1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে শিম্পাঞ্জি ধরা

১৫ এপ্রিল ২০১৬

এই ‘চাচা' হলো একটি শিম্পাঞ্জি৷ জাপানের এক চিড়িয়াখানা থেকে সে পালিয়ে বিদ্যুৎ সরবরাহ লাইনে উঠে পড়েছিল৷ সেখান থেকে তাকে ট্র্যাঙ্কুইলাইজার দিয়ে নামাতে হয়েছে৷

চিড়িয়াখানায় শিম্পাঞ্জি
ছবি: Colourbox

দেশটির সরকারি টেলিভিশনে শিম্পাঞ্জিকে ধরার ঘটনাটি সরাসরি প্রচার করা হয়৷ তাতে দেখা যায়, ট্র্যাঙ্কুইলাইজার দেয়ার ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিম্পাঞ্জিটি চিড়িয়াখানার এক কর্মীর দিকে তেড়ে যাচ্ছে৷ সেটা করতে গিয়ে পড়ে যাবার উপক্রম হয়েছিল৷ কিন্তু কোনোরকমে একটি তার ধরে শিম্পাঞ্জিটি রক্ষা পায়৷ অবশ্য এর কিছুক্ষণ পরই সে নীচে পড়ে গেলে উদ্ধারকর্মীরা তাকে ধরে ফেলেন৷ ফলে সে প্রাণে বেঁচে যায়৷

'Monkey business' in Japan

01:42

This browser does not support the video element.

অবশ্য চাচার মতো সৌভাগ্যবান ছিল না একটি জেব্রা৷ গতমাসে সেও জাপানের একটি চিড়িয়াখানা থেকে পালিয়ে গিয়েছিল৷ এরপর তাকে ট্র্যাঙ্কুইলাইজার দেয়া হলেও সে একটি জলাধারে পড়ে গিয়ে প্রাণ হারায়৷

জেডএইচ/এসিবি (এএফপি, এপি)

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ