বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ ১০ ডিসেম্বর শনিবার সায়েদাবাদের গোলাপবাগ মাঠে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন খন্দকার মোশাররফ হোসেন৷ অনেক টানাপড়েন শেষে এই মাঠ ব্যবহারের অনুমতি পেয়েছে বিএনপি৷
বিজ্ঞাপন
গোলাপবাগ মাঠে মঞ্চ নির্মাণ এবং মাইক বসানোর জন্য বিএনপিনেতারা আনুষ্ঠানিক আবেদন করার পর তাদের অনুমোদন দেওয়া হয়েছে বলে শুক্রবার বিকালে ডয়চে ভেলের কনটেন্ট পার্টনার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান ঢাকার পুলিশ কমিশনার খন্দকার গোলাম ফারুক৷
একই সময়ে গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন করে দলের স্থায়ী কমিটির সদস্য খন্দকার মোশাররফ হোসেন বলেন, শনিবার বেলা ১১টায় সায়েদাবাদের গোলাপবাগ মাঠে বিএনপির ঢাকা বিভাগীয় সমাবেশ করার অনুমতি তারা পেয়েছেন৷
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, নয়া পল্টননা পেয়ে তারা কমলাপুর স্টেডিয়াম চেয়েছিলেন৷ কিন্তু পুলিশ তাতে সায় দেয়নি৷ সে কারণে তারা গোলাপবাগ মাঠের অনুমতি চেয়েছেন৷ তিনি বলেন, ‘‘তারা আমাদেরকে গোলাপবাগ মাঠে সমাবেশের প্রস্তুতি নিতে বলেছেন৷ সেখানে আমাদেরকে সবধরনের নিরাপত্তা দেওয়ার আশ্বাস দিয়েছেন৷”
বিএনপির আন্দোলনের সঙ্গে সংহতি আছে এমন সমমনা সব রাজনৈতিক দলকে সেই সমাবেশে অংশ নেওয়ার আহ্বান জানান খন্দকার মোশাররফ হোসেন৷
এনএস/জেডএইচ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)
ছবিতে ঢাকা: আওয়ামী লীগের নির্বিঘ্ন মিছিল, বিএনপি কর্মীদের গ্রেপ্তার-মারধর
বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর টহল-তল্লাশি, বিএনপি কর্মীদের গ্রেপ্তার, আওয়ামী লীগের কর্মীদের মিছিল- সব মিলিয়ে উদ্বিগ্ন এক দিন পার করছে ঢাকাবাসী৷ ছবিঘরে থাকছে শুক্রবারের ঢাকার চিত্র৷
ছবি: Mortuza Rashed/DW
কড়া নজরদারি
পল্টনের ফকিরাপুল মোড় ও কাকরাইলের নাইটিঙ্গেল মোড়ে কাঁটাতারের ব্যারিকেডের পাশাপাশি বিপুল পুলিশের উপস্থিতি রয়েছে৷ ঢুকতে দেয়া হচ্ছে না যানবাহন এমনকি পথচারীদেরও
ছবি: Mortuza Rashed/DW
বিএনপির কার্যালয়
বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের ফটক বন্ধ৷ সামনেই পুলিশ সদস্যরা লম্বা লাইনে দাঁড়িয়ে৷ আছে সাঁজোয়া যান, প্রিজন ভ্যান ও পুলিশের ডজনখানেক গাড়ি৷
ছবি: Mortuza Rashed/DW
টহল
পল্টন ও এর আশেপাশে সাঁজোয়া যান নিয়ে টহল দিচ্ছে পুলিশ৷
ছবি: Mortuza Rashed/DW
তল্লাশি
কাউকে সন্দেহ হলে তল্লাশি চালানো হচ্ছে৷ পল্টন এলাকায় এক পথচারীর ব্যাগ তল্লাশি করতে দেখা যাচ্ছে আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যদের৷
ছবি: Mortuza Rashed/DW
গ্রেপ্তার
বিভিন্ন স্থানে বিএনপি কর্মীদের গ্রেপ্তার অব্যাহত রয়েছে৷ সকালে নান্দাইল সদর উপজেলার ছাত্রদলের সহসভাপতি রবিন মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ৷
ছবি: Mortuza Rashed/DW
বিএনপি কর্মীকে মারধর
বিএনপির পক্ষে স্লোগান দেয়ার কারণে এই ব্যক্তিকে মারধর করে পুলিশ৷ এসময় তার নাক দিয়ে রক্ত পড়তে থাকে৷
ছবি: Mortuza Rashed/DW
আওয়ামী লীগের মিছিল
এর মধ্যেই আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠন শহরের বিভিন্ন স্থানে মিছিল বের করে৷ তারা বিএনপির বিরুদ্ধে স্লোগান দেয়৷
ছবি: Mortuza Rashed/DW
বায়তুল মোকাররম
শুক্রবার জুমার নামাজে বায়তুল মোকাররমে মুসল্লিদের উপস্থিতি ছিল অন্যদিনের চেয়ে কম৷ মসজিদের বাহিরে ছিল পুলিশের উপস্থিতি৷
ছবি: Mortuza Rashed/DW
আদালত পাড়া
গ্রেপ্তারকৃত বিএনপিকর্মীদের দুপুরে ঢাকার সিএমএম কোর্টে হাজির করা হয়৷ এসময় সেখানে প্রতিবাদ জানান বিএনপিপন্থি আইনজীবীরা৷
ছবি: Mortuza Rashed/DW
ফাঁকা সড়ক
ঢাকায় গণপরিবহণ ছিল কম, অধিকাংশ সড়ক ছিল ফাঁকা৷ প্রয়োজন ছাড়া ঘর থেকে বের হননি মানুষ৷