1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবশেষে মনমোহন সিং মন্ত্রিসভায় রদবদল

১২ জুলাই ২০১১

অবশেষে কংগ্রেস-জোট মন্ত্রিসভায় আজ মাঝারি মাপের রদবদল করলেন প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং৷ কিছু নতুন মুখ এসেছে, কিছু মন্ত্রী বাদ পড়েছেন এবং কয়েকজন মন্ত্রীর দপ্তর বদল হয়েছে৷

City : Guwahati Country : India Source : UNI GUWAHATI, APR 2 (UNI):- Prime Minister Manmohan Singh addressing an election campaign rally at Juria in Nagaon District of Assam, about 120 Km away from Guwahati on Saturday. UNI PHOTO-44U
ভারতের প্রধানমন্ত্রী ড. মনমোহন সিংছবি: UNI

দুর্নীতি ও প্রশাসনিক ব্যর্থতায় জেরবার কংগ্রেস জোট সরকার'কে একটা বড় ঝাঁকুনি দিতে প্রধানমন্ত্রী ড. মনমোহন সিং তাঁর মন্ত্রিসভায় বড় মাপের রদবদল ঘটিয়ে সরকারের ভাবমূর্তি ফেরাতে চাইবেন এমনটাই প্রত্যাশিত ছিল৷ কিন্তু আজকের রদবদলে তা কতটা পূরণ হবে তা নিয়ে সংশয় প্রকাশ করেছেন রাজনৈতিক বিশ্লেষকরা৷

অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরে হাত দেয়া হয়নি৷ বাদ দেয়া হয়েছে ৭ জন মন্ত্রীকে এসেছেন ৮ জন নতুন মুখ৷ দপ্তর বদল হয়েছে ৫ জনের৷ পূর্ণমন্ত্রীতে উন্নিত হয়েছেন চারজন৷ পরিবেশ প্রতিমন্ত্রী জয়রাম রমেশকে পূর্ণমন্ত্রী করে সরানো হয়েছে গ্রামোন্নয়ন দপ্তরে৷ তাঁর জায়গায় এসেছেন কংগ্রেসের জয়ন্তী নটরাজন৷ জয়রাম রমেশকে সরানোর কারণ হিসেবে বলা হচ্ছে পরিবেশ আইনের কড়াকড়িতে দেশবিদেশের হাজার হাজার কোটি টাকার বিনিয়োগ আটকেছিল৷ তাঁকে সরানোর পেছনে এই লবির চাপ ছিল৷

রেল মন্ত্রক ধরে রেখেছে তৃণমূল কংগ্রেস৷ স্বাস্থ্য প্রতিমন্ত্রী দিনেশ ত্রিবেদি হয়েছেন রেলের পূর্ণমন্ত্রী৷ তাঁর নতুন দায়িত্ব সম্পর্কে তিনি বলেন, ২০২০ পর্যন্ত যে ভিশন ডকুমেন্ট মমতা বন্দোপাধ্যায় তৈরি করে দিয়েছেন সেটাই তাঁর কাছে বাইবেল৷ তাতে রেল নিরাপত্তাকে দেয়া হয়েছে বেশি গুরুত্ব৷

অর্থ, প্রতিরক্ষা, স্বরাষ্ট্র ও পররাষ্ট্র দপ্তরে হাত দেয়া হয়নি৷ বাদ দেয়া হয়েছে ৭ জন মন্ত্রীকে এসেছেন ৮ জন নতুন মুখ৷ছবি: AP

কর্পোরেট দপ্তরের প্রতিমন্ত্রী সলমন খুরশিদকে পূর্ণমন্ত্রী করে দায়িত্ব দেয়া হয়েছে আইন ও সংখ্যালঘু উন্নয়ন দপ্তরের৷ তিনি বলেন, নিঃসন্দেহে এটা কঠিন কাজ৷ সরকারের আরো তিন বছর বাকি তারমধ্যেই কাজ করে দেখাতে হবে যাতে আগামীতে কংগ্রেসের ভিত আরো মজবুত হয়৷ মনে করা হচ্ছে,আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা ভোটের দিকে তাকিয়ে খুরশিদকে বিশেষ গুরুত্ব দেয়া হয়৷ অন্য কারণও আছে৷ সুপ্রিম কোর্টে বিভিন্ন মামলায় সরকারকে যেভাবে নাস্তানাবুদ হতে হয়েছে তার জন্য আগের আইনমন্ত্রী বীরাপ্পা মইলি দায়ী বলেই তাঁকে সরানো হলো৷ উত্তপ্রদেশ থেকে বেনিমাধব ভার্মাকে ইস্পাত দপ্তরের পূর্ণমন্ত্রী করা হয়েছে৷

শরিক দল ডিএমকের দয়ানিধি মারানের ইস্তফার পর ডিএমকের অন্য কাউকে মন্ত্রী করা হয়নি৷ সম্ভবত পরে করা হবে৷

মন্ত্রিসভায় নতুন মুখের মধ্যে আছেন, তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দোপাধ্যায়৷ ইনি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী৷ অন্যরা হলেন চরণদাস মহান্ত - কৃষি ও খাদ্যপ্রক্রিয়াকরণ শিল্প, মিলিন্দ দেওরা যোগাযোগ ও তথ্যপ্রযুক্তি, রাজিব শুক্লা সংসদ বিষয়ক, জীতেন্দ্র সিং স্বরাষ্ট্র৷ এরা সবাই প্রতিমন্ত্রী৷

বিজেপি নেত্রী সুষমা স্বরাজের মতে এই রদবদল সুচিন্তিত নয়৷ আসল পদগুলিতে একই ব্যক্তি বহাল৷

প্রতিবেদন: অনিল চট্টোপাধ্যায়, নতুনদিল্লি

সম্পাদনা: আব্দুল্লাহ আল-ফারূক

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ