজে বিয়র্ক অপেরা তাদের কাছে এক প্রেরণা৷ কিয়র্স্টেন বলেন, ‘‘হোটেল প্রো ফর্মা বিশ্বের সব ধরনের ঘটনা পরীক্ষা করে৷ শিল্প, ভিশুয়াল আর্টস, সংগীত, স্থাপত্য, চলচ্চিত্র ও মুভমেন্ট দিয়ে আমরা সেই কাজ করি৷''

এ ক্ষেত্রে তাঁদের বিষয় প্রেম-ভালবাসা৷ ‘ভেসপার্টাইন' সৃষ্টিকর্মে বিয়র্ক পুরুষ, শিশু ও প্রকৃতির প্রতি তাঁর ভালবাসা নিয়ে গান গাইছেন৷ অপেরার মঞ্চে সেইসঙ্গে বিজ্ঞানের প্রতি ভালবাসা যোগ করা হয়েছে৷ মহাকাশ ল্যাবের দুই গবেষক সেই মঞ্চায়নের প্রাণপুরুষ৷ কিন্তু বিয়র্ক-এর গানের দুর্বোধ্য কথার মতো তাঁদের অভিযানও অস্পষ্ট থেকে যাচ্ছে৷ কিয়র্স্টেন ডেলহল্ম বলেন, ‘‘বিজ্ঞানীরা তাঁদের ল্যাবে কোন ধরনের গবেষণা করছেন, আমরা তা জানি না৷ হয়ত নতুন শরীর, নতুন মানুষ, নতুন যন্ত্র, নতুন বুদ্ধিমত্তা সৃষ্টি করছেন৷''

ইয়ন আর স্কুলবার্গ এ প্রসঙ্গে বলেন, ‘‘জীববিদ্যা ও প্রকৃতির মধ্যে প্রেম-ভালবাসা কী, মঞ্চে আমরা তা পরীক্ষা করছি৷ কারণ মানুষ হিসেবে আমরা এভাবেই বাঁচি৷''

বিয়র্ক-এর সংগীতের তারিফ করতে হলে তা বোঝার প্রয়োজন নেই৷ অপেরার ক্ষেত্রেও সেই যুক্তি খাটে৷ কণ্ঠ, শব্দ ও ছবি দর্শকদের সুন্দর ও রহস্যময় এক জগতে হাতছানি দিয়ে ডাকে৷ সেটাই আসল অনুভূতি৷

সাবিনে ভিলকোপ/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ