1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে জার্মানিতে সরকার গঠিত হচ্ছে

Sanjiv Burman১৪ ডিসেম্বর ২০১৩

আগামী ৪ বছরের জন্য জার্মানিতে মহাজোট সরকার ক্ষমতায় আসছে৷ জোটের ছোট শরিক এসপিডি দলের সদস্যরা এই জোটের পক্ষে ভোট দেয়ায় চ্যান্সেলর আঙ্গেলা ম্যার্কেল-এর নেতৃত্বে সরকার গঠিত হতে চলেছে৷

জোট গড়তে রাজি হওয়ার পর সিডিইউ নেতা ম্যার্কেল ও এসপিডি নেতা গাব্রিয়েল (ফাইল ছবি)ছবি: Reuters

শনিবার দুপুরে জোটের শরিক এসপিডি দলের নেতারা জানিয়ে দেন, দলের সদস্যরা মহাজোট সরকারের পক্ষে ভোট দিয়েছে৷ পক্ষে ভোট পড়েছে ৭৫.৯৬, বিপক্ষে ২৩.৯৫৷ ফলে নেতারা নিশ্চিন্ত মনে সরকারের কাজে মন দিতে পারবেন৷ এসপিডি দলের সদস্যদের সম্মতির ফলে খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবিরেও স্বস্তির নিঃশ্বাস পড়লো৷ ফলাফল নেতিবাচক হলে হয় আবার নতুন করে সবুজ দলের সঙ্গে জোট গড়ার লক্ষ্যে আলোচনা শুরু করতে হতো৷ সেই আলোচনাও ব্যর্থ হলে নতুন করে নির্বাচন ছাড়া অন্য কোনো উপায় থাকতো না৷

মহাজোট সরকারের পক্ষে ভোট পড়ায় আনন্দিত এসপিডি নেতারাছবি: John MacDougall/AFP/Getty Images

জার্মানিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল ২২ সেপ্টেম্বর৷ কিন্তু কোনো সম্ভাব্য জোট প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় জার্মানিতে সরকার গড়ার পথ মসৃণ হতে পারে নি৷ শেষ পর্যন্ত দুই বড় শিবির আলোচনার মাধ্যমে মহাজোট গড়তে রাজি হয়৷ বড় শরিক খ্রিষ্টীয় গণতন্ত্রী শিবির সেই জোট সরাসরি অনুমোদন করলেও ছোট শরিক সামাজিক গণতন্ত্রী দল এই সিদ্ধান্ত তুলে দেয় দলের সদস্যদের হাতে৷ জার্মানির ইতিহাসে এমন ঘটনা কখনো ঘটে নি৷ প্রায় দুই সপ্তাহ ধরে তারা মহাজোটের পক্ষে বা বিপক্ষে ভোট দেবার সুযোগ পেয়েছিলেন৷ শুক্রবার রাতে সেই ব্যালট বার্লিনে পৌঁছয়৷ শনিবার বিকালে ফল জানানোর কথা ছিল৷ কিন্তু গণনা দ্রুত শেষ হওয়ায় দুপুরেই সুখবর ঘোষণা করেন দলের নেতারা৷

বার্লিনে ডাক বিভাগের এক পরিত্যক্ত রেল স্টেশনের গুদামে ভোট গণনা হয়েছেছবি: picture-alliance/dpa

এসপিডি দলের ভোটাধিকারপ্রাপ্ত সদস্যদের সংখ্যা ৪৭৪,৮২০৷ তাঁদের মধ্যে প্রায় ৩৩৩,৫০০ – অর্থাৎ প্রায় ৭০ শতাংশ ভোট দিয়েছেন৷ দলীয় আইন অনুযায়ী কমপক্ষে ২০ শতাংশ মতামত জানালে তবেই সিদ্ধান্ত বৈধ হয়৷ বার্লিনে ডাক বিভাগের এক পরিত্যক্ত রেল স্টেশনের গুদামে গণনা হয়েছে৷

গণনা শুরু হওয়ার আগেই আগামী সরকারে এসপিডি দলের মন্ত্রীদের নাম ‘ফাঁস' হয়ে যায়৷ নেতারা অবশ্য এ বিষয়ে কোনো মন্তব্য করেন নি৷ ভোটাভুটির ফলাফল জানার আগে তাঁরা আগামী সরকারে তাঁদের ভূমিকা সম্পর্কে কিছু জানাতে চান নি৷

এসবি / এসিবি (ডিপিএ, এএফপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ