1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

বায়ার্নের অপেক্ষায় ডর্টমুন্ড

২৫ ফেব্রুয়ারি ২০১৩

ম্যাচটাকে কি জার্মানির ‘এল ক্লাসিকো’ বলা যায়? ডর্টমুন্ডের সাফল্যের অতীত বেশি দীর্ঘ নয় বলে অনেকেই হয়তো আপত্তি করবেন৷ তবে এ মুহূর্তে বায়ার্ন আর ডর্টমুন্ড কিন্তু জার্মানিতে রেয়াল আর বার্সার মতোই৷

Fußball Bundesliga 15. Spieltag: FC Bayern München - Borussia Dortmund am 01.12.2012 in der Allianz Arena in München (Bayern). Bayerns Javier Martinez (l) im Kampf um den Ball mit Mario Götze aus Dortmund. Foto: Marc Müller/dpa (Achtung: Hinweis zur Bildnutzung! Die DFL erlaubt die Weiterverwertung von maximal 15 Fotos (keine Sequenzbilder und keine videoähnlichen Fotostrecken) während des Spiels (einschließlich Halbzeit) aus dem Stadion und/oder vom Spiel im Internet und in Online-Medien. Uneingeschränkt gestattet ist die Weiterleitung digitalisierter Aufnahmen bereits während des Spiels ausschließlich zur internen redaktionellen Bearbeitung (z.B. via Bilddatenbanken).) +++(c) dpa - Bildfunk+++
ছবি: picture-alliance/dpa

এ ম্যাচের আগে ডর্টমুন্ডের অবস্থা রেয়াল মাদ্রিদের মতো, আর বায়ার্ন তো বার্সেলোনার চেয়েও ভালো ফর্মে৷ স্প্যানিশ লিগে রেয়াল মাদ্রিদের যেমন ল্যাজে-গোবরে অবস্থা, শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ, ডর্টমুন্ডও ঠিক সেই অবস্থায়৷ বায়ার্নের চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা, বুন্ডেসলিগা জেতার হ্যাটট্রিকের সুযোগ যে হাতছাড়া হতে চলেছে তা চোখ বুজেই বলে দেয়া যায়৷ আর জার্মান ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখ লিগ জেতার পথে তরতরিয়ে তো এগোচ্ছেই, চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে দারুণ৷ সেদিনই ইংল্যান্ডে গিয়ে ৩-১ গোলে হারিয়ে এলো আর্সেনালকে৷ জয়টা মোটেই অপ্রত্যাশিত নয়৷ গত অক্টোবরের পর থেকে একটা ম্যাচও হারেনি তারা৷ বায়ার্নের জন্য এখন জয়টাই তো স্বাভাবিক, আর হার মানেই অঘটন৷ বুধবার তাদের বিপক্ষেই জার্মান কাপ কোয়ার্টার ফাইনাল৷ ডর্টমুন্ডের মার্কো রয়েস জানিয়েছেন, লড়াইয়ের জন্য তারা পুরোপুরি প্রস্তুত৷ বুধবার মুখোমুখি হচ্ছে তারা৷

এ ম্যাচের আগে ডর্টমুন্ডের অবস্থা রেয়াল মাদ্রিদের মতো, আর বায়ার্ন তো বার্সেলোনার চেয়েও ভালো ফর্মেছবি: picture-alliance/dpa

ডর্টমুন্ড-বায়ার্ন ম্যাচ সম্পর্কে আসলে আগে থেকে কিছু বলা খুব কঠিন৷ চার মাস ধরে বায়ার্ন দেশে-বিদেশে কোথাও হারেনি তা ঠিকই, তাই বলে হারতে কতক্ষণ! বায়ার্নের জয়রথ থামাতে ডর্টমুন্ড খুব ভালো জানে৷ না জানলে কি জার্মান কাপের চ্যাম্পিয়ন থাকতে পারতো? অতীত ঐতিহ্য, ফর্ম কোনো কিছুকেই বড় করে দেখেনি বলেই তো গত বছর বায়ার্নকে ফাইনালে ৫-২ গোলে হারিয়ে শিরোপাটা জিততে পেরেছিল৷

এ বছর বুন্ডেসলিগা প্রায় জিতে নিয়েছে বায়ার্ন৷ ডর্টমুন্ডের জন্য ঘরোয়া ফুটবলে বড় কিছু পাওয়ার একমাত্র সুযোগ জার্মান কাপ৷ বুধবারের ম্যাচ নক আউট পর্বের৷ এখানে হারলেই বিদায় আর জিতলে শিরোপার আরো কাছাকাছি৷ মার্কো রয়েস তাই প্রতিপক্ষ হিসেবে বায়ার্নের প্রশংসা করেছেন ঠিকই, সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছেন, জার্মানির সেরা দুই দলের লড়াইয়ের জন্য তারা তৈরি এবং লড়াইয়ে তারা জেতার জন্যই নামবেন৷

বুন্ডেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে বায়ার্ন নিয়মিত ছয়জন খেলোয়াড়কে বিশ্রামে রেখেও ভ্যার্ডার ব্রেমেনকে হারিয়েছে ৬-১ গোলে৷ লিগ, জার্মান কাপ আর চ্যাম্পিয়ন্স মিলিয়ে ‘ট্রেবল' জয়ের সম্ভাবনা ধরে রাখতে বায়ার্ন যে নিজেদের সেরাটাকেই নিংড়ে দেবে সে কথা কি আর বলে দিতে হয়!

এসিবি /এসবি (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ