1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অভিজিৎ হত্যা মামলায় অভিযোগপত্র চূড়ান্ত

১৮ ফেব্রুয়ারি ২০১৯

২০১৫ সালে লেখক-ব্লগার অভিজিৎ রায় হত্যা মামলায় ছয়জনের বিরুদ্ধে অভিযোগপত্র চূড়ান্ত করেছে পুলিশ৷ অনুমোদনের জন্য এটি আজ সোমবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন পুলিশের এক মুখপাত্র৷

Blogger Avijit Roy ###ACHTUNG SCHLECHTER QUALITÄT###
ছবি: Privat

২০১৫ সালে বইমেলা চত্বরে বাংলাদেশি বংশোদ্ভূত মার্কিন নাগরিক অভিজিৎ রায়কে কুপিয়ে হত্যা করা হয়৷ এই হামলায় অভিজিৎ রায়ের স্ত্রী রাফিদা আহমেদ বন্যাও আহত হন৷

অভিযোগপত্রে নাম থাকা ছয়জনের মধ্যে দুইজন এখনও পলাতক বলে জানান ঢাকা পুলিশের মুখপাত্র মাসুদুর রহমান৷ এদের মধ্যে সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত হওয়া মেজর সৈয়দ জিয়াউল হকের নামও রয়েছে৷

উল্লেখ্য, দুই দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা অভিজিৎ রায় তাঁর ‘মুক্তমনা' ব্লগের কারণে চরমপন্থিদের রোষের মুখে পড়েন৷ এই ব্লগটি মূলত প্রাতিষ্ঠানিক ধর্মের নানা দিকের সমালোচনা করে৷ উল্লেখ্য, অভিজিতের লেখা একটি বই, ‘বিশ্বাসের ভাইরাস', বাংলাদেশে বিতর্কিত হয়েও জনপ্রিয় হয়ে ওঠে৷

২০১৩-১৪ সাল থেকে ধর্মনিরপেক্ষ ও নাস্তিক ব্লগারদের পাশাপাশি সমকামী অ্যাক্টিভিস্টদের ওপর একাধিক হামলায় জড়িত রয়েছে আনসার আল ইসলাম৷ এর প্রেক্ষিতে দেশ ছাড়তে শুরু করেন অনেকেই৷

 ২০১৬ সালে হোলি আর্টিজান হামলার পর বাংলাদেশ সরকার আনসার আল ইসলামসহ অন্যান্য চরমপন্থি সংগঠনের ওপর নজরদারি শুরু করে৷

এখন পর্যন্ত প্রায় একশ'র কাছাকাছি জঙ্গি পুলিশের হাতে মারা গেছেন ও জেলবন্দি আছেন প্রায় শতাধিক৷

এসএস/জেডএইচ (এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ