1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে দেখা মিললো কিন জং উনের

২ মে ২০২০

মৃত্যু নিয়ে গুঞ্জন উড়িয়ে জনসমক্ষে আসলেন উত্তর কোরিয়ার নেতা কিম জং উন৷ দেশটির রাষ্ট্রীয় গণমাধ্যম কেসিএনএ এমন তথ্য জানিয়েছে৷ পিয়ংইয়ংয়ের কাছে একটি সার কারখানার নির্মাণ সমাপ্তি অনুষ্ঠানে হাজির হয়েছেন তিনি ৷

ছবি: picturealliance/AP Photo/KCNA

কেসিএনএ এর খবরে বলা হয় শুক্রবার কিম নিজে ফিতা কেটে অনুষ্ঠানের উদ্বোধন করেন৷ এ সময় হাজারো মানুষ তাকে অভিনন্দন জানান৷ কিমের সঙ্গে উপস্থিত ছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং তার বোন কিম ইয়ো জং৷  

সবশেষ তিন সপ্তাহ আগে ওয়ার্কার্স পার্টির একটি বৈঠকে হাজির হয়েছিলেন উন৷ তারপর থেকে তাকে আর জনসমক্ষে দেখা যায়নি৷ এই সময়ে তার মৃত্যু নিয়ে গুঞ্জন ওঠে৷ ১৫ এপ্রিল দেশটির প্রতিষ্ঠাতা এবং কিমের দাদা কিম ইল সুং এর জন্মদিন পালনেও তাকে দেখা যায়নি৷ এত বড় রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে উনের হাজির না থাকা একটি নজিরবিহীন ঘটনা৷ 

কিমের সঙ্গে ছিলেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ কর্মকর্তারা এবং তার বোন কিম ইয়ো জংছবি: Reuters/KCNA

গত বেশ কিছুদিন ধরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রকাশিত কিছু গণমাধ্যমের খবরে বলা হচ্ছিলো হার্ট সার্জারির পর সঙ্কটাপন্ন অবস্থায় রয়েছেন উন৷

তবে গত সপ্তাহে এসব তথ্য উড়িয়ে দেয় দক্ষিণ কোরিয়া সরকার৷ দেশটির রাষ্ট্রপতি দপ্তর থেকে জানানো হয়েছে উত্তর কোরিয়ার নেতা সুস্থ আছেন৷ অবশেষে উনের জনসমক্ষে হাজির হওয়া সেই তথ্যকেই সঠিক প্রমাণ করলো৷

উল্লেখ্য, ২০১১ বাবা বাবা কিম জং-ইলের মৃত্যুর পর ক্ষমতায় আসেন তাঁর কনিষ্ঠ পুত্র কিম জং-উন৷

এফএস/এডিকে (রয়টার্স, ডিপিএ) 

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ইউরোপ