২০১৫ সালে লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ৷ অনুমোদনের জন্য এটি আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র৷
বিজ্ঞাপন
২০১৫ সালে বইমেলা চত্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়৷ এই হামলায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন৷
অভিযোগপত্রে নাম থাকা ছয়জনের মধ্যে দুইজন এখনও পলাতক বলে জানান ঢাকা পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান৷ এদের মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হকের নামও রয়েছে৷
উল্লেখ্য, দুই দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অভিজিৎ রায় তাঁর ‘মুক্তমনা' ব্লগের কারণে চরমপন্থিদের রোষের মুখে পড়েন৷ এই ব্লগটি মূলত প্রাতিষ্ঠানিক ধর্মের নানা দিকের সমালোচনা করে৷ উল্লেখ্য, অভিজিতের লেখা একটি বই, ‘বিশ্বাসের ভাইরাস', বাংলাদেশে বিতর্কিত হয়েও জনপ্রিয় হয়ে ওঠে৷
২০১৩-১৪ সাল থেকে ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের পাশাপাশি সমকামী অ্যাক্টিভিস্টদের ওপর একাধিক হামলায় জড়িত রয়েছে আনসার আল ইসলাম৷ এর প্রেক্ষিতে দেশ ছাড়তে শুরু করেন অনেকেই৷
অভিজিৎ হত্যাকাণ্ডের প্রতিবাদ, বিচারের দাবি
বইমেলা থেকে ২৬শে ফেব্রুয়ারি রাতে ফেরার পথে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সন্ত্রাসীদের হামলায় নিহত হন ব্লগার অভিজিৎ রায়৷ মুক্তমনা ব্লগের প্রতিষ্ঠাতা অভিজিতকে হত্যার প্রতিবাদে উত্তাল ঢাকা বিশ্ববিদ্যালয়৷
ছবি: DW
যেখানে হামলার শিকার অভিজিৎ, বন্যা
ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি এলাকার ফুটপাথ৷ লেখক, ব্লগার অভিজিৎ রায়ের নিহত হবার এই জায়গাটা নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখেছে বাংলাদেশের আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী৷ হামলায় তাঁর স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও গুরুতর আহত হন৷
ছবি: DW
বেঁচে গেছেন বন্যা
হামলার পর ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যা৷ দুষ্কৃতিকারীরা তাঁকে কুপিয়ে জখম করলেও প্রাণে বেঁচে যান অ্যামেরিকায় বসবাসকারী এই ব্লগার৷ বর্তমানে স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন আছেন তিনি৷
ছবি: DW
নির্বাক অজয় রায়
ছেলের মৃত্যুর খবরে নির্বাক নিহত অভিজিৎ রায়ের বাবা অজয় রায়৷ আজয় রায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিজ্ঞানের শিক্ষক ছিলেন৷