1. কন্টেন্টে যান
  2. মূল মেন্যুতে যান
  3. আরো ডয়চে ভেলে সাইটে যান

অবহেলিত মোড়ক দিয়ে শিল্পকর্ম

২১ মার্চ ২০১৯

পার্সেল বা অন্য কোনো বাক্সের মধ্যে মোড়কসহ কতরকম উপকরণই পাওয়া যায়৷ প্যাকেজিং-এর এই সব মালমশলা দিয়ে ওলন্দাজ এক শিল্পী অপূর্ব শিল্পকর্ম সৃষ্টি করছেন৷ সেইসঙ্গে চলছে ফটোগ্রাফি৷

DW Sendung Euromaxx Renaissance-Bilder von Jongmans
ছবি: DW

বাবল ব়্যাপ দিয়ে তৈরি ড্রেস, কম্পিউটারের মনিটরের আবরণ দিয়ে তৈরি মাথা ঢাকার কাপড় – এগুলি কি প্রাচীন মাস্টারপিস, নাকি আধুনিক শিল্প?

সুসান ইয়োংমান্স-এর শিল্পকর্মের উপাদান হলো প্যাকেজিং সামগ্রী৷ নেদারল্যান্ডসের ব্রেডা শহরে নিজের স্টুডিওতে এই শিল্পী প্যাকেজিং-এর জন্য প্রয়োজনীয় যাবতীয় বস্তু মজুত করে রাখেন৷ তাঁর মতে, এই সব উপাদান আরও অনেক টেকসই পদ্ধতিতে ব্যবহার করা উচিত৷

শিল্পীর মনে নানা আইডিয়া ঘোরাফেরা করে৷ তিনি বলেন, ‘‘এটা দেখলেই মনে হয় হেডস্কার্ফ হতে পারে৷ আর এটা জামার হাত হতে পারে৷ এইটা দেখলে মনে হয় কারো মাথার উপর কলার হতে পারে৷ ঠিক এ রকম৷''

ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে বিখ্যাত শিল্পকর্ম উপস্থাপন

04:38

This browser does not support the video element.

শিশু হিসেবেই সুসান বাবা-মার সংগ্রহে রাখা শিল্পের বই দেখে মুগ্ধ হতেন৷ আজও তিনি পঞ্চদশ ও ষোড়শ শতাব্দীর নেদারল্যান্ডসের শিল্পকর্ম থেকে প্রেরণা পান৷ বিশেষ করে রোখির ফান ডেয়ার ভাইডেন অথবা ইয়ান ফান আইক-এর ছবি তাঁকে নাড়া দেয়৷ সুসান কিন্তু সেই সব ছবির অবিকল নকল করেন না, বরং নতুন করে ব্যাখ্যা করেন৷

সেই কাজে স্টাইরোফোম বিডস অথবা স্বচ্ছ প্লাস্টিকের আবরণ ব্যবহার করেন তিনি৷ সুসান বলেন, ‘‘যাঁরা আমাকে প্রেরণা জুগিয়েছেন, আমি তাঁদের সঙ্গে সংলাপ চালাতে চাই৷ তা থেকে নিজস্ব কাহিনি সৃষ্টি করতে চাই৷ মূল চিত্রের মতো দেখতে হলেও আরও কাছ থেকে লক্ষ্য করলে বোঝা যাবে সেটি সমসাময়িক শিল্পকর্ম৷ অর্থাৎ কিছুটা একাল, কিছুটা সেকালের ছোঁয়া রয়েছে৷''

এবার ফটোশুট-এর পালা৷ মাথার পেছনে আলোকবৃত্ত হিসেবে স্টাইরোফোম বিডস ব্যবহার করা হচ্ছে৷ প্যাকিং বাক্সের ফাঁক ভরতে যা ব্যবহার করা হয়, সেগুলি দিয়ে গয়না তৈরি হয়েছে৷

শুটিং-এর সময় একটি মাত্র নিখুঁত ছবি তোলাই লক্ষ্য নয়৷ সুসান ইয়োংমান্স কয়েক'শ ছবি তোলেন৷ প্রত্যেকটির ফোকাস আলাদা, নানারকম খুঁটিনাটি বিষয় তাতে ফুটে ওঠে৷ সুসান ইয়োংমান্স মনে করেন, ‘‘বলতে গেলে এটা আমার চিত্রকর্ম৷ অনেক ছবি তুলে কম্পিউটারের মধ্যে সেগুলি একত্র করি৷ কোনো নির্দিষ্ট মুহূর্ত নয়, বরং প্রত্যেক ফ্রেমের সেরা অংশগুলি একত্র করি৷ একজন চিত্রকার যেমনটা করেন৷''

আমস্টারডাম থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণে ব্রেডা শহরে ৪১ বছর বয়সি এই শিল্পী সপরিবারে বসবাস করেন৷ শিল্প নিয়ে উচ্চশিক্ষার পর ২০০৭ সাল থেকে তিনি প্যাকেজিং-এর উপাদান নিয়ে কাজ করছেন৷ সুসান বিষয়টি ব্যাখ্যা করে বলেন, ‘‘আমি আসলে কোনো কিছুর খোঁজ করি না, বরং পেয়ে যাই বলা চলে৷ যেমন বাজারে ফল কিনতে গিয়ে কী পেয়েছি দেখুন৷ ফল খাবার পর আমি হয়তো এই মোড়ক দিয়ে কিছু একটা করবো৷''

সুসান ইয়োংমান্স-এর বড় ক্যানভাসের ফটোগ্রাফির দাম প্রায় ৫,০০০ ইউরো৷ আধুনিক এই সব মাস্টারপিস দেখিয়ে দিচ্ছে, কীভাবে প্লাস্টিক দিয়ে শিল্প সৃষ্টি করা সম্ভব৷

হেনড্রিক ভেলিং/এসবি

স্কিপ নেক্সট সেকশন এই বিষয়ে আরো তথ্য

এই বিষয়ে আরো তথ্য

আরো সংবাদ দেখান
স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

ডয়চে ভেলের শীর্ষ সংবাদ

স্কিপ নেক্সট সেকশন ডয়চে ভেলে থেকে আরো সংবাদ