1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

জামিন পেলেন রসরাজ

১৬ জানুয়ারি ২০১৭

ফেসবুকে পোস্ট দিয়ে ধর্ম অবমাননা করেছেন – এ অভিযোগ যে মিথ্যা তা তদন্ত শেষে পুলিশও বলছিল৷ তারপরও তিন মাস ধরে কারাবন্দি ছিলেন রসরাজ দাস৷ সোমবার অবশে জামিন ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগরের এই হিন্দু জেলে৷

রসরাজের মা-বাবা
রসরাজের মা-বাবা (ফাইল ফটো)ছবি: bdnews24.com

এক মাস আগেও ডয়চে ভেলের প্রতিবেদনের শিরোনাম ছিল, ‘আইনের প্যাঁচে এখন পর্যুদস্ত নির্দোষ রসরাজ'৷ সেই প্রতিবেদনে ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মিজানুর রহমান ডয়চে ভেলেকে বলেছিলেন, ‘‘ফরেনসিক রিপোর্টে দেখা গেছে রসরাজের মোবাইল ফোন থেকে ফেসবুকে ওই পোস্ট দেয়া হয়নি৷ কিন্তু তাঁর আইডি থেকে পোস্ট দেয়া হয়েছে৷ এখন আমাদের তদন্তের বিষয় হলো, তাহলে কে পোস্ট দিয়েছে? বিষয়টি আমরা এখনো নিশ্চিত হতে পারিনি৷'' এ কারণে পুলিশ এতদিনেও তদন্ত প্রতিবেদন দিতে পারেনি৷ আর তাই জামিনও পাননি রসরাজ৷ তবে সোমবার সকালে ব্রাহ্মণবাড়িয়ার জেলা ও দায়রা জজ তাঁর জামিন মঞ্জুর করেছে৷ রসরাজ দাসের আইনজীবী আশা করছেন সোমবার তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন৷

গত ৩০শে অক্টোব রসরাজ মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত দিয়ে ফেসবুকে পোস্ট দিয়েছেন – এই অভিযোগে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু জনপদে দিনভর সহিংসতা চালানো হয়৷ এ সময় অন্তত ১০টি মন্দির ও হিন্দুদের বেশ কিছু বাড়িঘরে হামলা, ভাঙচুর, লুটপাট চালানো হয়৷ প্রতিবাদের নামে সহিংশতা শুরুর আগেই রসরাজকে গ্রেপ্তার করে পুলিশ৷ রিমান্ডে নিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়৷ পরে পুলিশ জানায়, তদন্তে তারা নিশ্চিত হয়েছে যে, রসরাজের মোবাইল ফোন থেকে কোনো ফেসবুকে পোস্ট করা হয়নি৷ স্থানীয়রা শুরু থেকেই সংবাদমাধ্যমকে বলে আসছেন, রসরাজ লেখাপড়া জানেন না, তাই তার পক্ষে এমন পোস্ট দেয়া অকল্পনীয়৷

এসিবি/ডিজি (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)

এ বিষয়ে আপনার কিছু বলার থাকলে লিখুন নীচের ঘরে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ