1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে চিরনিদ্রায় শায়িত হলেন মাইকেল জ্যাকসন

৪ সেপ্টেম্বর ২০০৯

অবশেষে ভক্ত, বন্ধু এবং পারিবারের সদস্যদের অনেক অনেক পিছনে ফেলে চিরনিদ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসন৷

ছবি: AP

মৃত্যুর ৭০ দিন পর লস এঞ্জেলেসের গ্লেনডেল শহরতলির 'ফরেস্ট লন' এ বৃহস্পতিবার রাতে তিনি জায়গা করে নিলেন চির বিশ্রামের জন্য৷ ফরেস্ট লন সমাধিস্থলে শায়িত আছেন বহু বিখ্যাত সব তারকা৷ জ্যাকসনও তাদের পাশেই সমাহিত হলেন৷ অবশ্য এ জন্য মোটা অংকের অর্থ গুনতে হয়েছে জ্যাকসন পরিবারকে৷

কিছুক্ষণ পরই সেখানে নিয়ে যাওয়া হয় জ্যাকসনের শবদেহছবি: AP

প্রায় দুই মাসেরও বেশি সময় পর তাকে সমাধিস্থ করা হলো৷ গত ২৫ জুন ৫০ বছর বয়সে পরলোকগমন করেন কিংবদন্তিতুল্য গায়ক মাইকেল জ্যাকসন৷ সমাধিস্থলে ছিল কড়া নিরাপত্তা৷ প্রায় ২০০ অতিথি যোগ দেন এই অনুষ্ঠানে৷ এই অতিথির তালিকায় ছিলেন এলিজাবেথ টেইলর, এলভিস প্রেসলির কন্যা, জ্যাকসনের সাবেক স্ত্রী লিসা মারি প্রেসলিসহ বিখ্যাত আরও অনেকে৷

নিরাপত্তার খাতিরে বুধবার রাত থেকেই সমাধিস্থলের আকাশে টহল দেয় পুলিশের হেলিকপ্টার৷ সেইসঙ্গে এলাকায় সতর্ক পাহারায় ছিল পুলিশের কুকুর, সাধারণ পোশাক পরা পুলিশ কর্মকর্তারাসহ, প্রাইভেট সিকিউরিটি অফিসাররা৷ নির্ধারিত সময়ের এক ঘন্টা বাদে জ্যাকসনের মা, বোন, সন্তানরাসহ অন্যান্য আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধবরা ৩০ টিরও বেশি গাড়ির বহর নিয়ে সমাধিস্থলে পৌঁছান৷ এর কিছুক্ষণ পরই সেখানে নিয়ে যাওয়া হয় জ্যাকসনের শবদেহ৷ শেষকৃত্য অনুষ্ঠানের শুরুতে জ্যাকসনের তিন সন্তান একটি মুকুট রাখে তাদের বাবার কফিনের ওপর৷ বক্তব্য রাখেন জ্যাকসনের বাবা জোসেফ এবং মানবাধিকার কর্মী রেভারেন্ড অ্যাল শার্পটন৷

চিরনিদ্রায় শায়িত হলেন পপ সম্রাট মাইকেল জ্যাকসনছবি: AP

প্রাণঘাতী মাত্রার অতি কড়া এনিসথেটিক প্রপোফলের ক্রিয়ার কারণে ২৫ জুন লস এঞ্জেলেসে মারা যান ৫০ বছর বয়স্ক জ্যাকসন৷

প্রতিবেদক: সাগর সরওয়ার

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ