1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান
স্বাস্থ্য

এইডস বাড়তে পারে: ইউনিসেফ

১ ডিসেম্বর ২০১৬

বিশ্ব এইডস দিবস উপলক্ষ্যে প্রকাশিত একটি রিপোর্টে ইউনিসেফ বলেছে যে,  কিশোর-কিশোরীদের মধ্যে এইচআইভি-র সংক্রমণ ২০৩০ সালের মধ্যে ৬০ শতাংশ বাড়তে পারে, যদি পর্যাপ্ত ব্যবস্থা না নেওয়া হয়৷

এইডস-বিরোধী অভিযান
ছবি: AP

২০১৫ সালে সারা বিশ্বে ১০ থেকে ১৯ বছরের মধ্যে ৪১,০০০ কিশোর-কিশোরী এইডস রোগে প্রাণ হারায়৷ ঐ বয়সের এইডস সংক্রমিত মানুষদের সংখ্যা প্রায় বিশ লাখ, বলে ইউনিসেফের রিপোর্টে প্রকাশ৷

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে প্রকাশিত রিপোর্টটিতে বিশেষ করে সাহারা মরুভূমির দক্ষিণে অবস্থিত আফ্রিকান দেশগুলির প্রতি মনোযোগ আকর্ষণ করা হয়েছে, কেননা সেখানেই এইচআইভি-র প্রকোপ সবচেয়ে বেশি৷ ঐ এলাকায় ১৫ থেকে ১৯ বছর বয়সিদের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণের ক্ষেত্রে তিন-চতুর্থাংশই কিশোরী বা মহিলা, বলে দেখা যায়৷

‘‘এইডস-এর অন্ত ঘটানোর সার্বিক প্রচেষ্টায় বিশ্ব বিপুল প্রগতি অর্জন করেছে, কিন্তু সংগ্রাম শেষ হতে এখনও অনেক বাকি – বিশেষ করে শিশু ও অপ্রাপ্তবয়স্কদের জন্য'', বলেছেন ইউনিসেফের কার্যনির্বাহী পরিচালক অ্যান্টনি লেক৷ ‘‘প্রতি দু'মিনিটে আরো একজন অপ্রাপ্তবয়স্ক – খুব সম্ভবত একজন মেয়ে – এইচআইভি-তে সংক্রমিত হবে৷ আমরা যদি এইডস-এর অবসান ঘটাতে চাই, তাহলে বিষয়টিকে আবার গুরুত্ব দিতে হবে'', বলেন লেক৷ আফ্রিকায় কমবয়সি মেয়েরা প্রাপ্তবয়স্ক পুরুষদের দ্বারা সংক্রমিত হয়; সেক্ষেত্রে পুরুষরা অনেক বেশি বয়সে এইচআইভি-র সংস্পর্শে আসেন৷

গত পাঁচ বছরে সারা বিশ্বে এইডস রোগীদের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে এক কোটি নব্বই লক্ষে দাঁড়িয়েছে৷ ২০১৫ সালে কিশোর কিশোরী বা অপ্রাপ্তবয়স্কদের মধ্যে নতুন এইচআইভি সংক্রমণের ঘটনা ঘটে প্রায় আড়াই লাখ বার৷ ২০৩০ সালের মধ্যে এই বয়সের মানুষদের মধ্যে নতুন সংক্রমণের হার বছরে চার লাখে গিয়ে দাঁড়াতে পারে – শুধুমাত্র ফিলিপিন্সের দিকে নজর ফেরালেই যা স্পষ্ট হয়ে যায়৷

এসি/ডিজি (ডিপিএ, রয়টার্স, এএফপি)

 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ