1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবরোধের তৃতীয় দিন: যাত্রী নেই, ছাড়েনি দূরপাল্লার বাস

২ নভেম্বর ২০২৩

বিএনপি-জামায়াতের ডাকা তিন দিনের অবরোধের শেষ দিনে রাজধানী ঢাকার গাবতলী বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লার কোনো বাস ছাড়ছে না৷

ফাইল ফটো
ফাইল ফটোছবি: Habibur Rahman/aal.photo/imago images

আজ বৃহস্পতিবার গাবতলীতে থেকে দ্য ডেইলি স্টারের প্রতিবেদক জানান, গাবতলীতে বিভিন্ন বাসের কাউন্টার খুলে কর্মীরা বসে আছেন৷ কিন্তু যাত্রী নেই৷ হাতেগোনা কয়েকজন যাত্রী দেখা গেছে৷ সকাল থেকে স্বল্প দূরত্বের কয়েকটি বাস ছেড়েছে৷ রাতে বাস ছাড়বে এই আশায় কয়েকজনকে আজ রাতের বাসের টিকিট কেটেছেন৷

গাবতলীতে অপেক্ষা করতে দেখা গেছে ঝিনাইদহগামী সাত যাত্রীকে৷ তাদের একজন সুবেদ আলী (৭০) সকাল সাড়ে ১১টায় ডেইলি স্টারকে বলেন, সকাল ৭টা বাসস্ট্যান্ডে এসেছি৷ কিন্তু এখন পর্যন্ত একটি বাসও পাচ্ছি না৷ ঝিনাইদহগামী বাসগুলোর কাউন্টারে গিয়ে তাদের অনুরোধ করেছি আমাদের সাতজনকে নিয়ে একটি বাস ছাড়তে৷ কিন্তু কেউ রাজি হচ্ছে না৷

'আমাদের মধ্যে একজন অসুস্থও আছেন৷ কিন্তু কিছুই করার নেই৷ সন্ধ্যায় আগে কোনো বাস ছাড়বে বলে মনে হচ্ছে না৷ হয়তো সন্ধ্যার পর দুয়েকটা বাস ছাড়তে পারে', বলেন তিনি৷

বিষয়টি নিয়ে জানতে চাইলে এসডি সুমন পরিবহনের কর্মী মো. মেহরাব ডেইলি স্টারকে বলেন, 'সকাল থেকেই যাত্রী নেই৷ অল্প যাত্রী নিয়ে তো বাস ছাড়া যায় না৷ ৩২ সিটের বাসে কমপক্ষে ১৫ জন যাত্রী না থাকলে আমাদের লোকসান হবে৷ লোকসান দিয়ে তো আমরা গাড়ি ছাড়তে পারব না৷ কিছু যাত্রী এলে হয়তো সন্ধ্যা নাগাদ বাস ছাড়া হতে পারে৷'

ডেইলি স্টার প্রতিবেদক তিনি আরও জানান, গাবতলীতে স্থানীয় আওয়ামী লীগের প্রায় আড়াইশ নেতাকর্মী জড়ো হয়ে দলের পক্ষে প্রচার-প্রচারণা চালাচ্ছেন৷ পুলিশ সদস্যরাও সেখানে আছেন৷

গাবতলী বাস কাউন্টারের এক কর্মী নাম প্রকাশ না করার শর্তে ডেইলি স্টারকে জানান, বাস ছাড়ার জন্য স্থানীয় আওয়ামী লীগের কর্মী ও পুলিশ চাপ দিচ্ছেন৷ কিন্তু পর্যাপ্ত যাত্রী না পাওয়ায় তারা বাস ছাড়ছেন না৷

জানতে চাইলে নাম প্রকাশ না করে স্থানীয় আওয়ামী লীগের এক কর্মী বলেন, বাস মালিকদের অনেকে বিএনপির সমর্থক৷ তাই তারা বাস ছাড়ছেন না৷ সেই কারণেই আমরা তাদের বাস ছাড়তে বলছি৷

এমকে/কেএম(দ্য ডেইলি স্টার)

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ