1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবসরের বয়স নিয়ে উত্তাল ফ্রান্স

২৫ অক্টোবর ২০১০

ফ্রান্স এখনো উত্তাল৷ চলছে ধর্মঘট, বিক্ষোভ৷ সরকারের অবসর ভাতা সংস্কারের প্রতিবাদে রাজপথে অবস্থান নিয়েছে শ্রমিক-শিক্ষার্থীরা৷ সেদেশের প্রেসিডেন্ট নিকোলা সার্কোজি অবশ্য আশা করছেন, সংস্কারের পর পরিস্থিতি স্বাভাবিক হবে৷

জ্বালানি সংকটছবি: AP

চলছে আন্দোলন

সার্কোজি সরকারের অবসর ভাতা সংস্কারের প্রতিবাদে আন্দোলন অব্যাহত রেখেছে শ্রমিক-শিক্ষার্থীরা৷ বিশেষ করে জ্বালানি খাতে ধর্মঘট চলছে৷ ফলে সেদেশের অনেক পেট্রোল পাম্প তেলবিহীন অবস্থায় রয়েছে৷ ফ্রান্সের পরিবহণ মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, প্যারিসের ৩৫ শতাংশ পেট্রোলপাম্পে তেল নেই কিংবা কমপক্ষে একধরণের জ্বালানির সংকট রয়েছে৷ তবে, ফ্রান্সের পশ্চিমাঞ্চলের অবস্থা আরো করুণ৷ এরইমধ্যে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীরা মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের আহ্বান জানিয়েছে৷ ছাত্রদের দাবি, অবসরের বয়স কোনভাবেই ৬০ এর বেশি করা যাবেনা৷ অন্যদিকে, সরকার অবসরের সর্বনিম্ন বয়স বাড়িয়ে ৬২ বছর এবং সর্বোচ্চ বয়স ৬৭ করতে বদ্ধপরিকর৷

জ্বালানি সংকট

ভ্রমণিচ্ছু হাজার হাজার পরিবার জ্বালানি সংকটের কারণে বাড়ি থেকে বের হতে পারছেনা৷ ফলে বিভিন্ন পর্যটন কেন্দ্র বাণিজ্যিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে৷ দেশটির জ্বালানিমন্ত্রী জঁ-লুই বর্লো গাড়ি চালকদের সতর্ক করে বলেছেন, সোমবার পরিস্থিতি আরো খারাপ হতে পারে৷ কেননা, অনেক তেল পরিবাহী ট্যাংকারের চালকরা রোববার কাজ করেনি৷ এছাড়া বিমান সংস্থাগুলো কোটি কোটি ইউরোর ক্ষতির কথা জানিয়েছে৷ সেদেশের রাসায়নিক উৎপাদকদের দৈনিক ক্ষতি হচ্ছে দশ কোটি ইউরো৷

মঙ্গলবার দেশজুড়ে ধর্মঘটের আহ্বান (ফাইল ফটো)ছবি: AP

সংস্কার নিয়ে বিপত্তি

গত শুক্রবার ফ্রান্স সংসদের উচ্চকক্ষ অবসর ভাতা সংস্কার আইনের খসড়া অনুমোদন করেছে৷ এর আগে সেদেশের সংসদের নিম্নকক্ষ এই খসড়া অনুমোদন করে৷ ফলে আগামী বুধবার এটি ফ্রান্সের জাতীয় বিধানসভায় চূড়ান্ত অনুমোদন পাবে৷ সার্কোজি আশা করছেন, নভেম্বরের ১৫ তারিখের মধ্যে গেজেট আকারে প্রকাশ পাবে অবসর ভাতা সংস্কার আইন৷

সার্কোজির সমর্থন কমছে

রোববার এক জরিপে দেখা গেছে, এই মুহূর্তে সেদেশের প্রেসিডেন্টের জনপ্রিয়তা সবচেয়ে কম৷ বর্তমানে সার্কোজির প্রতি ফ্রান্সের মানুষের সমর্থন ৩০ শতাংশের নিচে৷ ফলে ২০১২ সালের প্রেসিডেন্ট নির্বাচনে সার্কোজি শিবিরের ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে৷ এদিকে, সামাজিক দল ঘোষণা করেছে, তাদের প্রার্থী এই নির্বাচনে জিতলে অবসরের বয়স আবারো ৬০ বছর করা হবে৷

প্রতিবেদন: আরাফাতুল ইসলাম

সম্পাদনা: হোসাইন আব্দুল হাই

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ