1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অপ্রত্যাশিত সন্তান বাক্স বিতর্ক

মনিকা ডিট্রিশ / এআই১৪ মার্চ ২০১৩

জন্মের পর সন্তানকে নির্দিষ্ট বাক্সে রেখে যাওয়ার সুযোগ রয়েছে জার্মানিতে৷ একজন মা সেটা করতে পারেন নাম পরিচয় গোপন রেখেই৷ বাক্সে সন্তান রাখলে ভবিষ্যতে তার দায়িত্ব নেয় অন্য কেউ৷ কিন্তু জার্মান সরকার এখন বিকল্প উপায় খুঁজছে৷

ছবি: picture-alliance/dpa

তলপেটে বেড়ে ওঠা সত্ত্বেও অনেক মেয়ে নিজেকে অন্তঃসত্ত্বা হিসেবে মানতে চাননা৷ হয়তো সন্তানটি তার স্বামীর নয়, কিংবা সন্তান লালনপালনের জন্য প্রয়োজনীয় অর্থ তার নেই অথবা সন্তান জন্ম দেওয়ার জন্য সময়টাকে সঠিক মনে করেন না তারা৷ তাই বাচ্চা জন্মের পরই তারা নবজাতককে রেখে যান বিশেষ শিশু বাক্সে৷ জার্মানির বিভিন্ন শহরে এই ব্যবস্থা রয়েছে৷ জার্মানিতে মায়েদের জন্য বিভিন্ন রকম সুযোগ সুবিধা সত্ত্বেও এসব বাক্সে মাঝেমাঝেই পাওয়া যায় শিশু৷

কোলনের ক্যাথলিক নারী কল্যাণ সেবার (এসকেএফ) ম্যানেজার মোনিকা ক্লাইনে এই বিষয়ে বলেন, ‘‘এই নারীরা নিজেদের পরিস্থিতিকে অসহনীয় মনে করেন এবং সন্তান জন্ম দেওয়ার আগে তারা কোনো সমাধান খুঁজে পাননা৷''

একশোটি শিশু রেখে যাওয়ার বাক্স

মোনিকা ক্লাইনে বলেন, ‘‘এসব শিশু অধিকাংশ ক্ষেত্রে গোপনে জন্ম নেয়৷ হয়তো মাটির তলার ঘরে, বাথরুমে অথবা বাগানবাড়িতে জন্ম নিয়েছে তারা৷ আতঙ্কিত মায়েরা হয়ত কাউকে কিছু না জানিয়ে, কোন ধরনের চিকিৎসা সহায়তা ছাড়াই একাকী এসব শিশু জন্ম দিয়েছেন৷''

অপ্রত্যাশিত সন্তান রেখে যাওয়ার বাক্সছবি: picture-alliance/dpa

জার্মানিতে শিশু রেখে যাওয়ার বাক্সের সংখ্যা একশোটি৷ মা যাতে তার অনাকাঙ্ক্ষিত নবজাতককে কোথাও ফেলে না দেন কিংবা মেরে না ফেলেন, সেজন্য এসব বাক্স রাখা হয়েছে৷ ২০০০ সাল থেকে এখন অবধি পরিচয় গোপন রেখে বেশ কয়েকশত শিশুকে এসব বাক্সে রেখে গেছেন মায়েরা৷

কোলন শহরের কাছে ‘হাউস আডেলহাইড' নামক একটি মা এবং শিশু কেন্দ্র পরিচালনা করছে এসকেএফ৷ এই কেন্দ্রের বাইরে রাখা বাক্সে মায়েরা চাইলে নবজাতক শিশু রেখে যেতে পারেন৷ বাক্সটি এমনভাবে রাখা হয়েছে, যাতে হঠাৎ করে কারো নজরে না পড়ে৷ মায়ের গোপনীয়তা রক্ষায় এমনটা করা হয়েছে৷ কিন্তু প্রশ্ন হচ্ছে, সেখানে বাচ্চা রাখার পর কর্তৃপক্ষ টের পান কীভাবে?

এসকেএফ এর কর্মকর্তা কার্টিন লামব্রেশট বলেন, ‘‘বাক্সে কোন শিশু রাখার সঙ্গে সঙ্গে আমার মুঠোফোনে সংকেত বেজে ওঠে৷'' সংকেত পাওয়ার পর দ্রুত তারা ফেলে যাওয়া নবজাতকের কাছে পৌঁছান৷

নৈতিক পরিষদের সমালোচনা

গত বারো বছরের পরিসংখ্যান ঘেঁটে দেখে যাচ্ছে, এই সময়ের মধ্যে উনিশটি শিশুকে কোলনের এই বাক্সে রেখে গেছেন মায়েরা৷ কোন কোন মা পরবর্তীতে আবার যোগাযোগ করেছেন, কিন্তু অনেকেই আর কখনো সন্তানের খোঁজ নিতে আসেননি৷ ক্লাইনে জানান, যেসব শিশুর মায়েরা আর ফিরে আসেন না, সেসব শিশুর প্রোফাইলে বাবামায়ের ঘরটি ফাঁকা থাকে৷ আর নিজের পরিবার সম্পর্কে না জেনে বেড়ে ওঠা যেকোন সন্তানের জন্যই কষ্টের৷

মনিকা ব্রাডনা মনে করেন, শিশু রেখে যাওয়ার বাক্স ভালো কোন সমাধান নয়ছবি: DJI

১৯৮৯ সালে সাংবিধানিক আদালত এক রায়ে জানান, নিজের পিতামাতা সম্পর্কে জানার অধিকার সকলের রয়েছে৷ আর তিন বছর আগে জার্মানির নৈতিক পরিষদ পরিচয় গোপন রেখে সন্তান রেখে যাওয়ার এই সুযোগের সমালোচনা করেছেন৷ তারা বরং জরুরি পরিস্থিতিতে অন্তঃসত্ত্বা মায়েদেরকে আরো সুযোগ-সুবিধা প্রদানের একটি আইনি সমাধান বিবেচনা করতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন৷ এখানে বলা প্রয়োজন, বৈধভাবে পরিচালিত জার্মানির ১৩০টি ক্লিনিকে পরিচয় গোপন রেখে সন্তান জন্ম দেওয়ার কিংবা সন্তান রেখে যাওয়ার মতো কোন শিশু বাক্স নেই৷

আইন প্রণয়নে ঘাটতি

মিউনিখে অবস্থিত জার্মান ইয়ুথ ইন্সটিটিউটের কর্মকর্তা মনিকা ব্রাডনা মনে করেন, শিশু রেখে যাওয়ার বাক্স ভালো কোন সমাধান নয়৷ এটা হচ্ছে মা এবং শিশুকে প্রদান করা সবচেয়ে নিম্নমানের একটি সুযোগ৷ তিনি এসব শিশু বাক্স নিয়ে গবেষণা পরিচালনা করেছেন এবং দেখেছেন, এ ধরনের বাক্স স্থাপনের সুনির্দিষ্ট কোন নিয়মনীতি নেই৷ বিশেষ করে শিশু রেখে যাওয়ার পর কখন কর্তৃপক্ষ জানতে পারবে বা শিশুটিকে কখন দত্তক দেওয়া হবে – সেসব বিষয়ে কোন সুনির্দিষ্ট নীতিমালা নেই৷ এমনকি ঠিক কি পরিমাণ শিশু গত কয়েক বছরে বিভিন্ন শিশু বাক্সে পাওয়া গেছে তারও কোন সঠিক হিসেব নেই৷

তা সত্ত্বেও জার্মানির পরিবার কল্যাণমন্ত্রী ক্রিস্টিনা শ্র্যোডার এখনই শিশু রাখার বাক্স তুলে দেওয়ার পক্ষে নন৷ বরং তিনি গোপনে সন্তান জন্ম দেওয়া সংক্রান্ত একটি খসড়া আইন সংসদে উপস্থাপন করবেন বুধবার, যা এই শিশু রাখার বাক্সকে অনাবশ্যক করে তুলবে বলেই মনে করেন শ্র্যোডার৷ তাঁর প্রস্তাবিত আইনের আওতায় একজন মা কার্যত তার পরিচয় গোপন রেখে হাসপাতালেই সন্তান জন্ম দিতে পারবেন৷ তবে কর্তৃপক্ষ ১৬ বছর তার ব্যক্তিগত তথ্য সংরক্ষণ করবে৷ এই সময়ের পর সন্তান চাইলে তার মায়ের পরিচয় সম্পর্কে জানতে পারবে৷

মোনিকা ক্লাইনে বলেন, নারীরা নিজেদের পরিস্থিতিকে অসহনীয় মনে করেন এবং সন্তান জন্ম দেওয়ার আগে তারা কোনো সমাধান খুঁজে পাননাছবি: SkF

তবে নিন্দুকরা বলছেন, সন্তানকে মায়ের তথ্য প্রদানের ক্ষেত্রে আগে মায়ের অনুমতি নিতে হবে৷ আর যদি তিনি সম্মত হন, তবেই সন্তানকে মা সম্পর্কে জানানো উচিত হবে৷ কিন্তু মনিকা ক্লাইনে এমন ব্যবস্থায় সম্মত নন৷ তিনি বলেন, ‘‘এটা সন্তোষজনক সমাধান হবে না৷ কেননা এভাবে শুধুমাত্র মাকে আইনি সুরক্ষা দেওয়া হবে, সন্তানকে নয়৷''

শিশুহত্যা সম্পর্কে তথ্য নেই

ক্লাইনে এবং ব্রাডনা দু'জনই শিশু রাখার বাক্সের সুবিধার দিকে সরকারের আরো নিবিড় দৃষ্টি প্রত্যাশা করেন৷ ব্রাডনা এই বিষয়ে বলেন, ‘‘পরিচয় গোপন রেখে সন্তান জন্ম দেওয়ার সব ধরনের সুযোগ সম্পর্কে সুনির্দিষ্ট নীতিমালা প্রয়োজন৷ আর তাতে মানসম্মত পরামর্শ প্রদানের বিষয়টিও উল্লেখ করতে হবে৷''

অবশ্য শিশু রাখার বাক্সকে সমর্থন করা কিংবা পরিচয় গোপন রেখে সন্তান জন্ম দেওয়ার সুযোগ করে দেওয়া শিশুহত্যা রোধে যথেষ্ট উদ্যোগ নয় বলে মনে করেন ব্রাডনা৷ তিনি বলেন, ‘‘আমরা সত্যিকার অর্থেই জানিনা, এসব সেবা আদৌ জীবন রক্ষায় ভূমিকা রাখছে কিনা৷''

সত্যি কথা বলতে গেলে, এরকম কোন পরিসংখ্যান কর্তৃপক্ষের কাছে নেই৷ কেউই জানে না, শিশু রাখার বাক্স চালুর পর শিশুহত্যা বা সন্তান ফেলে দেওয়ার হার কমেছে কিনা৷ কেউ কেউ এমনটাও ভাবেন, এই বাক্স চালুর ফলে অনেক মা সন্তানকে নিজের কাছে রাখছে না কিংবা অন্য কাউকে দত্তক দেওয়ার চেষ্টা করছে না৷ তার চেয়ে অনাকাঙ্ক্ষিত সন্তানটি বাক্সে রেখে যাওয়াই নিরাপদ মনে করছেন তারা৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ