বায়ার্নের অপেক্ষায় ডর্টমুন্ড
২৫ ফেব্রুয়ারি ২০১৩এ ম্যাচের আগে ডর্টমুন্ডের অবস্থা রেয়াল মাদ্রিদের মতো, আর বায়ার্ন তো বার্সেলোনার চেয়েও ভালো ফর্মে৷ স্প্যানিশ লিগে রেয়াল মাদ্রিদের যেমন ল্যাজে-গোবরে অবস্থা, শিরোপা ধরে রাখার সম্ভাবনা প্রায় শেষ, ডর্টমুন্ডও ঠিক সেই অবস্থায়৷ বায়ার্নের চেয়ে ১৭ পয়েন্ট পিছিয়ে আছে তারা, বুন্ডেসলিগা জেতার হ্যাটট্রিকের সুযোগ যে হাতছাড়া হতে চলেছে তা চোখ বুজেই বলে দেয়া যায়৷ আর জার্মান ফুটবল ইতিহাসের সবচেয়ে সফল ক্লাব বায়ার্ন মিউনিখ লিগ জেতার পথে তরতরিয়ে তো এগোচ্ছেই, চ্যাম্পিয়ন্স লিগেও খেলছে দারুণ৷ সেদিনই ইংল্যান্ডে গিয়ে ৩-১ গোলে হারিয়ে এলো আর্সেনালকে৷ জয়টা মোটেই অপ্রত্যাশিত নয়৷ গত অক্টোবরের পর থেকে একটা ম্যাচও হারেনি তারা৷ বায়ার্নের জন্য এখন জয়টাই তো স্বাভাবিক, আর হার মানেই অঘটন৷ বুধবার তাদের বিপক্ষেই জার্মান কাপ কোয়ার্টার ফাইনাল৷ ডর্টমুন্ডের মার্কো রয়েস জানিয়েছেন, লড়াইয়ের জন্য তারা পুরোপুরি প্রস্তুত৷ বুধবার মুখোমুখি হচ্ছে তারা৷
ডর্টমুন্ড-বায়ার্ন ম্যাচ সম্পর্কে আসলে আগে থেকে কিছু বলা খুব কঠিন৷ চার মাস ধরে বায়ার্ন দেশে-বিদেশে কোথাও হারেনি তা ঠিকই, তাই বলে হারতে কতক্ষণ! বায়ার্নের জয়রথ থামাতে ডর্টমুন্ড খুব ভালো জানে৷ না জানলে কি জার্মান কাপের চ্যাম্পিয়ন থাকতে পারতো? অতীত ঐতিহ্য, ফর্ম কোনো কিছুকেই বড় করে দেখেনি বলেই তো গত বছর বায়ার্নকে ফাইনালে ৫-২ গোলে হারিয়ে শিরোপাটা জিততে পেরেছিল৷
এ বছর বুন্ডেসলিগা প্রায় জিতে নিয়েছে বায়ার্ন৷ ডর্টমুন্ডের জন্য ঘরোয়া ফুটবলে বড় কিছু পাওয়ার একমাত্র সুযোগ জার্মান কাপ৷ বুধবারের ম্যাচ নক আউট পর্বের৷ এখানে হারলেই বিদায় আর জিতলে শিরোপার আরো কাছাকাছি৷ মার্কো রয়েস তাই প্রতিপক্ষ হিসেবে বায়ার্নের প্রশংসা করেছেন ঠিকই, সঙ্গে এ-ও জানিয়ে দিয়েছেন, জার্মানির সেরা দুই দলের লড়াইয়ের জন্য তারা তৈরি এবং লড়াইয়ে তারা জেতার জন্যই নামবেন৷
বুন্ডেসলিগায় নিজেদের সর্বশেষ ম্যাচে বায়ার্ন নিয়মিত ছয়জন খেলোয়াড়কে বিশ্রামে রেখেও ভ্যার্ডার ব্রেমেনকে হারিয়েছে ৬-১ গোলে৷ লিগ, জার্মান কাপ আর চ্যাম্পিয়ন্স মিলিয়ে ‘ট্রেবল' জয়ের সম্ভাবনা ধরে রাখতে বায়ার্ন যে নিজেদের সেরাটাকেই নিংড়ে দেবে সে কথা কি আর বলে দিতে হয়!
এসিবি /এসবি (এএফপি)