1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

পোপের নতুন জীবন

ব্যার্ন্ট রিগার্ট/এসবি১ মার্চ ২০১৩

বৃহস্পতিবার ছিল পোপ হিসেবে ষোড়শ বেনেডিক্ট-এর কার্যকালের শেষ দিন৷ একজন পদত্যাগী পোপের জীবনযাত্রা কী হতে পারে, সে বিষয়ে স্পষ্ট ধারণা পাওয়া কঠিন, কারণ গত কয়েকশো বছরে এমন কোনো দৃষ্টান্ত নেই৷

ছবি: Reuters

প্রাক্তন পোপ আর নিজেকে পোপ বলতে পারেন না৷ আবার পোপ হওয়ার আগে তাঁর যে নাম ছিল, সেই ইয়োসেফ রাৎসিঙার-ও আর ফিরে আসতে পারেন না৷ অতএব ষোড়শ বেনেডিক্ট নামটি থেকেই যাচ্ছে৷ আগে ‘পোপ' শব্দটা বাদ পড়বে৷ তার বদলে আসবে ‘পোপ এমেরিটাস' উপাধি, যেমনটা অবসরপ্রাপ্ত ক্যাথলিক কর্মকর্তাদের ক্ষেত্রে বলা হয়৷ তিনি নিজে অবশ্য বলেছেন, একবার পোপ হলে আর আগের ব্যক্তি জীবনে ফেরার কোনো পথ খোলা থাকে না৷ অতএব বাকি জীবনটা বাভারিয়ায় নিজের গ্রামে ভাইয়ের সঙ্গে কাটানোর বিলাসিতা তাঁর থাকছে না৷ কারণ সে ক্ষেত্রে তাঁকে ঘিরে এক তীর্থক্ষেত্র গড়ে ওঠার সম্ভাবনা রয়েছে, যা তিনি মোটেই চান না৷ তাই ভ্যাটিকানে থেকেই লোকচক্ষুর অন্তরালে তিনি প্রার্থনা করে যাবেন বলে জানিয়েছেন৷

তবে অনেকেরই অস্বস্তি কাটছে না৷ পোপ আবার নিজের পুরানো নামে ফিরে গেলে বিতর্ক কম হতো৷ প্রায় ৬০০ বছর আগে পোপ পঞ্চম সোলেস্টিন ঠিক সেটাই করেছিলেন৷ কিন্তু নতুন পোপ নির্বাচিত হওয়ার পরও কাছাকাছি এক ‘পোপ এমেরিটাস' থাকলে একের বদলে ঈশ্বরের দুই শীর্ষ প্রতিনিধির উপস্থিতি মেনে নিতে পারছেন না অনেকে৷ তবে ইতিহাসে এমন দৃষ্টান্ত রয়েছে৷ মধ্যযুগে খ্রিষ্টধর্মের বিভাজনের সময় একইসঙ্গে তিন জন পোপ-ও দেখা গেছে, যাদের মধ্যে একজন আসল ও বাকি দুজন প্রতিবাদী প্রার্থী হিসেবে নিজেদের তুলে ধরেছিলেন৷

বৃহস্পতিবার শেষ দিনে কার্ডিনালদের সঙ্গে পোপ ষোড়শ বেনেডিক্টছবি: Getty Images/L'Osservatore Romano

মনে রাখতে হবে, পোপ শুধু খ্রিষ্টান ধর্মের শীর্ষ নেতা নয়, তিনি পৃথিবীর ক্ষুদ্রতম রাষ্ট্রেরও প্রধান৷ তাঁর ক্ষমতার কোনো সীমা নেই৷ ফলে পোপ ষোড়শ বেনেডিক্ট নিজেই নিজের প্রস্থানের প্রক্রিয়া স্থির করতে পেরেছেন৷ তবে কিছু নিয়ম তাঁকেও মানতে হবে৷ বাকি জীবনে তিনি সাদা পোশাক পরতে পারবেন বটে, তবে লাল জুতো পরার অধিকার তাঁর আর থাকবে না৷ একমাত্র ক্ষমতাসীন পোপের জন্যই এই সম্মান নির্দিষ্ট করে দেওয়া আছে৷ ফলে ভবিষ্যতে ভ্যাটিকানে দুই বৃদ্ধকে দেখলে জুতোর দিকে তাকিয়ে বুঝতে হবে, কে ক্ষমতাসীন পোপ৷ ক্ষমতার প্রতীক সোনার আঙটিও খুলে রাখবেন বেনেডিক্ট৷ লাল জুতোর বদলে পছন্দের খয়রি জুতো পরতে চান তিনি, যা তিনি সম্প্রতি মেক্সিকোয় উপহার হিসেবে পেয়েছেন৷ 

ক্ষমতায় থেকেও বেনেডিক্ট কিন্তু কোনো বেতন পান নি৷ ফলে অবসর ভাতারও প্রশ্ন উঠতে পারে না৷ নেই স্বাস্থ্য বিমাও৷ গির্জাই তাঁর থাকা-খাওয়া, চিকিৎসার ব্যয়ভার বহন করে আসছে৷ ৪ জন নান বা সন্ন্যাসিনী তাঁর দেখাশোনা করবেন, থাকবেন একজন সেক্রেটারি বা সহায়কও৷ ভ্যাটিকানে থেকেই নতুন জীবন শুরু করার আগে তাঁকে কিছুদিন পোপের গ্রীষ্মকালীন আবাসে থাকতে হবে৷ কারণ তাঁর ভবিষ্যৎ বাসভবনে মেরামতির কাজ চলছে৷

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

ডয়চে ভেলে থেকে আরো সংবাদ

বাংলাদেশ