অবশেষে নতুন প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী পেলো ইরাক
১৪ অক্টোবর ২০২২আগামী এক মাসের মধ্যে সুদানিকে মন্ত্রিসভা গঠন করে অনুমোদনের জন্য পার্লামেন্টের কাছে পেশ করতে হবে৷
এর মাধ্যমে দীর্ঘ এক বছর ধরে চলা রাজনৈতিক অচলাবস্থার অবসান হলো৷ গত বছরের অক্টোবরে হওয়া জাতীয় নির্বাচনের পর সরকার গঠন নিয়ে অচলাবস্থার সৃষ্টি হয়৷
চলতি বছর ইরাকের পার্লামেন্টে আরো তিনবার প্রেসিডেন্ট নির্বাচনের উদ্যোগ নেয়া হলেও সেগুলো ব্যর্থ হয়৷ বৃহস্পতিবার চতুর্থ উদ্যোগে সফলতা এলো৷
বার্তা সংস্থা রয়টার্স জানায়, ৭৮ বছর বয়সি রশিদ এখন আরেক কুর্দি রাজনীতিবীদ ও প্রেসিডেন্ট বারহাম সালেহর স্থলাভিষিক্ত হবেন৷ বৃহস্পতিবার প্রেসিডেন্ট নির্বাচনে দুই দফা ভোট অনুষ্ঠিত হয়৷ সেখানে আবদুল রশিদ পেয়েছেন ১৬০ ভোট আর বারহাম সালেহ পেয়েছেন ৯৯ ভোট৷
যুক্তরাজ্যে পড়াশোনা করা প্রকৌশলী রশিদ ২০০৩ থেকে ২০১০ পর্যন্ত ইরাকের পানিসম্পদ মন্ত্রী ছিলেন৷ তিনি প্রেসিডেন্ট হিসেবে দ্বিতীয় মেয়াদের জন্য প্রার্থী হওয়া বারহাম সালেহর বিরুদ্ধে বিজয়ী হন৷
রশিদ পার্লামেন্টের সবচেয়ে বড় জোট কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্কের মনোনীত প্রধানমন্ত্রী প্রার্থী সুদানিকে সরকার গঠনের আমন্ত্রণ জানান৷ কোঅর্ডিনেশন ফ্রেমওয়ার্ক ইরানের মিত্র দলগুলোর একটি জোট৷
৫২ বছর বয়সি সুদানি এর আগে ইরাকের মানবাধিকার মন্ত্রী এবং শ্রম ও সমাজকল্যাণ মন্ত্রী ছিলেন৷
ইরাকের প্রেসিডেন্ট মূলত একটি আনুষ্ঠানিক পদ৷ ঐতিহ্যগতভাবে একজন কুর্দি এ পদ পেয়ে থাকেন৷ রাষ্ট্র ক্ষমতায় সব সম্প্রদায়ের প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মধ্য প্রাচ্যের এই দেশটিতে প্রেসিডেন্ট করা হয় একজন কুর্দিকে, প্রধানমন্ত্রী হন একজন শিয়া এবং পার্লামেন্টের স্পিকার হয়ে থাকেন একজন সুন্নি৷
একেএ/এসিবি (রয়টার্স)