1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

আইএস দমনে তুরস্ক

২ অক্টোবর ২০১৪

অবশেষে সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট (আইএস বা আইসিস) জঙ্গিদের দমন করতে আন্তর্জাতিক অভিযানে অংশ নিতে চলেছে তুরস্ক৷ পরিবর্তিত নীতির জন্য সংসদের কাছে অনুমোদন চেয়েছে সে দেশের সরকার৷

Kampf um Kobani Sicherheitsvorkehrungen auf der türkischen Seite 29.09.2014
ছবি: Getty Images

তুরস্কের রক্ষণশীল সরকারের জন্য এ এক উভয় সংকট৷ একদিকে সিরিয়ার বাশার আল-আসাদের সরকারের পতন চায় সে দেশ৷ নিজেদের দেশেও কুর্দি সংখ্যালঘুদের সামলানোর চাপ রয়েছে৷ সীমান্ত পেরিয়ে তাদের সঙ্গে যোগ দিচ্ছে কুর্দি শরণার্থীরা৷ সিরিয়া ও ইরাকে ইসলামিক স্টেট-এর বাড়-বাড়ন্ত৷ তাদের সঙ্গে আপোশের মাধ্যমে অপহৃত তুর্কি কূটনীতিক ও নাগরিকরা সবে মুক্তি পেয়েছে৷ অন্যদিকে এই সব বিষয় দূরে সরিয়ে ন্যাটোর সদস্য দেশ হিসেবে আইএস-বিরোধী সংগ্রামে যোগদানের জন্য চাপ বেড়েই চলেছে৷ ফলে শেষ পর্যন্ত নিমরাজি হয়েও এই অভিযানে সক্রিয় অংশগ্রহণের ইঙ্গিত দিয়েছে তুরস্কের সরকার৷

এর সঙ্গে যোগ হয়েছে আইএস জঙ্গিদের সাম্প্রতিক এক সাফল্যের ঘটনা৷ তুরস্কের দক্ষিণে সিরিয়া সীমান্তে একটি শহর দখল করেছে তারা৷ ফলে অটোমান সাম্রাজ্যের প্রতিষ্ঠাতার পিতামহ সুলেমান শাহের সমাধি বিপন্ন হয়ে উঠেছে৷ তুরস্কে বিষয়টির সঙ্গে অনেক আবেগ জড়িয়ে রয়েছে৷ এই অবস্থায় সিরিয়া ও ইরাকে স্থলসেনা পাঠানো থেকে শুরু করে ন্যাটো সহযোগীদের সামরিক ঘাঁটি ব্যবহারের অনুমতির ইঙ্গিত দিচ্ছে তুরস্ক৷ ফলে এতদিনকার অনীহা ঝেড়ে ফেলে শেষ পর্যন্ত ইসলামিক স্টেট-এর বিরুদ্ধে সংগ্রামে পুরোপুরি জড়িয়ে পড়তে চলেছে এই দেশ৷ সংসদের কাছে এক সার্বিক সন্ত্রাসবাদ দমন নীতির অনুমোদন চাওয়া হয়েছে৷ প্রেসিডেন্ট রেচেপ তাইয়িপ এর্দোয়ান অবশ্য সংসদে বলেছেন, সরকার শুরু থেকেই এই সংকটের সামগ্রিক রাজনৈতিক সমাধানের উপর জোর দিয়ে চলেছে৷ শুধু বিমান হামলা চালিয়ে টন টন বোমা ফেলে কোনো কাজ হবে না, বলেন তিনি৷ এমন অস্থায়ী সমাধান তুরস্কের স্বার্থ খর্ব করবে এবং অন্যরা এর ফায়দা তুলবে বলে মনে করেন তিনি৷

আইএস-এর ঘাঁটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বিমানছবি: picture alliance/dpa/Matthew Bruch

ন্যাটোর কয়েকটি সদস্য দেশ আইএস-এর বিরুদ্ধে সামরিক অভিযান শুরু করে দিয়েছে৷ তাতে অ্যামেরিকা, ব্রিটেন ও ফ্রান্সের সঙ্গে যোগ দিয়েছে কয়েকটি আরব রাষ্ট্রও৷ ফলে তুরস্কের পক্ষে হাত গুটিয়ে বসে থাকা আর সম্ভব হচ্ছে না৷

এসবি/ডিজি (রয়টার্স, ডিপিএ)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ