1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে ভাগ্যদেবী সুপ্রসন্ন হলো রিয়াল মাদ্রিদের প্রতি

১৭ মার্চ ২০১১

অবশেষে ইউরোপীয় চ্যাম্পিয়নস লিগের শেষ আটে উঠতে পেরে যেন হাঁফ ছেড়ে বাঁচলো রিয়াল মাদ্রিদ৷ বেশ কিছু সময়ের ব্যর্থতার পর অলিম্পিক লিওঁকে নক আউট করে এলো এই সুখবর৷

গোলের পর মার্সেলোর উচ্ছ্বাসছবি: dapd

বেশ কিছু সময় ধরে ভাগ্যটা বেশ খারাপ যাচ্ছিলো রিয়াল মাদ্রিদের৷ এবার তা কাটলো যেন! নিজ মাঠেই খেলাটি হলো গতকাল বুধবার রাতে৷ নক আউট পর্বের দ্বিতীয় লেগের প্রতিপক্ষ অলিম্পিক লিওঁ-র জালে তিনটি গোল দেবার পর রেফারির দীর্ঘ বাঁশির আওয়াজ যখন ঘোষণা করলো খেলার সময় শেষ, তখন খুশিতে উত্তাল রিয়ালের খেলোয়াড়, কোচ আর সমর্থকরা৷ আর এই জয়ের মাধ্যমে তারা ২০০৪ সালের পর প্রথমবারের মত শেষ আট নিশ্চিত করলো৷

এ আগে শেষ টানা ছয় মৌসুম নক আউট পর্ব থেকে ছিটকে পড়েছিল এই দলটি৷ ফলে কোচ বদলাতে হয়েছে তাদের বেশ কয়েকবার৷ নতুন কোচ মোরিনহো যোগ দেবার পর দলের পালে যেন হাওয়া লাগে৷ নতুন নতুন কলাকৌশল তিনি শিখিয়ে দেন তাঁর ছেলেদের৷ আর এর ফলে ব্যর্থতার গাড়ি হঠাৎ করেই বদলে গিয়ে হয়েছে সফলতার যানবাহন৷

গতকালের ম্যাচে গোল করেন করেম বেনজেমা, মার্সেলো এবং অ্যাঞ্জেল ডি মারিয়া৷ বলে রাখা ভালো, লিওঁ-র মাঠে অনুষ্ঠিত প্রথম লেগের খেলাটি ১-১ গোলে 'ড্র' হয়েছিল৷

ব্রাজিলিয়ান খেলোয়াড় মার্সেলো ৩৭ মিনিটে একক প্রচেষ্টায় গোল করে রিয়ালকে এগিয়ে নেন প্রথমে৷ এটি ছিল চ্যাম্পিয়নস লিগ ক্যারিয়ারে তাঁর প্রথম গোল৷ ৬৫ মিনিটের ব্যবধানে দ্বিতীয় গোলটি করেন করেম, যিনি এক সময় ছিলেন প্রতিপক্ষ লিওঁরই ফরোয়ার্ড৷ এরও ১৩ মিনিট পর আসে তৃতীয় গোলটি৷ গোল করেন অ্যাঞ্জেল ডি মারিয়া৷

খেলা শেষে কোচ মরিনহো একটু গর্বের সঙ্গেই বললেন, 'আমরা রিয়াল মাদ্রিদ৷ অসাধ্যসাধনের পথে আছি আমরা৷ এবার শেষ আটে ওঠাটা তো আমাদের জন্য অনেকটাই স্বাভাবিক ছিল!' তবে লিওঁকে খুবই ভালো দল হিসাবে উল্লেখ করে মাদ্রিদ কোচ বলেন, 'আমরা একটি সম্পূর্ণ খেলা খেলেছি৷ খেলার কোথাও কোন ছন্দপতন হয়নি৷ আর ভালো খেললে আমরাই জিতবো, এটা তো স্বাভাবিক, তাই না?এবার আমাদের অপেক্ষা পরবর্তী রাউন্ডের৷ অপেক্ষায় আছি কোন দলকে আমাদের মোকাবিলা করতে হবে, সেই খবরের জন্য৷'

লন্ডনে অনুষ্ঠিত দিনের অন্য দ্বিতীয় লেগে স্ট্যামফোর্ড ব্রিজে এফসি কোপেনহেগেনের সাথে গোলশূন্য ড্র করে কোয়ার্টার ফাইনালে উঠেছে চেলসি৷ প্রথম লেগে ২-০ গোলে জিতেছিল ইংলিশ দলটি৷

প্রতিবেদন: সাগর সরওয়ার

সম্পাদনা: সুপ্রিয় বন্দ্যোপাধ্যায়

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ